কক্সবাজার প্রতিনিধি

তথাকথিত উন্নয়নের নামে বরাদ্দ দেওয়া জমি বন বিভাগকে ফিরিয়ে দেওয়ার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, কক্সবাজারে আনুমানিক ১২ হাজার একর বনভূমি উদ্ধার করে বন বিভাগকে দিয়ে দেওয়ার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। যা তথাকথিত উন্নয়ন এবং ব্যক্তিস্বার্থে দেওয়া হয়েছিল।
সময়টা বিবেচনা করে কক্সবাজারের কয়েকটি কাজ অগ্রাধিকার হিসেবে ধরা হয়েছে জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কক্সবাজারের ৭০০ একরের একটা বন, ১৫৫ একর বনের জায়গা নিয়ে একজন ব্যক্তির নামে স্থাপনা হচ্ছে, ২০ একর জমিতে ফুটবল ট্রেনিং সেন্টার হওয়া কথা ছিল, সোনাদিয়ায় বেজাকে দেওয়া জায়গায় চিংড়িঘের করা হয়েছে। এসব তথাকথিত উন্নয়ন প্রকল্প বাতিল করে জমিগুলো বন বিভাগকে ফেরত দেওয়া হবে।
কক্সবাজারের মানুষের অনেক দিনের দাবি, বাঁকখালী নদীকে দখল ও দূষণমুক্ত করার—এমন মন্তব্য করে উপদেষ্টা বলেন, ‘আগে যখন পরিবেশকর্মী ছিলাম, পরিবেশকর্মী হিসেবে আসতাম। এখন যে মন্ত্রণালয়ের দায়িত্ব, সে মন্ত্রণালয়ের সঙ্গে এসেছি এবং তারা বলছে, অবৈধ দখল যত তাড়াতাড়ি সম্ভব উচ্ছেদ করবে।’ তিনি বলেন, কোন কোন জায়গায় আইনি প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখা হয়েছে। হাইকোর্ট থেকে স্থিতি অবস্থা নিয়ে আসা হয়েছে, সেটাও আইনিভাবে মোকাবিলা করা হবে।
কক্সবাজারের সমুদ্রসৈকত দেখতে গিয়ে দেদার নির্মাণকাজ দেখে ক্ষোভ প্রকাশ করেন সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, যদি লাগাম টেনে ধরা না হয়, তবে সাধারণ মানুষের সি বিচ ব্যক্তির সি বিচ বা প্রতিষ্ঠানের সি বিচ হয়ে যাবে। এটা হতে দেওয়া যাবে না।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘পরিবেশ সংকটাপন্ন (ইসিএ) এলাকায় কার প্রতিষ্ঠান আছে, তা আমার দেখার বিষয় না। আমার কাজ ইসিএ এলাকায় পরিবেশ, বন ও জেলা প্রশাসনের অনুমোদন ছাড়া কোনো প্রতিষ্ঠান আছে কিনা, তা দেখা। অনুমোদন ছাড়া যার প্রতিষ্ঠান থাকবে তা উচ্ছেদ করা হবে।’ এ সময় তিনি খুব দ্রুত সময়ের মধ্যে ৫১ একর ভূমির অবৈধ দখল উচ্ছেদ করা হবে বলে মন্তব্য করেন।
উপদেষ্টার পরিদর্শনের সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. নাজমুল আহসান, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন, পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন, চট্টগ্রাম বন সার্কেলের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম, কক্সবাজার পৌরসভার প্রশাসক রুবাইয়া আফরোজসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তথাকথিত উন্নয়নের নামে বরাদ্দ দেওয়া জমি বন বিভাগকে ফিরিয়ে দেওয়ার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, কক্সবাজারে আনুমানিক ১২ হাজার একর বনভূমি উদ্ধার করে বন বিভাগকে দিয়ে দেওয়ার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। যা তথাকথিত উন্নয়ন এবং ব্যক্তিস্বার্থে দেওয়া হয়েছিল।
সময়টা বিবেচনা করে কক্সবাজারের কয়েকটি কাজ অগ্রাধিকার হিসেবে ধরা হয়েছে জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কক্সবাজারের ৭০০ একরের একটা বন, ১৫৫ একর বনের জায়গা নিয়ে একজন ব্যক্তির নামে স্থাপনা হচ্ছে, ২০ একর জমিতে ফুটবল ট্রেনিং সেন্টার হওয়া কথা ছিল, সোনাদিয়ায় বেজাকে দেওয়া জায়গায় চিংড়িঘের করা হয়েছে। এসব তথাকথিত উন্নয়ন প্রকল্প বাতিল করে জমিগুলো বন বিভাগকে ফেরত দেওয়া হবে।
কক্সবাজারের মানুষের অনেক দিনের দাবি, বাঁকখালী নদীকে দখল ও দূষণমুক্ত করার—এমন মন্তব্য করে উপদেষ্টা বলেন, ‘আগে যখন পরিবেশকর্মী ছিলাম, পরিবেশকর্মী হিসেবে আসতাম। এখন যে মন্ত্রণালয়ের দায়িত্ব, সে মন্ত্রণালয়ের সঙ্গে এসেছি এবং তারা বলছে, অবৈধ দখল যত তাড়াতাড়ি সম্ভব উচ্ছেদ করবে।’ তিনি বলেন, কোন কোন জায়গায় আইনি প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখা হয়েছে। হাইকোর্ট থেকে স্থিতি অবস্থা নিয়ে আসা হয়েছে, সেটাও আইনিভাবে মোকাবিলা করা হবে।
কক্সবাজারের সমুদ্রসৈকত দেখতে গিয়ে দেদার নির্মাণকাজ দেখে ক্ষোভ প্রকাশ করেন সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, যদি লাগাম টেনে ধরা না হয়, তবে সাধারণ মানুষের সি বিচ ব্যক্তির সি বিচ বা প্রতিষ্ঠানের সি বিচ হয়ে যাবে। এটা হতে দেওয়া যাবে না।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘পরিবেশ সংকটাপন্ন (ইসিএ) এলাকায় কার প্রতিষ্ঠান আছে, তা আমার দেখার বিষয় না। আমার কাজ ইসিএ এলাকায় পরিবেশ, বন ও জেলা প্রশাসনের অনুমোদন ছাড়া কোনো প্রতিষ্ঠান আছে কিনা, তা দেখা। অনুমোদন ছাড়া যার প্রতিষ্ঠান থাকবে তা উচ্ছেদ করা হবে।’ এ সময় তিনি খুব দ্রুত সময়ের মধ্যে ৫১ একর ভূমির অবৈধ দখল উচ্ছেদ করা হবে বলে মন্তব্য করেন।
উপদেষ্টার পরিদর্শনের সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. নাজমুল আহসান, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন, পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন, চট্টগ্রাম বন সার্কেলের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম, কক্সবাজার পৌরসভার প্রশাসক রুবাইয়া আফরোজসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৬ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৬ ঘণ্টা আগে