নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে হেফাজতে রেখে নির্যাতনের অভিযোগে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপপরিদর্শকের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। আজ সোমবার মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছার আদালতে মামলাটি করেন চমেক হাসপাতালে ডায়ালাইসিস ফি বাড়ানোর প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার সৈয়দ মো. মোস্তাকিম। আদালত তা আমলে নিয়ে সিআইডিকে মামলাটি তদন্তের নির্দেশ দেন।
মামলায় বিবাদীরা হলেন–পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন মজুমদার ও একই থানার উপপরিদর্শক মো. আবদুল আজিজ।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, আজ বিকেলে আদালত এক আদেশে সিআইডিকে মামলাটি তদন্ত করে আগামী ২৭ মার্চ প্রতিবেদন জমা দিতে বলেছেন।
তিনি আরও বলেন, ‘বিবাদীদের বিরুদ্ধে নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন ২০১৩ এর ১৩ (১), ২ এর ক, খ ও গ এবং ১৫ (১) ধারা এবং সংশ্লিষ্ট আইনের ৫ (১) ধারায় অভিযোগ আনা হয়েছে।
একই আইনে ১১ ধারায় বাদীর জানমালের নিরাপত্তা চেয়ে একটি পিটিশন দাখিল করা হয়েছে। বাদীকে ক্রসফায়ারের হুমকি দেওয়া হয়েছিল। এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন।’
মামলা সূত্রে জানা গেছে, সৈয়দ মোস্তাকিম তাঁর মাকে গত সাত বছর ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি ডায়ালাইসিস করান। সম্প্রতি ডায়ালাইসিসের মূল্য বেড়ে যাওয়ায় তিনিসহ রোগীর স্বজনরা মিলে আন্দোলন করেন। গত ১০ জানুয়ারি তাঁরা চমেক হাসপাতালের প্রধান গেটে জড়ো হয়ে মানববন্ধন করেন।
এ সময় পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ পরে সেখানে এসে আন্দোলনকারীদের ওপর চড়াও হন। একপর্যায়ে ওসি নাজিম মোস্তাকিমকে গ্রেপ্তার করে প্রথমে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের নিচে মারধর করেন। পরে থানায় তাঁকে মারধর ও নির্যাতনের অভিযোগ করা হয়। এ সময় উপপরিদর্শক আবদুল আজিজ বাদীকে ক্রসফায়ারের হুমকি দেন বলে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর আন্দোলন চলাকালে পুলিশের ওপর হামলার অভিযোগ এনে মোস্তাকিমের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৫০ / ৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পাঁচলাইশ থানা-পুলিশ।

চট্টগ্রামে হেফাজতে রেখে নির্যাতনের অভিযোগে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপপরিদর্শকের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। আজ সোমবার মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছার আদালতে মামলাটি করেন চমেক হাসপাতালে ডায়ালাইসিস ফি বাড়ানোর প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার সৈয়দ মো. মোস্তাকিম। আদালত তা আমলে নিয়ে সিআইডিকে মামলাটি তদন্তের নির্দেশ দেন।
মামলায় বিবাদীরা হলেন–পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন মজুমদার ও একই থানার উপপরিদর্শক মো. আবদুল আজিজ।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, আজ বিকেলে আদালত এক আদেশে সিআইডিকে মামলাটি তদন্ত করে আগামী ২৭ মার্চ প্রতিবেদন জমা দিতে বলেছেন।
তিনি আরও বলেন, ‘বিবাদীদের বিরুদ্ধে নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন ২০১৩ এর ১৩ (১), ২ এর ক, খ ও গ এবং ১৫ (১) ধারা এবং সংশ্লিষ্ট আইনের ৫ (১) ধারায় অভিযোগ আনা হয়েছে।
একই আইনে ১১ ধারায় বাদীর জানমালের নিরাপত্তা চেয়ে একটি পিটিশন দাখিল করা হয়েছে। বাদীকে ক্রসফায়ারের হুমকি দেওয়া হয়েছিল। এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন।’
মামলা সূত্রে জানা গেছে, সৈয়দ মোস্তাকিম তাঁর মাকে গত সাত বছর ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি ডায়ালাইসিস করান। সম্প্রতি ডায়ালাইসিসের মূল্য বেড়ে যাওয়ায় তিনিসহ রোগীর স্বজনরা মিলে আন্দোলন করেন। গত ১০ জানুয়ারি তাঁরা চমেক হাসপাতালের প্রধান গেটে জড়ো হয়ে মানববন্ধন করেন।
এ সময় পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ পরে সেখানে এসে আন্দোলনকারীদের ওপর চড়াও হন। একপর্যায়ে ওসি নাজিম মোস্তাকিমকে গ্রেপ্তার করে প্রথমে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের নিচে মারধর করেন। পরে থানায় তাঁকে মারধর ও নির্যাতনের অভিযোগ করা হয়। এ সময় উপপরিদর্শক আবদুল আজিজ বাদীকে ক্রসফায়ারের হুমকি দেন বলে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর আন্দোলন চলাকালে পুলিশের ওপর হামলার অভিযোগ এনে মোস্তাকিমের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৫০ / ৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পাঁচলাইশ থানা-পুলিশ।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
৪০ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
২ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
২ ঘণ্টা আগে