ফেনী প্রতিনিধি

ফেনীর ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার ৮টি ইউনিয়নে আজ রোববার সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়। ভোটকে কেন্দ্র করে বেশ কয়েকটি কেন্দ্রের আশপাশসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় নির্বাচনে প্রভাব বিস্তার করার অভিযোগে চার মেম্বার প্রার্থীসহ মোট ১৬ জনকে আটক করা হয়।
সকালে ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে উত্তর মন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পরে ওই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রার্থী আবুল কালাম, শওকত জোবায়ের, মো. সোহেল রানা ও মো. সেলিমকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
এ ছাড়া মহামায়া ইউনিয়নে আচরণবিধি লঙ্ঘন করায় নৌকার ২ এজেন্টসহ ১ সহকারী পোলিং অফিসারকে আটক করা হয়।
একই ইউনিয়নে অনিয়ম ও ভোট ডাকাতির অভিযোগে দুপুরে নির্বাচন বর্জন করেছেন জাসদের চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন।
জাসদের চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন বলেন, প্রশাসনের চোখের সামনে বহিরাগতরা ভোট গ্রহণ শুরুর আগের রাত থেকে ভোটকেন্দ্র দখল করেছে। এ কারণে ভোটকেন্দ্রে ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে।
নুরুল আমিন আরও বলেন, তাঁর অনেক এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দিয়েছেন সরকার দলীয়রা। এ ছাড়া ভোটাররা ভয়ে পালিয়ে গেছেন। অনেকে ভোট দিতে পারেননি।
এদিকে পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ভোট গ্রহণ শুরুর পর বিভিন্ন কেন্দ্রে প্রভাব বিস্তার করায় মোট ১৬ জনকে আটক করা হয়েছে।
জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান জানান, পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধুগ্রাম কেন্দ্রের বুথে গোপন কক্ষে প্রবেশ করে প্রার্থীর পক্ষে কাজ করায় পোলিং কর্মকর্তা নাসিমা বেগমকে প্রত্যাহার করা হয়।
জেলা প্রশাসক বলেন, ‘আমি বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে সার্বিক পরিস্থিতির নজর রেখেছি। এ সময় অনিয়মের অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হয়েছে।’

ফেনীর ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার ৮টি ইউনিয়নে আজ রোববার সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়। ভোটকে কেন্দ্র করে বেশ কয়েকটি কেন্দ্রের আশপাশসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় নির্বাচনে প্রভাব বিস্তার করার অভিযোগে চার মেম্বার প্রার্থীসহ মোট ১৬ জনকে আটক করা হয়।
সকালে ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে উত্তর মন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পরে ওই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রার্থী আবুল কালাম, শওকত জোবায়ের, মো. সোহেল রানা ও মো. সেলিমকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
এ ছাড়া মহামায়া ইউনিয়নে আচরণবিধি লঙ্ঘন করায় নৌকার ২ এজেন্টসহ ১ সহকারী পোলিং অফিসারকে আটক করা হয়।
একই ইউনিয়নে অনিয়ম ও ভোট ডাকাতির অভিযোগে দুপুরে নির্বাচন বর্জন করেছেন জাসদের চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন।
জাসদের চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন বলেন, প্রশাসনের চোখের সামনে বহিরাগতরা ভোট গ্রহণ শুরুর আগের রাত থেকে ভোটকেন্দ্র দখল করেছে। এ কারণে ভোটকেন্দ্রে ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে।
নুরুল আমিন আরও বলেন, তাঁর অনেক এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দিয়েছেন সরকার দলীয়রা। এ ছাড়া ভোটাররা ভয়ে পালিয়ে গেছেন। অনেকে ভোট দিতে পারেননি।
এদিকে পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ভোট গ্রহণ শুরুর পর বিভিন্ন কেন্দ্রে প্রভাব বিস্তার করায় মোট ১৬ জনকে আটক করা হয়েছে।
জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান জানান, পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধুগ্রাম কেন্দ্রের বুথে গোপন কক্ষে প্রবেশ করে প্রার্থীর পক্ষে কাজ করায় পোলিং কর্মকর্তা নাসিমা বেগমকে প্রত্যাহার করা হয়।
জেলা প্রশাসক বলেন, ‘আমি বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে সার্বিক পরিস্থিতির নজর রেখেছি। এ সময় অনিয়মের অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হয়েছে।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
১ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
২ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
২ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
২ ঘণ্টা আগে