দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের মহিষমারী গ্রামটি প্রাকৃতিক অভয়ারণ্যের মতো। এখানকার ঘন ঝোপঝাড়, জঙ্গলে সাপ, শিয়াল, বেজি, গুইসাপ, বনবিড়াল ও মেছো বিড়ালের আস্তানা। গতকাল বুধবার সকালে গ্রামের মোস্তাক ওয়াজির বাড়ির গরুর ঘরে দুটি শাবকসহ একটি মা মেছো বিড়াল দেখতে পায় কিশোর ও তরুণেরা। চিতা বাঘ মনে করে এগুলোকে ধাওয়া করে তারা। এতে গরুর ঘর ঘিরে থাকা জালে মেছো বিড়ালের একটি শাবক আটকে যায়। ওটাকে খাঁচায় আটকে রাখা হয়। গতকাল বিকেলে বন বিভাগের সহায়তায় এটিকে গ্রামীণ বনে ছেড়ে দেওয়া হয়।
মেছো বিড়ালটির কথা জানতে পেরে মহিষমারী গ্রামের হেলাল মাস্টার বন্যপ্রাণী নিয়ে কাজ করা পরিবেশবিদ মতিন সৈকতের সঙ্গে যোগাযোগ করেন এবং ছবি পাঠালে তিনি নিশ্চিত করেন এটি মেছো বিড়ালশাবক। মতিন সৈকত দ্রুত মহিষমারীতে ছুটে আসেন। তিনি দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসানকে মেছো বিড়ালটির কথা জানালে তিনি বন বিভাগের কর্মীদের ঘটনাস্থলে পাঠান।
ঘটনাস্থলে উপস্থিত হওয়া হোমনা উপজেলা বন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব দাউদকান্দি) মো. মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, বন্যপ্রাণী আটক করা দণ্ডনীয় অপরাধ। সরল বিশ্বাসে না বুঝে প্রাণীটিকে আটক করায় এবং অক্ষত অবস্থায় অবমুক্ত করতে পারায় মামলা করা হয়নি।
পরে হেলাল মাস্টারের বাড়িসংলগ্ন ঝোপঝাড়ে বুধবার বিকেলে মেছো বিড়ালশাবকটি অবমুক্ত করেন মতিন সৈকত ও বন বিভাগের কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম চৌধুরী।
মতিন সৈকত বলেন, ‘পাখি, বন্যপ্রাণী, প্রকৃতি-পরিবেশের কোনো ক্ষতি করা যাবে না। পরিবেশ বাঁচলে আমরা বাঁচব। কিশোর ও তরুণদের পরিবেশ সংরক্ষণে দায়িত্ব নিতে হবে।’

কুমিল্লার দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের মহিষমারী গ্রামটি প্রাকৃতিক অভয়ারণ্যের মতো। এখানকার ঘন ঝোপঝাড়, জঙ্গলে সাপ, শিয়াল, বেজি, গুইসাপ, বনবিড়াল ও মেছো বিড়ালের আস্তানা। গতকাল বুধবার সকালে গ্রামের মোস্তাক ওয়াজির বাড়ির গরুর ঘরে দুটি শাবকসহ একটি মা মেছো বিড়াল দেখতে পায় কিশোর ও তরুণেরা। চিতা বাঘ মনে করে এগুলোকে ধাওয়া করে তারা। এতে গরুর ঘর ঘিরে থাকা জালে মেছো বিড়ালের একটি শাবক আটকে যায়। ওটাকে খাঁচায় আটকে রাখা হয়। গতকাল বিকেলে বন বিভাগের সহায়তায় এটিকে গ্রামীণ বনে ছেড়ে দেওয়া হয়।
মেছো বিড়ালটির কথা জানতে পেরে মহিষমারী গ্রামের হেলাল মাস্টার বন্যপ্রাণী নিয়ে কাজ করা পরিবেশবিদ মতিন সৈকতের সঙ্গে যোগাযোগ করেন এবং ছবি পাঠালে তিনি নিশ্চিত করেন এটি মেছো বিড়ালশাবক। মতিন সৈকত দ্রুত মহিষমারীতে ছুটে আসেন। তিনি দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসানকে মেছো বিড়ালটির কথা জানালে তিনি বন বিভাগের কর্মীদের ঘটনাস্থলে পাঠান।
ঘটনাস্থলে উপস্থিত হওয়া হোমনা উপজেলা বন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব দাউদকান্দি) মো. মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, বন্যপ্রাণী আটক করা দণ্ডনীয় অপরাধ। সরল বিশ্বাসে না বুঝে প্রাণীটিকে আটক করায় এবং অক্ষত অবস্থায় অবমুক্ত করতে পারায় মামলা করা হয়নি।
পরে হেলাল মাস্টারের বাড়িসংলগ্ন ঝোপঝাড়ে বুধবার বিকেলে মেছো বিড়ালশাবকটি অবমুক্ত করেন মতিন সৈকত ও বন বিভাগের কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম চৌধুরী।
মতিন সৈকত বলেন, ‘পাখি, বন্যপ্রাণী, প্রকৃতি-পরিবেশের কোনো ক্ষতি করা যাবে না। পরিবেশ বাঁচলে আমরা বাঁচব। কিশোর ও তরুণদের পরিবেশ সংরক্ষণে দায়িত্ব নিতে হবে।’

মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কাউন্সিলর তাইজুল ইসলাম বাপ্পীর নির্দেশে হাদিকে হত্যা করা হয়।
৯ মিনিট আগে
রাজশাহীর বাঘায় রয়েল হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে অস্ত্র, গুলিসহ আটক করা হয়েছে। রোববার (৫ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের পানিকামড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। রয়েল হোসেন উপজেলা পানিকামড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।
৩৪ মিনিট আগে
চার মাস আগে নিজ এলাকা ছেড়ে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন আরিফা ও রিফাত। প্রেমের সম্পর্কের বিয়ে হওয়ায় পরিবারের সঙ্গে তাঁদের তেমন যোগাযোগ ছিল না। তাঁদের মধ্যে বিভিন্ন সময় কলহ হতো। গতকাল রাতে হঠাৎ কান্না ও চিৎকার শুনতে পেয়ে স্থানীয় লোকজন গিয়ে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় আরিফাকে পড়ে থাকতে দেখেন।
৩৯ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার মিন্টো রোডের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।
৪৩ মিনিট আগে