জমির উদ্দিন, চট্টগ্রাম

পেঁয়াজের দাম নিয়ে অস্থিরতার মধ্যে দেশে এসেছে সাড়ে ৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ। দুই দিন আগে তুরস্ক থেকে চট্টগ্রামে এসেছে ৪ হাজার ৪ মেট্রিক টন পেঁয়াজ। আর টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে এসেছে ১ হাজার ৬৯৮ মেট্রিক টন। জুলাই থেকে গতকাল শনিবার পর্যন্ত এ নিয়ে দুই দেশ থেকে ২৪ হাজার ২৬৬ মেট্রিক টন পেঁয়াজ দেশে এসেছে। এভাবে সরবরাহ বাড়ায় বাজারেও পণ্যটির দাম কেজিপ্রতি কমেছে ২০ টাকারও বেশি।
পাইকারি পর্যায়ে দাম কমে যাওয়ায় খুচরা পর্যায়েও পেঁয়াজের দাম কমেছে। নগরীর চকবাজার, নিউমার্কেট ও কাজীর দেউড়ির খুচরা দোকানে মানভেদে ৬০ থেকে ৭০ টাকা কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে।
খাতুনগঞ্জের আড়তদার মো. ফারুক আজকের পত্রিকাকে বলেন, দুই সপ্তাহ আগের তুলনায় বর্তমানে পাইকারি পর্যায়ে ২০ টাকা কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে। আড়তে প্রচুর পেঁয়াজ এসেছে, সামনে আরও দাম কমবে।
এই ব্যবসায়ী আরও বলেন, মিয়ানমারের পেঁয়াজগুলো ৫০ শতাংশ খারাপ। তবে তুরস্ক ও অন্যান্য দেশের পেঁয়াজগুলো মোটামুটি ভালো পাচ্ছেন তাঁরা। খাতুনগঞ্জের বেশ কয়েকজন আড়তদারের সঙ্গে কথা বলে জানা যায়, আড়তে এখন মিয়ানমার থেকে আসা নিম্নমানের পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০ টাকায়, আর ভালো মানের পেঁয়াজ মানভেদে ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি করছেন তাঁরা। আর ভারতীয় পেঁয়াজ মানভেদে ৪৫-৪৬ টাকায় বিক্রি হচ্ছে। তুরস্ক থেকে আসা পেঁয়াজ ৩২ টাকায় বিক্রি হচ্ছে।
টেকনাফ স্থলবন্দরের উপপরিচালক শৈবাল কান্তি নন্দী বলেন, জুলাই থেকে এ পর্যন্ত মিয়ানমার থেকে ২০ হাজার ২৬২ মেট্রিক টন পেঁয়াজ এসেছে। এর মধ্যে দুই দিন আগে এসেছে ১ হাজার ৬৯৮ মেট্রিক টন।
মিয়ানমারের ৫০ শতাংশ পেঁয়াজ নষ্ট পাওয়ার বিষয়ে বৃষ্টির অজুহাত দেখান তিনি। সেই সঙ্গে বলেন, ‘চট্টগ্রামে খালাস করতে করতে বেশি সময় লাগায়ও পেঁয়াজ নষ্ট হচ্ছে। তবে দ্রুত পেঁয়াজ খালাস করে সরবরাহের জন্য আমরা চেষ্টা করছি।’
পেঁয়াজ খালাসের আগে চট্টগ্রাম সমুদ্রবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্র থেকে ছাড়পত্র নিতে হয়। সংস্থাটির উপপরিচালক মো. নাছির উদ্দিন বলেন, তুরস্ক থেকে ৫ অক্টোবর থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়। এরপর ১১, ১২, ১৮ ও ২১ অক্টোবর পর্যন্ত তুরস্ক থেকে ৪ হাজার ৪ মেট্রিক টন পেঁয়াজের ছাড়পত্র দেওয়া হয়েছে।
টেকনাফ কাস্টমস স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মুনির আহমেদ বলেন, এই বন্দর দিয়ে প্রতিদিন মিয়ানমার থেকে ২৫-৩০ গাড়ি পেঁয়াজ বাংলাদেশে আসছে। এসব ঢাকা-চট্টগ্রামসহ দেশের অন্যান্য জায়গায় চলে যাচ্ছে।

পেঁয়াজের দাম নিয়ে অস্থিরতার মধ্যে দেশে এসেছে সাড়ে ৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ। দুই দিন আগে তুরস্ক থেকে চট্টগ্রামে এসেছে ৪ হাজার ৪ মেট্রিক টন পেঁয়াজ। আর টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে এসেছে ১ হাজার ৬৯৮ মেট্রিক টন। জুলাই থেকে গতকাল শনিবার পর্যন্ত এ নিয়ে দুই দেশ থেকে ২৪ হাজার ২৬৬ মেট্রিক টন পেঁয়াজ দেশে এসেছে। এভাবে সরবরাহ বাড়ায় বাজারেও পণ্যটির দাম কেজিপ্রতি কমেছে ২০ টাকারও বেশি।
পাইকারি পর্যায়ে দাম কমে যাওয়ায় খুচরা পর্যায়েও পেঁয়াজের দাম কমেছে। নগরীর চকবাজার, নিউমার্কেট ও কাজীর দেউড়ির খুচরা দোকানে মানভেদে ৬০ থেকে ৭০ টাকা কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে।
খাতুনগঞ্জের আড়তদার মো. ফারুক আজকের পত্রিকাকে বলেন, দুই সপ্তাহ আগের তুলনায় বর্তমানে পাইকারি পর্যায়ে ২০ টাকা কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে। আড়তে প্রচুর পেঁয়াজ এসেছে, সামনে আরও দাম কমবে।
এই ব্যবসায়ী আরও বলেন, মিয়ানমারের পেঁয়াজগুলো ৫০ শতাংশ খারাপ। তবে তুরস্ক ও অন্যান্য দেশের পেঁয়াজগুলো মোটামুটি ভালো পাচ্ছেন তাঁরা। খাতুনগঞ্জের বেশ কয়েকজন আড়তদারের সঙ্গে কথা বলে জানা যায়, আড়তে এখন মিয়ানমার থেকে আসা নিম্নমানের পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০ টাকায়, আর ভালো মানের পেঁয়াজ মানভেদে ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি করছেন তাঁরা। আর ভারতীয় পেঁয়াজ মানভেদে ৪৫-৪৬ টাকায় বিক্রি হচ্ছে। তুরস্ক থেকে আসা পেঁয়াজ ৩২ টাকায় বিক্রি হচ্ছে।
টেকনাফ স্থলবন্দরের উপপরিচালক শৈবাল কান্তি নন্দী বলেন, জুলাই থেকে এ পর্যন্ত মিয়ানমার থেকে ২০ হাজার ২৬২ মেট্রিক টন পেঁয়াজ এসেছে। এর মধ্যে দুই দিন আগে এসেছে ১ হাজার ৬৯৮ মেট্রিক টন।
মিয়ানমারের ৫০ শতাংশ পেঁয়াজ নষ্ট পাওয়ার বিষয়ে বৃষ্টির অজুহাত দেখান তিনি। সেই সঙ্গে বলেন, ‘চট্টগ্রামে খালাস করতে করতে বেশি সময় লাগায়ও পেঁয়াজ নষ্ট হচ্ছে। তবে দ্রুত পেঁয়াজ খালাস করে সরবরাহের জন্য আমরা চেষ্টা করছি।’
পেঁয়াজ খালাসের আগে চট্টগ্রাম সমুদ্রবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্র থেকে ছাড়পত্র নিতে হয়। সংস্থাটির উপপরিচালক মো. নাছির উদ্দিন বলেন, তুরস্ক থেকে ৫ অক্টোবর থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়। এরপর ১১, ১২, ১৮ ও ২১ অক্টোবর পর্যন্ত তুরস্ক থেকে ৪ হাজার ৪ মেট্রিক টন পেঁয়াজের ছাড়পত্র দেওয়া হয়েছে।
টেকনাফ কাস্টমস স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মুনির আহমেদ বলেন, এই বন্দর দিয়ে প্রতিদিন মিয়ানমার থেকে ২৫-৩০ গাড়ি পেঁয়াজ বাংলাদেশে আসছে। এসব ঢাকা-চট্টগ্রামসহ দেশের অন্যান্য জায়গায় চলে যাচ্ছে।

রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে ভেড়ানোর অভিযোগ উঠেছে খোদ দলটির কোনো কোনো নেতার বিরুদ্ধে। এ নিয়ে দলীয় নেতারা একে অপরকে দায়ী করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে কথা চালাচালি হচ্ছে। এদিকে আওয়ামী লীগ কর্মীদের দলে ভেড়ানোকে আশঙ্কাজনক বলছেন বিএনপির শীর্ষ নেতারা।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন। ১ জানুয়ারি যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবিনা ইয়াসমিনসহ...
৪ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের তিনটি নির্বাচনী এলাকাতেই স্বতন্ত্র প্রার্থীদের চাপে পড়েছে বিএনপি। আর দীর্ঘদিন একক প্রার্থী নিয়ে মাঠে থাকলেও জোটের প্রার্থী ঘোষণা নিয়ে চাপে পড়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটও।
৪ ঘণ্টা আগে