থানচি (বান্দরবান) প্রতিনিধি

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বৌদ্ধ ধর্মীয় রীতিনীতি অনুসারের ময়ূরপঙ্খী রথ শোভাযাত্রা ও সাংগু নদীতে বিসর্জনের মধ্য দিয়ে বান্দরবানে থানচিতে প্রবারণা উৎসবের সমাপ্তি হয়েছে। গতকাল রোববার উৎসবটি শেষ হয়। উৎসবে গভীর শ্রদ্ধায় হাজার বাতি প্রজ্বলন, ফুটবল টুর্নামেন্ট, স্বর্গের উদ্দেশ্যে ফানুস বাতি উত্তোলন, নাচ গান অনুষ্ঠিত হয়।
আয়োজকদের সূত্রে জানা যায়, পাহাড়ে মারমা, চাকমা, তংচংগ্যা, বড়ুয়া সম্প্রদায়ের শতভাগ জনসংখ্যা বৌদ্ধ ধর্ম পালন করেন। ধর্মীয় রীতিনীতি অনুসারে ঐতিহ্যবাহী প্রধান উৎসব মধ্যে এটি একটি। এরই ধারাবাহিকতায় ময়ূরপঙ্খী রথ তৈরি, রশি টেনে সারিবদ্ধ শোভাযাত্রা, বিসর্জন, ফানুস উড়ানো, নানা রঙের পিঠা তৈরি, হাজার প্রদীপ প্রজ্বলন, আকাশে ফানুস উত্তোলন, বৌদ্ধ ভিক্ষু উপাসক উপাসিকাদের ছোয়াইন (ভোজন) দান, বুদ্ধ স্নান, ঐতিহাসিক গৌতম বুদ্ধের ত্রিপিটকের বানিসহ নানা আয়োজনে মধ্য দিয়ে বৌদ্ধ ভিক্ষুদের প্রবারণা পূর্ণিমা স্থানীয় মারমা ভাষায় 'মাহা ওয়াগোওয়াই পোওয়ে' উৎসবটি শেষ হয়। উৎসবটি গত ২০ অক্টোবর শুরু হয়েছিল। অনুষ্ঠানে বান্দরবান থানচি উপজেলা পর্যায়ের প্রায় ৫২টি মারমা গ্রামের যুবক, যুবতী, মধ্যবয়সী লোক ও জনপ্রতিনিধিসহ সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠান শুরুর দিন থেকে শেষের দিন পর্যন্ত থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানি, ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা, থানচি থানা অফিসার ইনচার্জ ওসি সূদ্বীপ রায়, আয়োজক কমিটি সভাপতি থুইমংপ্রু মারমা, সাধারণ সম্পাদক উমংসিং মারমা, সাবেক ইউপি চেয়ারম্যান উবামং মারমা, তিন্দু ইউপি চেয়ারম্যান প্রার্থী থোয়াইসিংমং মারমাসহ অনেকেই সার্বক্ষণিকভাবে সহযোগিতা করেছেন।
উৎসব উদ্যাপন ও আয়োজন কমিটি উদীয়মান সাধারণ সম্পাদক সমাজ বিজ্ঞানের অনার্স শেষ বর্ষের ছাত্র উমংসিং মারমা বলেন, আমার জীবনে প্রথমবারের মতো মাহা ওয়াগোওয়াই পোওয়ে (প্রবারণা) উৎসবের কাজ করার সুযোগ পেয়েছি। সকলের সহযোগিতায় ঐতিহ্যবাহী বৌদ্ধ ধর্মের মহান পবিত্র উৎসব ঘিরে সমাজের সকল শ্রেণিপেশার মানুষ খুব আনন্দ-উল্লাস করেছি। এ উৎসবটি যথাযথ মর্যাদায় বৌদ্ধদের ঘরে ঘরে পুন্যরাশি হয়ে থাকুক।
সাধারণ সম্পাদক আরও বলেন, গতকাল দুপুর ২টার দিকে ফানুস উড়িয়ে ময়ূরপঙ্খী রথ শোভাযাত্রা শুরু হয়। থানচি হেডম্যানপাড়া বৌদ্ধ বিহার প্রাঙ্গণ থেকে থানচি বাজার, বাসস্ট্যান্ড, জনগুরুত্বপূর্ণ স্থানের শুভসূচনায় ময়ূরপঙ্খী রথ শোভাযাত্রা এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সাঙ্গু নদীতে গিয়ে রথটি বিসর্জন করা হয়। পরবর্তীতে বাসস্ট্যান্ড সংলগ্ন মুক্তমঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, অতিথিদের বক্তব্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বৌদ্ধ ধর্মীয় রীতিনীতি অনুসারের ময়ূরপঙ্খী রথ শোভাযাত্রা ও সাংগু নদীতে বিসর্জনের মধ্য দিয়ে বান্দরবানে থানচিতে প্রবারণা উৎসবের সমাপ্তি হয়েছে। গতকাল রোববার উৎসবটি শেষ হয়। উৎসবে গভীর শ্রদ্ধায় হাজার বাতি প্রজ্বলন, ফুটবল টুর্নামেন্ট, স্বর্গের উদ্দেশ্যে ফানুস বাতি উত্তোলন, নাচ গান অনুষ্ঠিত হয়।
