কুমিল্লা মহানগর বিএনপি
কুমিল্লা প্রতিনিধি

প্রথমবারের মতো আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতাদের ভোটে মহানগর বিএনপির নেতা নির্বাচিত হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।
দলীয় সূত্র বলেছে, ২০১১ সালে কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠা হলেও ২০২২ সালের ৩০ মে প্রথমবারের মতো মহানগর বিএনপির ৪৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় কেন্দ্র। এতে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি আমিরুজ্জামানকে আহ্বায়ক ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লাকে সদস্যসচিব করা হয়। ওই কমিটিতে উৎবাতুল বারী ওরফে আবুকে ১৪ নম্বর যুগ্ম আহ্বায়ক করা হয়। ওই রাতে সংবাদ সম্মেলন করে আমিরুজ্জামান পদত্যাগের ঘোষণা দেন।
এদিকে স্বচ্ছ ব্যালটের মাধ্যমে কুমিল্লা মহানগর বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে গত বুধবার মহানগর বিএনপির কাউন্সিলের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মনোনয়ন ফরম বিক্রি ও জমার দিন ছিল ২০ ফেব্রুয়ারি। ২১ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই। প্রত্যাহারের দিন ছিল ২২ ফেব্রুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২৩ ফেব্রুয়ারি। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া কথা ছিল ২৪ ফেব্রুয়ারি। আর নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আজ মঙ্গলবার। সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক পদে মহানগর বিএনপির সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপু ও সাংগঠনিক সম্পাদক পদে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজিউর রহমান একক প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। মহানগর বিএনপির কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ আলী আক্কাস এসব তথ্য জানান।
সম্মেলনের তারিখ নির্ধারণের পর থেকে আলোচনা ছিল, ওয়ার্ড পর্যায়ের নেতাদের ভোটে নির্বাচিত হবেন মহানগরের শীর্ষ নেতৃত্ব। এরই মধ্যে নগরের ২৭টি ওয়ার্ডে বিএনপির ১০১ সদস্যের কমিটি করা হয়েছে। সম্মেলনে মোট ২ হাজার ৭২৭ জন কাউন্সিলর তাঁদের ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করার কথা ছিল। শেষ পর্যন্ত তৃণমূল নেতাদের ভোটের প্রয়োজন হচ্ছে না। কারণ, সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে একজন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাছাইয়ে তাঁদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও কেউই তা প্রত্যাহার করেননি। ফলে সম্মেলনে বিনা ভোটে সভাপতি পদে মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী, সম্পাদক পদে মহানগর বিএনপির সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপু ও সাংগঠনিক সম্পাদক পদে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজিউর রহমান নির্বাচিত হচ্ছেন।
এদিকে আজ কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত মহানগর বিএনপির সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য দেবেন তিনি। সম্মেলনের প্রধান বক্তা বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু।

প্রথমবারের মতো আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতাদের ভোটে মহানগর বিএনপির নেতা নির্বাচিত হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।
দলীয় সূত্র বলেছে, ২০১১ সালে কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠা হলেও ২০২২ সালের ৩০ মে প্রথমবারের মতো মহানগর বিএনপির ৪৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় কেন্দ্র। এতে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি আমিরুজ্জামানকে আহ্বায়ক ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লাকে সদস্যসচিব করা হয়। ওই কমিটিতে উৎবাতুল বারী ওরফে আবুকে ১৪ নম্বর যুগ্ম আহ্বায়ক করা হয়। ওই রাতে সংবাদ সম্মেলন করে আমিরুজ্জামান পদত্যাগের ঘোষণা দেন।
এদিকে স্বচ্ছ ব্যালটের মাধ্যমে কুমিল্লা মহানগর বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে গত বুধবার মহানগর বিএনপির কাউন্সিলের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মনোনয়ন ফরম বিক্রি ও জমার দিন ছিল ২০ ফেব্রুয়ারি। ২১ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই। প্রত্যাহারের দিন ছিল ২২ ফেব্রুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২৩ ফেব্রুয়ারি। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া কথা ছিল ২৪ ফেব্রুয়ারি। আর নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আজ মঙ্গলবার। সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক পদে মহানগর বিএনপির সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপু ও সাংগঠনিক সম্পাদক পদে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজিউর রহমান একক প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। মহানগর বিএনপির কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ আলী আক্কাস এসব তথ্য জানান।
সম্মেলনের তারিখ নির্ধারণের পর থেকে আলোচনা ছিল, ওয়ার্ড পর্যায়ের নেতাদের ভোটে নির্বাচিত হবেন মহানগরের শীর্ষ নেতৃত্ব। এরই মধ্যে নগরের ২৭টি ওয়ার্ডে বিএনপির ১০১ সদস্যের কমিটি করা হয়েছে। সম্মেলনে মোট ২ হাজার ৭২৭ জন কাউন্সিলর তাঁদের ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করার কথা ছিল। শেষ পর্যন্ত তৃণমূল নেতাদের ভোটের প্রয়োজন হচ্ছে না। কারণ, সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে একজন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাছাইয়ে তাঁদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও কেউই তা প্রত্যাহার করেননি। ফলে সম্মেলনে বিনা ভোটে সভাপতি পদে মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী, সম্পাদক পদে মহানগর বিএনপির সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপু ও সাংগঠনিক সম্পাদক পদে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজিউর রহমান নির্বাচিত হচ্ছেন।
এদিকে আজ কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত মহানগর বিএনপির সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য দেবেন তিনি। সম্মেলনের প্রধান বক্তা বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু।

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২ ঘণ্টা আগে