আদালত প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে নগর ছাত্রলীগের সহসম্পাদক ও সিটি কলেজ ছাত্রলীগের নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে শুনানি আরেক দফা পিছিয়ে গেল। আজ মঙ্গলবার চট্টগ্রাম দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলামের আদালতে অভিযোগ শুনানির দিন ধার্য ছিল। এর আগে ১৯ জানুয়ারি ও ২২ মার্চ অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল।
মহানগর পিপি মো. ফখরুদ্দীন চৌধুরী আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।
বাদীর আইনজীবী শৈবাল দাশ আজকের পত্রিকাকে বলেন, আদালত অভিযোগ শুনানির জন্য ২০ জুন পরবর্তী দিন ঠিক করেছেন।
মামলার বাদী ও সুদীপ্তর বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মেঘনাথ বিশ্বাস হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলির দাবি জানান। আজ আদালত প্রাঙ্গণে আজকের পত্রিকার কাছে হতাশা ব্যক্ত করে তিনি এ কথা বলেন।
২০১৭ সালের ৬ অক্টোবর ভোরে সন্ত্রাসীরা মোটরসাইকেল ও ট্যাক্সিযোগে নগরীর সদরঘাট নালাপাড়ার বাসায় হানা দিয়ে ঘুমন্ত সুদীপ্তকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে আসে। বাড়ির সামনেই তাঁকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় সুদীপ্তর বাবা স্কুলশিক্ষক মেঘনাথ বিশ্বাস অজ্ঞাতনামা সন্ত্রাসীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গত বছর ৩ ফেব্রুয়ারি আওয়ামী লীগের নেতা দিদারুল আলম মাসুমসহ ২৪ জনের বিরুদ্ধে সুদীপ্ত হত্যা মামলায় অভিযোগপত্র দেয়।
জানা যায়, সুদীপ্ত সাবেক সিটি মেয়র ও আওয়ামী লীগের নেতা মরহুম এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী। তিনি চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ছাত্র ছিলেন। কলেজের নিয়ন্ত্রণ নিয়ে ফেসবুকে লেখালেখি করায় তাঁকে হত্যা করা হয়েছে বলে তদন্তে উঠে আসে। আর দিদারুল আলম মাসুম চট্টগ্রামের লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সরকারি সিটি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি সাবেক মেয়র আ জ ম নাছিরের অনুসারী ছিলেন।
অভিযোগপত্রে বলা হয়, দিদারের নির্দেশে এ খুনের ঘটনা ঘটে। এ ছাড়া আইনুল কাদের হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিলেন।

চট্টগ্রামে নগর ছাত্রলীগের সহসম্পাদক ও সিটি কলেজ ছাত্রলীগের নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে শুনানি আরেক দফা পিছিয়ে গেল। আজ মঙ্গলবার চট্টগ্রাম দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলামের আদালতে অভিযোগ শুনানির দিন ধার্য ছিল। এর আগে ১৯ জানুয়ারি ও ২২ মার্চ অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল।
মহানগর পিপি মো. ফখরুদ্দীন চৌধুরী আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।
বাদীর আইনজীবী শৈবাল দাশ আজকের পত্রিকাকে বলেন, আদালত অভিযোগ শুনানির জন্য ২০ জুন পরবর্তী দিন ঠিক করেছেন।
মামলার বাদী ও সুদীপ্তর বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মেঘনাথ বিশ্বাস হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলির দাবি জানান। আজ আদালত প্রাঙ্গণে আজকের পত্রিকার কাছে হতাশা ব্যক্ত করে তিনি এ কথা বলেন।
২০১৭ সালের ৬ অক্টোবর ভোরে সন্ত্রাসীরা মোটরসাইকেল ও ট্যাক্সিযোগে নগরীর সদরঘাট নালাপাড়ার বাসায় হানা দিয়ে ঘুমন্ত সুদীপ্তকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে আসে। বাড়ির সামনেই তাঁকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় সুদীপ্তর বাবা স্কুলশিক্ষক মেঘনাথ বিশ্বাস অজ্ঞাতনামা সন্ত্রাসীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গত বছর ৩ ফেব্রুয়ারি আওয়ামী লীগের নেতা দিদারুল আলম মাসুমসহ ২৪ জনের বিরুদ্ধে সুদীপ্ত হত্যা মামলায় অভিযোগপত্র দেয়।
জানা যায়, সুদীপ্ত সাবেক সিটি মেয়র ও আওয়ামী লীগের নেতা মরহুম এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী। তিনি চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ছাত্র ছিলেন। কলেজের নিয়ন্ত্রণ নিয়ে ফেসবুকে লেখালেখি করায় তাঁকে হত্যা করা হয়েছে বলে তদন্তে উঠে আসে। আর দিদারুল আলম মাসুম চট্টগ্রামের লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সরকারি সিটি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি সাবেক মেয়র আ জ ম নাছিরের অনুসারী ছিলেন।
অভিযোগপত্রে বলা হয়, দিদারের নির্দেশে এ খুনের ঘটনা ঘটে। এ ছাড়া আইনুল কাদের হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিলেন।

ভুক্তভোগী সোহান বলেন, ‘তিন বছরের ভিসায় কিরগিজস্তানে মাসিক ৫০ হাজার টাকা বেতনে টেক্সটাইল কারখানায় চাকরির কথা বলা হয়েছিল। কিন্তু আমাকে দেওয়া হয় মাত্র দুই মাসের ভিসা। বিদেশে পৌঁছানোর পর কাগজপত্র নিয়ে আমাকে একটি ঘরে আটকে রেখে নির্যাতন করা হয়। বাধ্য হয়ে আরও টাকা দিলে রাস্তায় ছেড়ে দেয়। পরে দেশে ফিরে আসি।’
২৩ মিনিট আগে
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ১১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৭টিতেই প্রধান শিক্ষক নেই। এ ছাড়া সহকারী শিক্ষকের ৭৪টি এবং দপ্তরি কাম নৈশপ্রহরীর ২৪টি পদও শূন্য রয়েছে। প্রধান শিক্ষক না থাকায় সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে একজন সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে মিজানুর রহমান ওরফে কানা মিজান (৩৬) নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। নিহত যুবক আন্তজেলা ডাকাত দলের সদস্য ও তাঁর বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তির কাছ থেকে একটি খেলনা পিস্তল ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বাসাইল-টাঙ্গাইল সড়কের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে