রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে মা ও আরেক ভাইকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শুক্রবার বিকেলে উপজেলার শিলক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মাইজপাড়া গ্রামের চৌকিদার বাড়িতে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় অভিযুক্ত বড় ভাই ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ছোট ভাই মোহাম্মদ ইলিয়াছ (৩২)। এই বিষয়ে থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
আহতরা হলেন ওই এলাকার মৃত নুরুল আমিনের স্ত্রী খাইরা বেগম (৭০), তাঁর চতুর্থ ছেলে আনোয়ারুল ইসলাম (৩৫) ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী নাজনিন আক্তার (২০)।
অভিযোগ সূত্রে জানা যায়, জমি নিয়ে আনোয়ারুলের সঙ্গে তাঁর বড় ভাই নজরুল ইসলাম (৪০) এবং সামশুল আলমের (৪২) বিরোধ চলে আসছে। এই নিয়ে একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে সালিসি হলেও তাঁরা বিচার না মেনে ওঠে যায়।
গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে সীমানা প্রাচীরের একটি টিন সরানোকে কেন্দ্র করে তাঁদের মধ্যে কথা–কাটাকাটি ও ঝগড়া হয়। সেই জের ধরে আজ আবারও ঝগড়া হয়। একপর্যায়ে দা দিয়ে মা খাইরা বেগমের ওপর হামলা চালায় নজরুল। এ সময় তাঁর স্ত্রী জ্যোৎস্না বেগমও (৩২) খাইরা বেগমকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন।
খাইরা বেগমকে রক্ষা করতে আরেক ছেলে আনোয়ারুল এগিয়ে এলে তাঁকেও উপর্যুপরি দা দিয়ে আঘাত করা হয়। তাঁদের চিৎকারে আনোয়ারুলের স্ত্রী নাজনিন আক্তার এগিয়ে এলে তাঁকেও নজরুল ও জ্যোৎস্না লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সরেজমিন গেলে অভিযুক্তদের ঘরে কাউকে পাওয়া যায়নি। অভিযুক্তদের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। ঘটনার পর থেকে তাঁরা পলাতক বলে জানান প্রতিবেশীরা।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ সময় তাঁদের পাওয়া যায়নি। অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। এই ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে মা ও আরেক ভাইকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শুক্রবার বিকেলে উপজেলার শিলক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মাইজপাড়া গ্রামের চৌকিদার বাড়িতে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় অভিযুক্ত বড় ভাই ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ছোট ভাই মোহাম্মদ ইলিয়াছ (৩২)। এই বিষয়ে থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
আহতরা হলেন ওই এলাকার মৃত নুরুল আমিনের স্ত্রী খাইরা বেগম (৭০), তাঁর চতুর্থ ছেলে আনোয়ারুল ইসলাম (৩৫) ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী নাজনিন আক্তার (২০)।
অভিযোগ সূত্রে জানা যায়, জমি নিয়ে আনোয়ারুলের সঙ্গে তাঁর বড় ভাই নজরুল ইসলাম (৪০) এবং সামশুল আলমের (৪২) বিরোধ চলে আসছে। এই নিয়ে একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে সালিসি হলেও তাঁরা বিচার না মেনে ওঠে যায়।
গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে সীমানা প্রাচীরের একটি টিন সরানোকে কেন্দ্র করে তাঁদের মধ্যে কথা–কাটাকাটি ও ঝগড়া হয়। সেই জের ধরে আজ আবারও ঝগড়া হয়। একপর্যায়ে দা দিয়ে মা খাইরা বেগমের ওপর হামলা চালায় নজরুল। এ সময় তাঁর স্ত্রী জ্যোৎস্না বেগমও (৩২) খাইরা বেগমকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন।
খাইরা বেগমকে রক্ষা করতে আরেক ছেলে আনোয়ারুল এগিয়ে এলে তাঁকেও উপর্যুপরি দা দিয়ে আঘাত করা হয়। তাঁদের চিৎকারে আনোয়ারুলের স্ত্রী নাজনিন আক্তার এগিয়ে এলে তাঁকেও নজরুল ও জ্যোৎস্না লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সরেজমিন গেলে অভিযুক্তদের ঘরে কাউকে পাওয়া যায়নি। অভিযুক্তদের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। ঘটনার পর থেকে তাঁরা পলাতক বলে জানান প্রতিবেশীরা।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ সময় তাঁদের পাওয়া যায়নি। অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। এই ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৩ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৪ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে