চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

‘চৌদ্দগ্রামে বন্যা হবে, এত পানি হবে—কল্পনাও করিনি। উপজেলাটি ভারতের সীমান্তবর্তী হলেও এখানে কখনো বন্যা হয়নি। আমার ৭৬ বছরের জীবনে এত পানি দেখি নাই।’
অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোজাম্মেল হোসেন আশ্রয় নিয়েছেন উপজেলার বাতিসা বালিকা বিদ্যালয়ে স্থাপিত আশ্রয়কেন্দ্রে। এলাকার বন্যা পরিস্থিতি সম্পর্কে তিনি এসব কথা বলেন।
মোজাম্মেল হোসেন আরও বলেন, ‘কয়েক দিনের টানা বৃষ্টির কারণে এলাকার পানি বেড়ে যায়। ঘরবাড়ি ভেসে যায়। আমার গ্রাম দেবীপুরটি অত্যন্ত উঁচু, এখানে এত পানি হবে—কল্পনাও করতে পারিনি। উপায়ান্তর না দেখে বৃহস্পতিবার সকালে পরিবারের সাত সদস্য নিয়ে এক কাপড়ে আশ্রয়কেন্দ্রে এসে উঠি। আশ্রয়কেন্দ্র থেকে কবে বাড়ি ফিরব জানি না।’
আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া সোনাপুর গ্রামের বিধবা ফিরোজা বেগম বলেন, ‘বুধবার রাতটি ছিল আমাদের জন্য বিভীষিকাময়। রাত যত গভীর হচ্ছিল, ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হচ্ছিল। পানিও হুড়মুড় করে বেড়ে চলছে। মনে করেছিলাম, আজই শেষরাত। আল্লাহ দয়া করছেন বলে এখনো বেঁচে আছি। পরদিন বৃহস্পতিবার কলার ভেলায় করে আশ্রয়কেন্দ্রে উঠেছি। ঘরবাড়ির অবস্থা কেমন, তা–ও জানি না।’
মোজাম্মেল ও ফিরোজার মতো এক হাজারের বেশি পরিবার ভানবাসী হয়ে বাতিসা গার্লস স্কুল কেন্দ্রে আশ্রয় নিয়েছে। অনেকে তাঁদের ফেলে আসা বাড়িঘর নিয়ে দুশ্চিন্তায় আছেন। আনোয়ারা বেগম (৬০) ও মনোয়ারা বেগম (৬২) দুই বোন। গত বুধবার রাতের অভিজ্ঞতা জানিয়ে তাঁরা বলেন, ‘আমাদের এ বয়সে কখনো চৌদ্দগ্রামে বন্যা হয়নি। এখনো বেঁচে আছি, এটাই শুকরিয়া। বাড়িঘরে পানি থইথই করছে। এক কাপড়ে আশ্রয়কেন্দ্রে এসেছি। কবে পানি নামবে, জানি না।’

‘চৌদ্দগ্রামে বন্যা হবে, এত পানি হবে—কল্পনাও করিনি। উপজেলাটি ভারতের সীমান্তবর্তী হলেও এখানে কখনো বন্যা হয়নি। আমার ৭৬ বছরের জীবনে এত পানি দেখি নাই।’
অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোজাম্মেল হোসেন আশ্রয় নিয়েছেন উপজেলার বাতিসা বালিকা বিদ্যালয়ে স্থাপিত আশ্রয়কেন্দ্রে। এলাকার বন্যা পরিস্থিতি সম্পর্কে তিনি এসব কথা বলেন।
মোজাম্মেল হোসেন আরও বলেন, ‘কয়েক দিনের টানা বৃষ্টির কারণে এলাকার পানি বেড়ে যায়। ঘরবাড়ি ভেসে যায়। আমার গ্রাম দেবীপুরটি অত্যন্ত উঁচু, এখানে এত পানি হবে—কল্পনাও করতে পারিনি। উপায়ান্তর না দেখে বৃহস্পতিবার সকালে পরিবারের সাত সদস্য নিয়ে এক কাপড়ে আশ্রয়কেন্দ্রে এসে উঠি। আশ্রয়কেন্দ্র থেকে কবে বাড়ি ফিরব জানি না।’
আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া সোনাপুর গ্রামের বিধবা ফিরোজা বেগম বলেন, ‘বুধবার রাতটি ছিল আমাদের জন্য বিভীষিকাময়। রাত যত গভীর হচ্ছিল, ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হচ্ছিল। পানিও হুড়মুড় করে বেড়ে চলছে। মনে করেছিলাম, আজই শেষরাত। আল্লাহ দয়া করছেন বলে এখনো বেঁচে আছি। পরদিন বৃহস্পতিবার কলার ভেলায় করে আশ্রয়কেন্দ্রে উঠেছি। ঘরবাড়ির অবস্থা কেমন, তা–ও জানি না।’
মোজাম্মেল ও ফিরোজার মতো এক হাজারের বেশি পরিবার ভানবাসী হয়ে বাতিসা গার্লস স্কুল কেন্দ্রে আশ্রয় নিয়েছে। অনেকে তাঁদের ফেলে আসা বাড়িঘর নিয়ে দুশ্চিন্তায় আছেন। আনোয়ারা বেগম (৬০) ও মনোয়ারা বেগম (৬২) দুই বোন। গত বুধবার রাতের অভিজ্ঞতা জানিয়ে তাঁরা বলেন, ‘আমাদের এ বয়সে কখনো চৌদ্দগ্রামে বন্যা হয়নি। এখনো বেঁচে আছি, এটাই শুকরিয়া। বাড়িঘরে পানি থইথই করছে। এক কাপড়ে আশ্রয়কেন্দ্রে এসেছি। কবে পানি নামবে, জানি না।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে