কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাইয়ে এক যুবককে ছুরি দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার রাতে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জুয়া খেলাকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
ছুরিকাঘাতে আহত যুবক মো. আবুল কালাম (২২)। তিনি উপজেলার নতুনবাজার এলাকার কেপিএম টিলার আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় আটক যুবক শিল্প এলাকার নুর হোসেনের ছেলে মো. রনি হোসেন (২০)।
৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ বলেন, ‘নতুনবাজার সংলগ্ন কাপ্তাই উচ্চবিদ্যালয়ের মেইন গেটের ভেতরে আবুল কালামকে ছুরিকাঘাত করে মো. রনি হোসেন। রনির সঙ্গে রাখা ছুরি দিয়ে আবুল কালামের পেটে ও বুকে পাঁচটি আঘাত করা হয়। এতে কালাম গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি দেখে সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়।’
কাপ্তাই ৪ নম্বর ইউপি মহিলা সদস্য সেলিনা পারভিন বলেন, ‘এগুলো পুরোনো ঘটনা। এর আগে রনিকে কয়েকজন মিলে স্কুলের ফটকের ভেতরে আটকে রেখে মারধর করে। ওই সময় সে আত্মরক্ষার জন্য নেইলকাটার দিয়ে আঘাত করেছে বলে জেনেছি।’
এদিকে কাপ্তাই ফাঁড়ির পুলিশ অভিযুক্ত রনিকে গ্রেপ্তার করেছে। কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর রহমান বলেন, ‘জানতে পাড়লাম জুয়া খেলাকে কেন্দ্র করে ওই ঘটনা ঘটছে। এ ঘটনায় আহত আবুল কালামের বড় ভাই আল-আমিন বাদী হয়ে কাপ্তাই থানায় মামলা দায়ের করেছেন।’
শাহিনুর রহমান আরও বলেন, ‘স্থানীয়রা জানিয়েছে কাপ্তাইয়ের শিল্প এলাকা, জাকির হোসেন স মিল এলাকা, নৌবাহিনী সড়ক, কাপ্তাই স্কুলের পার্শ্ববর্তী এলাকা, লকগেট, নতুনবাজার ও জেটিঘাট এলাকায় প্রায়ই মাদক ও জুয়ার আসর বসে। যুবকেরা মাদকের সঙ্গে জড়িয়ে একের পর এক এসব ঘটনা ঘটাচ্ছে।’

রাঙামাটির কাপ্তাইয়ে এক যুবককে ছুরি দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার রাতে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জুয়া খেলাকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
ছুরিকাঘাতে আহত যুবক মো. আবুল কালাম (২২)। তিনি উপজেলার নতুনবাজার এলাকার কেপিএম টিলার আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় আটক যুবক শিল্প এলাকার নুর হোসেনের ছেলে মো. রনি হোসেন (২০)।
৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ বলেন, ‘নতুনবাজার সংলগ্ন কাপ্তাই উচ্চবিদ্যালয়ের মেইন গেটের ভেতরে আবুল কালামকে ছুরিকাঘাত করে মো. রনি হোসেন। রনির সঙ্গে রাখা ছুরি দিয়ে আবুল কালামের পেটে ও বুকে পাঁচটি আঘাত করা হয়। এতে কালাম গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি দেখে সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়।’
কাপ্তাই ৪ নম্বর ইউপি মহিলা সদস্য সেলিনা পারভিন বলেন, ‘এগুলো পুরোনো ঘটনা। এর আগে রনিকে কয়েকজন মিলে স্কুলের ফটকের ভেতরে আটকে রেখে মারধর করে। ওই সময় সে আত্মরক্ষার জন্য নেইলকাটার দিয়ে আঘাত করেছে বলে জেনেছি।’
এদিকে কাপ্তাই ফাঁড়ির পুলিশ অভিযুক্ত রনিকে গ্রেপ্তার করেছে। কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর রহমান বলেন, ‘জানতে পাড়লাম জুয়া খেলাকে কেন্দ্র করে ওই ঘটনা ঘটছে। এ ঘটনায় আহত আবুল কালামের বড় ভাই আল-আমিন বাদী হয়ে কাপ্তাই থানায় মামলা দায়ের করেছেন।’
শাহিনুর রহমান আরও বলেন, ‘স্থানীয়রা জানিয়েছে কাপ্তাইয়ের শিল্প এলাকা, জাকির হোসেন স মিল এলাকা, নৌবাহিনী সড়ক, কাপ্তাই স্কুলের পার্শ্ববর্তী এলাকা, লকগেট, নতুনবাজার ও জেটিঘাট এলাকায় প্রায়ই মাদক ও জুয়ার আসর বসে। যুবকেরা মাদকের সঙ্গে জড়িয়ে একের পর এক এসব ঘটনা ঘটাচ্ছে।’

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৬ মিনিট আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
২১ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৩৬ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
১ ঘণ্টা আগে