সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ১০ দিন বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের চলমান সংস্কার কাজ। আগামী ৩ জুলাই পর্যন্ত সড়কে সব ধরনের সংস্কার কাজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। এতে কিছুটা হলেও কমবে ঈদে মানুষের বাড়ি ফেরার ভোগান্তি।
গতকাল বৃহস্পতিবার বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মহাসড়কের সীতাকুণ্ড অংশে সওজের সংস্কার কাজ চলমান থাকার কারণে একমুখী সড়কে যানবাহন চলাচল করত। যার ফলে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয়।
এতে দূরপাল্লার শত শত যানবাহন আটকা পড়ে ১০ থেকে ১৫ কিলোমিটারের অধিক যানজটের সৃষ্টির পাশাপাশি ভোগান্তিতে পড়ত যাত্রী ও চালকেরা।’
ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ‘আর এ যানজট স্বাভাবিক করতে গিয়ে চরম বেকায়দায় পড়তেন তারা। তাই ঈদকে ঘিরে পশুবাহী ট্রাক চলাচল স্বাভাবিক এবং মানুষের বাড়ি ফেরা যানজট মুক্ত রাখতে কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান তারা। যার প্রেক্ষিতে দশ দিনের জন্য সড়ক সংস্কার কাজ বন্ধের ঘোষণা দেয় সওজ।’
তিনি আরও বলেন, ‘মহাসড়কে পশুবাহী ট্রাকসহ সব ধরনের যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে প্রস্তুতি সম্পূর্ণ করেছেন। অপ্রীতিকর ঘটনা রোধ ও যানজট নিরসনে মহাসড়কে দুটি টহল টিমের পাশাপাশি আরও একটি টহল টিম জোরদার করা হয়েছে। সেই সঙ্গে বাড়ানো হয়েছে স্বেচ্ছাসেবক।’ মহাসড়কে কোথাও কেউ চাঁদাবাজি কিংবা প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
সংস্কারকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান তাহের ব্রাদার্সের প্রকল্প ব্যবস্থাপক রাসেল আহমেদ আজকের পত্রিকাকে জানান, মহাসড়কে সৃষ্ট খানাখন্দক সংস্কারে তারা কাজ শুরু করেছিলেন। যা বর্ষা শুরুর আগে শেষ করার তাগাদা ছিল তাঁদের। কিন্তু নির্বিঘ্নে ঈদ যাত্রা সম্পন্ন করতে সওজের নির্দেশে বৃহস্পতিবার থেকে সংস্কার কাজ বন্ধ রেখেছেন তারা। তবে আগামী ৩ জুলাইয়ের পর পুনরায় সংস্কার কাজ শুরু করবেন বলে জানান তিনি।
সড়ক ও জনপদ বিভাগের চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘হাইওয়ে পুলিশের অনুরোধে ঈদযাত্রা নির্বিঘ্নে তারা আগামী দশ দিনের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে সড়ক সংস্কার কাজ বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন। তবে তার পর থেকে পুনরায় অসম্পূর্ণ অংশের সংস্কার কাজ শুরু করবেন তারা।’

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ১০ দিন বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের চলমান সংস্কার কাজ। আগামী ৩ জুলাই পর্যন্ত সড়কে সব ধরনের সংস্কার কাজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। এতে কিছুটা হলেও কমবে ঈদে মানুষের বাড়ি ফেরার ভোগান্তি।
গতকাল বৃহস্পতিবার বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মহাসড়কের সীতাকুণ্ড অংশে সওজের সংস্কার কাজ চলমান থাকার কারণে একমুখী সড়কে যানবাহন চলাচল করত। যার ফলে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয়।
এতে দূরপাল্লার শত শত যানবাহন আটকা পড়ে ১০ থেকে ১৫ কিলোমিটারের অধিক যানজটের সৃষ্টির পাশাপাশি ভোগান্তিতে পড়ত যাত্রী ও চালকেরা।’
ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ‘আর এ যানজট স্বাভাবিক করতে গিয়ে চরম বেকায়দায় পড়তেন তারা। তাই ঈদকে ঘিরে পশুবাহী ট্রাক চলাচল স্বাভাবিক এবং মানুষের বাড়ি ফেরা যানজট মুক্ত রাখতে কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান তারা। যার প্রেক্ষিতে দশ দিনের জন্য সড়ক সংস্কার কাজ বন্ধের ঘোষণা দেয় সওজ।’
তিনি আরও বলেন, ‘মহাসড়কে পশুবাহী ট্রাকসহ সব ধরনের যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে প্রস্তুতি সম্পূর্ণ করেছেন। অপ্রীতিকর ঘটনা রোধ ও যানজট নিরসনে মহাসড়কে দুটি টহল টিমের পাশাপাশি আরও একটি টহল টিম জোরদার করা হয়েছে। সেই সঙ্গে বাড়ানো হয়েছে স্বেচ্ছাসেবক।’ মহাসড়কে কোথাও কেউ চাঁদাবাজি কিংবা প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
সংস্কারকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান তাহের ব্রাদার্সের প্রকল্প ব্যবস্থাপক রাসেল আহমেদ আজকের পত্রিকাকে জানান, মহাসড়কে সৃষ্ট খানাখন্দক সংস্কারে তারা কাজ শুরু করেছিলেন। যা বর্ষা শুরুর আগে শেষ করার তাগাদা ছিল তাঁদের। কিন্তু নির্বিঘ্নে ঈদ যাত্রা সম্পন্ন করতে সওজের নির্দেশে বৃহস্পতিবার থেকে সংস্কার কাজ বন্ধ রেখেছেন তারা। তবে আগামী ৩ জুলাইয়ের পর পুনরায় সংস্কার কাজ শুরু করবেন বলে জানান তিনি।
সড়ক ও জনপদ বিভাগের চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘হাইওয়ে পুলিশের অনুরোধে ঈদযাত্রা নির্বিঘ্নে তারা আগামী দশ দিনের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে সড়ক সংস্কার কাজ বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন। তবে তার পর থেকে পুনরায় অসম্পূর্ণ অংশের সংস্কার কাজ শুরু করবেন তারা।’

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২ ঘণ্টা আগে