Ajker Patrika

ফরিদগঞ্জে পৃথকস্থান থেকে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার 

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
ফরিদগঞ্জে পৃথকস্থান থেকে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার 

চাঁদপুরের ফরিদগঞ্জে ৬ ঘণ্টার ব্যবধানে হাবিবা আক্তার (১৫) নামে ও সিয়াম (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামের জমাদ্দার বাড়ি থেকে হাবিবার এবং একই দিনদুপুরে সুবিদপুর পূর্ব ইউনিয়নের মনতলা গ্রাম থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি চাঁদপুর মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে পৃথক দুইটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামের জমাদ্দার বাড়ির আবুল বাশারের মেয়ে হাবিবা আক্তার পরিবারের সদস্যদের অগোচরে বুধবার রাতে বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। আজ বৃহস্পতিবার ভোরে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে মরদেহ দেখতে পান। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। হাবিবা স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। দুই ভাই, তিন বোনের মধ্যে সবার ছোট সে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। 

অপরদিকে, সুবিদপুর পূর্ব ইউনিয়নের মনতলা গ্রাম থেকে সিয়াম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। সিয়াম বৃহস্পতিবার সকালে বিষপান করেন। পরিবারের সদস্যরা টের পেয়ে তাঁকে দ্রুত পার্শ্ববর্তী হাজিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি মনতলা গ্রামের আলমগীর হোসেনের ছেলে। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত