আদালত প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে নগর ছাত্রলীগের সহসম্পাদক ও সিটি কলেজ ছাত্রলীগের নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে শুনানি আরেক দফা পিছিয়ে গেল। আজ মঙ্গলবার চট্টগ্রাম দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলামের আদালতে অভিযোগ শুনানির দিন ধার্য ছিল। এর আগে ১৯ জানুয়ারি ও ২২ মার্চ অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল।
মহানগর পিপি মো. ফখরুদ্দীন চৌধুরী আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।
বাদীর আইনজীবী শৈবাল দাশ আজকের পত্রিকাকে বলেন, আদালত অভিযোগ শুনানির জন্য ২০ জুন পরবর্তী দিন ঠিক করেছেন।
মামলার বাদী ও সুদীপ্তর বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মেঘনাথ বিশ্বাস হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলির দাবি জানান। আজ আদালত প্রাঙ্গণে আজকের পত্রিকার কাছে হতাশা ব্যক্ত করে তিনি এ কথা বলেন।
২০১৭ সালের ৬ অক্টোবর ভোরে সন্ত্রাসীরা মোটরসাইকেল ও ট্যাক্সিযোগে নগরীর সদরঘাট নালাপাড়ার বাসায় হানা দিয়ে ঘুমন্ত সুদীপ্তকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে আসে। বাড়ির সামনেই তাঁকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় সুদীপ্তর বাবা স্কুলশিক্ষক মেঘনাথ বিশ্বাস অজ্ঞাতনামা সন্ত্রাসীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গত বছর ৩ ফেব্রুয়ারি আওয়ামী লীগের নেতা দিদারুল আলম মাসুমসহ ২৪ জনের বিরুদ্ধে সুদীপ্ত হত্যা মামলায় অভিযোগপত্র দেয়।
জানা যায়, সুদীপ্ত সাবেক সিটি মেয়র ও আওয়ামী লীগের নেতা মরহুম এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী। তিনি চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ছাত্র ছিলেন। কলেজের নিয়ন্ত্রণ নিয়ে ফেসবুকে লেখালেখি করায় তাঁকে হত্যা করা হয়েছে বলে তদন্তে উঠে আসে। আর দিদারুল আলম মাসুম চট্টগ্রামের লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সরকারি সিটি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি সাবেক মেয়র আ জ ম নাছিরের অনুসারী ছিলেন।
অভিযোগপত্রে বলা হয়, দিদারের নির্দেশে এ খুনের ঘটনা ঘটে। এ ছাড়া আইনুল কাদের হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিলেন।

চট্টগ্রামে নগর ছাত্রলীগের সহসম্পাদক ও সিটি কলেজ ছাত্রলীগের নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে শুনানি আরেক দফা পিছিয়ে গেল। আজ মঙ্গলবার চট্টগ্রাম দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলামের আদালতে অভিযোগ শুনানির দিন ধার্য ছিল। এর আগে ১৯ জানুয়ারি ও ২২ মার্চ অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল।
মহানগর পিপি মো. ফখরুদ্দীন চৌধুরী আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।
বাদীর আইনজীবী শৈবাল দাশ আজকের পত্রিকাকে বলেন, আদালত অভিযোগ শুনানির জন্য ২০ জুন পরবর্তী দিন ঠিক করেছেন।
মামলার বাদী ও সুদীপ্তর বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মেঘনাথ বিশ্বাস হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলির দাবি জানান। আজ আদালত প্রাঙ্গণে আজকের পত্রিকার কাছে হতাশা ব্যক্ত করে তিনি এ কথা বলেন।
২০১৭ সালের ৬ অক্টোবর ভোরে সন্ত্রাসীরা মোটরসাইকেল ও ট্যাক্সিযোগে নগরীর সদরঘাট নালাপাড়ার বাসায় হানা দিয়ে ঘুমন্ত সুদীপ্তকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে আসে। বাড়ির সামনেই তাঁকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় সুদীপ্তর বাবা স্কুলশিক্ষক মেঘনাথ বিশ্বাস অজ্ঞাতনামা সন্ত্রাসীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গত বছর ৩ ফেব্রুয়ারি আওয়ামী লীগের নেতা দিদারুল আলম মাসুমসহ ২৪ জনের বিরুদ্ধে সুদীপ্ত হত্যা মামলায় অভিযোগপত্র দেয়।
জানা যায়, সুদীপ্ত সাবেক সিটি মেয়র ও আওয়ামী লীগের নেতা মরহুম এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী। তিনি চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ছাত্র ছিলেন। কলেজের নিয়ন্ত্রণ নিয়ে ফেসবুকে লেখালেখি করায় তাঁকে হত্যা করা হয়েছে বলে তদন্তে উঠে আসে। আর দিদারুল আলম মাসুম চট্টগ্রামের লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সরকারি সিটি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি সাবেক মেয়র আ জ ম নাছিরের অনুসারী ছিলেন।
অভিযোগপত্রে বলা হয়, দিদারের নির্দেশে এ খুনের ঘটনা ঘটে। এ ছাড়া আইনুল কাদের হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিলেন।

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২২ জুলাই জুলাই গণ-অভ্যুত্থানে ইন্টারনেট শাটডাউন চলাকালে এসব ব্যবসায়ী সাবেক স্বৈরাচার ও সাজাপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্দোলন দমনে সহায়তার প্রতিশ্রুতি ও সার্বিকভাবে পাশে থাকার জন্য ঢাকার ওসমানী মিলনায়তনে একত্রিত হন।
১৯ মিনিট আগে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার আশুতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি পেশাগতভাবে অটোরিকশাচালক নন। শখের বসে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।
৩৪ মিনিট আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামের এক ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর ভগ্নিপতি পলাশ চন্দ্র শীল গুরুতর আহত হন। গতকাল সোমবার রাতে উপজেলার গলাকাটা পোল এলাকায় কবিরহাট-বসুরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে