ফেনী প্রতিনিধি

ফেনীর ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার ৮টি ইউনিয়নে আজ রোববার সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়। ভোটকে কেন্দ্র করে বেশ কয়েকটি কেন্দ্রের আশপাশসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় নির্বাচনে প্রভাব বিস্তার করার অভিযোগে চার মেম্বার প্রার্থীসহ মোট ১৬ জনকে আটক করা হয়।
সকালে ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে উত্তর মন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পরে ওই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রার্থী আবুল কালাম, শওকত জোবায়ের, মো. সোহেল রানা ও মো. সেলিমকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
এ ছাড়া মহামায়া ইউনিয়নে আচরণবিধি লঙ্ঘন করায় নৌকার ২ এজেন্টসহ ১ সহকারী পোলিং অফিসারকে আটক করা হয়।
একই ইউনিয়নে অনিয়ম ও ভোট ডাকাতির অভিযোগে দুপুরে নির্বাচন বর্জন করেছেন জাসদের চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন।
জাসদের চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন বলেন, প্রশাসনের চোখের সামনে বহিরাগতরা ভোট গ্রহণ শুরুর আগের রাত থেকে ভোটকেন্দ্র দখল করেছে। এ কারণে ভোটকেন্দ্রে ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে।
নুরুল আমিন আরও বলেন, তাঁর অনেক এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দিয়েছেন সরকার দলীয়রা। এ ছাড়া ভোটাররা ভয়ে পালিয়ে গেছেন। অনেকে ভোট দিতে পারেননি।
এদিকে পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ভোট গ্রহণ শুরুর পর বিভিন্ন কেন্দ্রে প্রভাব বিস্তার করায় মোট ১৬ জনকে আটক করা হয়েছে।
জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান জানান, পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধুগ্রাম কেন্দ্রের বুথে গোপন কক্ষে প্রবেশ করে প্রার্থীর পক্ষে কাজ করায় পোলিং কর্মকর্তা নাসিমা বেগমকে প্রত্যাহার করা হয়।
জেলা প্রশাসক বলেন, ‘আমি বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে সার্বিক পরিস্থিতির নজর রেখেছি। এ সময় অনিয়মের অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হয়েছে।’

ফেনীর ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার ৮টি ইউনিয়নে আজ রোববার সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়। ভোটকে কেন্দ্র করে বেশ কয়েকটি কেন্দ্রের আশপাশসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় নির্বাচনে প্রভাব বিস্তার করার অভিযোগে চার মেম্বার প্রার্থীসহ মোট ১৬ জনকে আটক করা হয়।
সকালে ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে উত্তর মন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পরে ওই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রার্থী আবুল কালাম, শওকত জোবায়ের, মো. সোহেল রানা ও মো. সেলিমকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
এ ছাড়া মহামায়া ইউনিয়নে আচরণবিধি লঙ্ঘন করায় নৌকার ২ এজেন্টসহ ১ সহকারী পোলিং অফিসারকে আটক করা হয়।
একই ইউনিয়নে অনিয়ম ও ভোট ডাকাতির অভিযোগে দুপুরে নির্বাচন বর্জন করেছেন জাসদের চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন।
জাসদের চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন বলেন, প্রশাসনের চোখের সামনে বহিরাগতরা ভোট গ্রহণ শুরুর আগের রাত থেকে ভোটকেন্দ্র দখল করেছে। এ কারণে ভোটকেন্দ্রে ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে।
নুরুল আমিন আরও বলেন, তাঁর অনেক এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দিয়েছেন সরকার দলীয়রা। এ ছাড়া ভোটাররা ভয়ে পালিয়ে গেছেন। অনেকে ভোট দিতে পারেননি।
এদিকে পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ভোট গ্রহণ শুরুর পর বিভিন্ন কেন্দ্রে প্রভাব বিস্তার করায় মোট ১৬ জনকে আটক করা হয়েছে।
জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান জানান, পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধুগ্রাম কেন্দ্রের বুথে গোপন কক্ষে প্রবেশ করে প্রার্থীর পক্ষে কাজ করায় পোলিং কর্মকর্তা নাসিমা বেগমকে প্রত্যাহার করা হয়।
জেলা প্রশাসক বলেন, ‘আমি বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে সার্বিক পরিস্থিতির নজর রেখেছি। এ সময় অনিয়মের অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হয়েছে।’

খুলনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় কালিপদ মন্ডল ও ইলিয়াস সরদার নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যান চালকসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের হাত থেকে সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সোহাগকে (৫০) ছিনিয়ে নিয়েছে তাঁর সমর্থকেরা। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ।
৩৯ মিনিট আগে
খুলনার রূপসায় ফারুখ (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের রাজাপুর এলাকায় সন্ত্রাসীরা তাঁকে গুলি করে।
২ ঘণ্টা আগে
ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে জামায়াত প্রার্থী ফখরুদ্দিন মানিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
৩ ঘণ্টা আগে