রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একই পরিবারের পাঁচ সদস্যকে আটক করে হাত-পা বেঁধে ফেনী নদীতে ফেলে দিয়েছে। এরপর অবিশ্বাস্যভাবে তারা কঠিন সংগ্রাম করে খাগড়াছড়ির রামগড় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করলে বিজিবি গিয়ে হেফাজতে নেয়। আজ বৃহস্পতিবার ভোরে রামগড়-সাব্রুম সীমান্তের ফেনীরকুল চর এলাকার সীমান্ত দিয়ে তারা পুশইন হয়।
আটক ব্যক্তিরা হলো—মো. উম্মেদ আলী (৪২), তাঁর স্ত্রী সেলিনা বেগম (৩৫), তিন মেয়ে রুমি খাতুন (১৫), রুম্পা খাতুন (১২) ও সুমাইয়া খাতুন (৮)। তারা ভারতের হরিয়ানা রাজ্যে প্রায় ১২ বছর ধরে বাস করছিল।
জানা গেছে, ফেনী নদী পেরিয়ে রামগড়-ফেনী সড়কের সোনাইপুল বাজারের যাত্রী ছাউনিতে আশ্রয় নিলে স্থানীয় বাসিন্দারা তাদের আটক করে। পরে মহামুনি বিজিবি ক্যাম্পে খবর দিলে বিজিবি সদস্যরা এসে পাঁচজনকে হেফাজতে নেয়।
আটক মো. উম্মেদ আলী জানান, হরিয়ানায় ঘুমন্ত অবস্থায় তাদের ধরে ত্রিপুরায় নিয়ে যাওয়া হয়। পরে হাত-পা বেঁধে ফেনী নদীতে ফেলে দেয় বিএসএফ। কোনোমতে পরিবার নিয়ে তীরে উঠে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। তিনি জানান, জীবিকার তাগিদে এক যুগ আগে ভারতে গিয়ে ইটভাটায় শ্রমিকের কাজ করতেন।
রামগড় সীমান্ত দিয়ে পাঁচজনকে পুশইন করার তথ্য নিশ্চিত করেছে বিজিবির একাধিক সূত্র। তবে ৪৩ বিজিবি এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন জানান, পাঁচজনকে আপাতত রামগড় সরকারি উচ্চবিদ্যালয়ের একটি কক্ষে রাখা হয়েছে। বিজিবি, প্রশাসন ও থানা একযোগে বিষয়টি তদন্ত করছে।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, পুশইন হওয়া পাঁচজন কুড়িগ্রামের চর সুপার কুটি গ্রামের বাসিন্দা। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারের সঙ্গে কথা বলে পরিচয় জানা গেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একই পরিবারের পাঁচ সদস্যকে আটক করে হাত-পা বেঁধে ফেনী নদীতে ফেলে দিয়েছে। এরপর অবিশ্বাস্যভাবে তারা কঠিন সংগ্রাম করে খাগড়াছড়ির রামগড় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করলে বিজিবি গিয়ে হেফাজতে নেয়। আজ বৃহস্পতিবার ভোরে রামগড়-সাব্রুম সীমান্তের ফেনীরকুল চর এলাকার সীমান্ত দিয়ে তারা পুশইন হয়।
আটক ব্যক্তিরা হলো—মো. উম্মেদ আলী (৪২), তাঁর স্ত্রী সেলিনা বেগম (৩৫), তিন মেয়ে রুমি খাতুন (১৫), রুম্পা খাতুন (১২) ও সুমাইয়া খাতুন (৮)। তারা ভারতের হরিয়ানা রাজ্যে প্রায় ১২ বছর ধরে বাস করছিল।
জানা গেছে, ফেনী নদী পেরিয়ে রামগড়-ফেনী সড়কের সোনাইপুল বাজারের যাত্রী ছাউনিতে আশ্রয় নিলে স্থানীয় বাসিন্দারা তাদের আটক করে। পরে মহামুনি বিজিবি ক্যাম্পে খবর দিলে বিজিবি সদস্যরা এসে পাঁচজনকে হেফাজতে নেয়।
আটক মো. উম্মেদ আলী জানান, হরিয়ানায় ঘুমন্ত অবস্থায় তাদের ধরে ত্রিপুরায় নিয়ে যাওয়া হয়। পরে হাত-পা বেঁধে ফেনী নদীতে ফেলে দেয় বিএসএফ। কোনোমতে পরিবার নিয়ে তীরে উঠে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। তিনি জানান, জীবিকার তাগিদে এক যুগ আগে ভারতে গিয়ে ইটভাটায় শ্রমিকের কাজ করতেন।
রামগড় সীমান্ত দিয়ে পাঁচজনকে পুশইন করার তথ্য নিশ্চিত করেছে বিজিবির একাধিক সূত্র। তবে ৪৩ বিজিবি এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন জানান, পাঁচজনকে আপাতত রামগড় সরকারি উচ্চবিদ্যালয়ের একটি কক্ষে রাখা হয়েছে। বিজিবি, প্রশাসন ও থানা একযোগে বিষয়টি তদন্ত করছে।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, পুশইন হওয়া পাঁচজন কুড়িগ্রামের চর সুপার কুটি গ্রামের বাসিন্দা। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারের সঙ্গে কথা বলে পরিচয় জানা গেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক। এটাই হবে আগামীর বাংলাদেশ। আজ সোমবার দুপুরে রাজশাহীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির...
৯ মিনিট আগে
রাজধানীর উত্তরার রাজউক উত্তরা মডেল কলেজের সামনে ‘টিসি নয়, প্রমোশনের’ দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকজন অভিভাবক। উত্তরা ৬ নম্বর সেক্টরের কলেজটির মূল ফটকের সামনে আজ সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে জড়ো হওয়া শুরু করেন অভিভাবকেরা।
১২ মিনিট আগে
খুলনার শিরোমনির সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ সোমবার বেলা দেড়টার দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনায় সিআইডির রাসায়নিক পরীক্ষকের কক্ষের আসবাবপত্র পুড়ে যায়। আগুন নির্বাপণে খানজাহান আলী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে।
১৫ মিনিট আগে
খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে আতঙ্ক সৃষ্টি করতে গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। এই গুলি এক ঠিকাদারের বাড়ির দরজায় গিয়ে লেগেছে। গতকাল রোববার দিবাগত রাতে নগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা গোলকধাম পল্লিতীর্থ রোডে এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে