চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর সদর উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির (ভিজিএফ) চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হন। আজ সোমবার দুপুরে উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
সরকারি নিষেধাজ্ঞা মেনে জাটকা ধরা থেকে বিরত থাকায় লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের জেলেদের মধ্যে এই চাল বিতরণের কথা ছিল।
আহত ব্যক্তিরা হলেন ইউনিয়নের বহরিয়া এলাকার আক্কাস খান, সুফিয়ান, আফজাল খান, বোরহান, রাব্বি গাজী, মুকসুদ মিজি, মহসীন মিজি, জায়েদ মিজি, মমিন হাওলাদার ও মন্টু মিজি। তাঁরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত রাব্বিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বহরিয়া বাজার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি মুকসুদ মিজি বলেন, ‘গতকাল (রোববার) থেকে জেলেদের চাল বিতরণ শুরু হয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু ভূঁইয়া আজ (সোমবার) ৭ নম্বর ওয়ার্ড লোকদের আসতে নিষেধ করেন। এ জন্য জেলেরা কেউ আসেননি। কিন্তু দূরে দাঁড়িয়ে দেখা গেছে, নুরু ভূঁইয়ার লোকজন যাঁদের কোনো জেলে কার্ড নেই, তাঁরা চালের বস্তা নিয়ে যাচ্ছেন। তখন এই কাজে বাধা দিলে মারামারি হয়।’
ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু ভূঁইয়া বলেন, ‘আমরা গতকালও উপস্থিত থেকে চাল বিতরণ করেছি। তখন ৭ নম্বর ওয়ার্ডের কয়েকজন ঝামেলা সৃষ্টি করেছেন। তাঁদের আজকে আসতে নিষেধ করেছি। কিন্তু তাঁরাই আজকে এখানে হামলা ও মারামারির সৃষ্টি করেছেন। জেলে কার্ড ছাড়া চাল নিয়ে যাওয়াসহ আমার বিরুদ্ধে যেসব কথা বলা হচ্ছে, এগুলো সঠিক না।’
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, ‘সংঘর্ষের ঘটনায় কয়েকজন হাসপাতালে আসেন। তাঁদের মধ্যে রাব্বি নামের একজনের মাথায় টেঁটা বিদ্ধ ছিল। তাঁকে ঢাকায় নিয়ে যেতে বলা হয়েছে। একজন এখানে চিকিৎসাধীন রয়েছেন। আহত অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।’
সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ প্রশাসক মোহাম্মদ মুকবুল হোসেন বলেন, ‘চাল বিতরণকালে আমি পরিষদের দ্বিতীয় তলায় ছিলাম। এ সময় পরিষদের বাইরে মারামারি শুরু হয়। পরে ইউনিয়ন পরিষদের মূল ফটক বন্ধ করে দিই এবং চাল বিতরণ বন্ধ করে দেওয়া হয়। তবে কী নিয়ে বাইরে মারামারি হয়েছে, তা জানি না। চাল দেওয়া বন্ধ রয়েছে।’
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার সময় বহরিয়া এলাকায় লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সামনের রাস্তায় দুই পক্ষের লোকজন কাচের বোতল ও ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’
চাঁদপুর সদর উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির (ভিজিএফ) চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হন। আজ সোমবার দুপুরে উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
সরকারি নিষেধাজ্ঞা মেনে জাটকা ধরা থেকে বিরত থাকায় লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের জেলেদের মধ্যে এই চাল বিতরণের কথা ছিল।
আহত ব্যক্তিরা হলেন ইউনিয়নের বহরিয়া এলাকার আক্কাস খান, সুফিয়ান, আফজাল খান, বোরহান, রাব্বি গাজী, মুকসুদ মিজি, মহসীন মিজি, জায়েদ মিজি, মমিন হাওলাদার ও মন্টু মিজি। তাঁরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত রাব্বিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বহরিয়া বাজার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি মুকসুদ মিজি বলেন, ‘গতকাল (রোববার) থেকে জেলেদের চাল বিতরণ শুরু হয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু ভূঁইয়া আজ (সোমবার) ৭ নম্বর ওয়ার্ড লোকদের আসতে নিষেধ করেন। এ জন্য জেলেরা কেউ আসেননি। কিন্তু দূরে দাঁড়িয়ে দেখা গেছে, নুরু ভূঁইয়ার লোকজন যাঁদের কোনো জেলে কার্ড নেই, তাঁরা চালের বস্তা নিয়ে যাচ্ছেন। তখন এই কাজে বাধা দিলে মারামারি হয়।’
ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু ভূঁইয়া বলেন, ‘আমরা গতকালও উপস্থিত থেকে চাল বিতরণ করেছি। তখন ৭ নম্বর ওয়ার্ডের কয়েকজন ঝামেলা সৃষ্টি করেছেন। তাঁদের আজকে আসতে নিষেধ করেছি। কিন্তু তাঁরাই আজকে এখানে হামলা ও মারামারির সৃষ্টি করেছেন। জেলে কার্ড ছাড়া চাল নিয়ে যাওয়াসহ আমার বিরুদ্ধে যেসব কথা বলা হচ্ছে, এগুলো সঠিক না।’
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, ‘সংঘর্ষের ঘটনায় কয়েকজন হাসপাতালে আসেন। তাঁদের মধ্যে রাব্বি নামের একজনের মাথায় টেঁটা বিদ্ধ ছিল। তাঁকে ঢাকায় নিয়ে যেতে বলা হয়েছে। একজন এখানে চিকিৎসাধীন রয়েছেন। আহত অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।’
সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ প্রশাসক মোহাম্মদ মুকবুল হোসেন বলেন, ‘চাল বিতরণকালে আমি পরিষদের দ্বিতীয় তলায় ছিলাম। এ সময় পরিষদের বাইরে মারামারি শুরু হয়। পরে ইউনিয়ন পরিষদের মূল ফটক বন্ধ করে দিই এবং চাল বিতরণ বন্ধ করে দেওয়া হয়। তবে কী নিয়ে বাইরে মারামারি হয়েছে, তা জানি না। চাল দেওয়া বন্ধ রয়েছে।’
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার সময় বহরিয়া এলাকায় লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সামনের রাস্তায় দুই পক্ষের লোকজন কাচের বোতল ও ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’
বরগুনার পাথরঘাটা পৌরসভার সাবেক প্যানেল মেয়র মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
১৯ মিনিট আগেঅবৈধ সম্পদ অর্জনের দায়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অবসরপ্রাপ্ত কর্মচারী (এম এল এস এস) মো. দেলোয়ার সিকদারকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার (২০ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক মো. রবিউল আলম এই রায় দেন।
৩২ মিনিট আগেভূমি ও কৃষি সংস্কার এবং পরিবেশ সুরক্ষায় স্থায়ী জাতীয় কমিশন গঠনের দাবি জানিয়েছে ১৩টি নাগরিক সংগঠন। আজ রোববার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা ৩৬ দফা প্রস্তাবনা উত্থাপন করে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি মো. আলী হোসেনকে দল থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। আজ রোববার দুপুরে বিএনপির সব পর্যায়ের পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়।
১ ঘণ্টা আগে