আয়োজকদের সূত্রে জানা যায়, পাহাড়ে মারমা, চাকমা, তংচংগ্যা, বড়ুয়া সম্প্রদায়ের শতভাগ জনসংখ্যা বৌদ্ধ ধর্ম পালন করেন। ধর্মীয় রীতিনীতি অনুসারে ঐতিহ্যবাহী প্রধান উৎসব মধ্যে এটি একটি। এরই ধারাবাহিকতায় ময়ূরপঙ্খী রথ তৈরি, রশি টেনে সারিবদ্ধ শোভাযাত্রা, বিসর্জন, ফানুস উড়ানো, নানা রঙের পিঠা তৈরি, হাজার প্রদীপ প্রজ্বলন, আকাশে ফানুস উত্তোলন, বৌদ্ধ ভিক্ষু উপাসক উপাসিকাদের ছোয়াইন (ভোজন) দান, বুদ্ধ স্নান, ঐতিহাসিক গৌতম বুদ্ধের ত্রিপিটকের বানিসহ নানা আয়োজনে মধ্য দিয়ে বৌদ্ধ ভিক্ষুদের প্রবারণা পূর্ণিমা স্থানীয় মারমা ভাষায় 'মাহা ওয়াগোওয়াই পোওয়ে' উৎসবটি শেষ হয়। উৎসবটি গত ২০ অক্টোবর শুরু হয়েছিল। অনুষ্ঠানে বান্দরবান থানচি উপজেলা পর্যায়ের প্রায় ৫২টি মারমা গ্রামের যুবক, যুবতী, মধ্যবয়সী লোক ও জনপ্রতিনিধিসহ সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠান শুরুর দিন থেকে শেষের দিন পর্যন্ত থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানি, ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা, থানচি থানা অফিসার ইনচার্জ ওসি সূদ্বীপ রায়, আয়োজক কমিটি সভাপতি থুইমংপ্রু মারমা, সাধারণ সম্পাদক উমংসিং মারমা, সাবেক ইউপি চেয়ারম্যান উবামং মারমা, তিন্দু ইউপি চেয়ারম্যান প্রার্থী থোয়াইসিংমং মারমাসহ অনেকেই সার্বক্ষণিকভাবে সহযোগিতা করেছেন।
উৎসব উদ্যাপন ও আয়োজন কমিটি উদীয়মান সাধারণ সম্পাদক সমাজ বিজ্ঞানের অনার্স শেষ বর্ষের ছাত্র উমংসিং মারমা বলেন, আমার জীবনে প্রথমবারের মতো মাহা ওয়াগোওয়াই পোওয়ে (প্রবারণা) উৎসবের কাজ করার সুযোগ পেয়েছি। সকলের সহযোগিতায় ঐতিহ্যবাহী বৌদ্ধ ধর্মের মহান পবিত্র উৎসব ঘিরে সমাজের সকল শ্রেণিপেশার মানুষ খুব আনন্দ-উল্লাস করেছি। এ উৎসবটি যথাযথ মর্যাদায় বৌদ্ধদের ঘরে ঘরে পুন্যরাশি হয়ে থাকুক।
সাধারণ সম্পাদক আরও বলেন, গতকাল দুপুর ২টার দিকে ফানুস উড়িয়ে ময়ূরপঙ্খী রথ শোভাযাত্রা শুরু হয়। থানচি হেডম্যানপাড়া বৌদ্ধ বিহার প্রাঙ্গণ থেকে থানচি বাজার, বাসস্ট্যান্ড, জনগুরুত্বপূর্ণ স্থানের শুভসূচনায় ময়ূরপঙ্খী রথ শোভাযাত্রা এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সাঙ্গু নদীতে গিয়ে রথটি বিসর্জন করা হয়। পরবর্তীতে বাসস্ট্যান্ড সংলগ্ন মুক্তমঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, অতিথিদের বক্তব্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
১ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
২ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
২ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
২ ঘণ্টা আগে