নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাংলাদেশ চা বোর্ডের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ রুহুল আমিনকে মোবাইল ফোনে কল দিয়ে তাঁর দপ্তরে অভিযানের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সহকারী পরিচালক সিরাজুল ইসলাম খান পরিচয়ে এই হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তবে বিএসটিআইঢের পরিচালক বলছেন, সিরাজুল ইসলাম নামে তাদের কোনো কর্মকর্তা নেই। অভিযানের বিষয়টিও ভুয়া।
আজ বুধবার সকালে এই হুমকি দেওয়া হয়েছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন চা বোর্ডের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ রুহুল আমিন।
রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘একটি নম্বর থেকে কল আসে। রিসিভ করার পর বিএসটিআইয়ের সহকারী পরিচালক সিরাজুল ইসলামের পরিচয় দেন। তারপর বলেন, আপনাদের চা বোর্ডে মোবাইল কোর্ট হবে, প্রস্তুত থাকেন। উত্তরে আমি বলেছি, আচ্ছা আসেন এবং অভিযান করেন।’ একপর্যায়ে দুপুরের খাবারের টাকা দিলে অভিযান করবেন না বলে রুহুল আমিনকে জানান বিএসটিআই পরিচালক পরিচয় দেওয়া ওই ব্যক্তি।
এদিকে ওই মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে আজকের পত্রিকাকেও নিজেকে বিএসটিআইয়ের সহকারী পরিচালক পরিচয় দেন ওই ব্যক্তি। চা বোর্ডে অভিযানের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা বের হয়েছি, একটু পরে চা বোর্ডে পৌঁছাব। আপনারা (সংবাদমাধ্যম) আসেন। বড় অভিযান হবে।’
জানতে চাইলে বিএসটিআইয়ের পরিচালক প্রকৌশলী মো. নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সিরাজুল ইসলাম নামে আমাদের কোনো কর্মকর্তা নেই। আর অভিযানের বিষয়টিও ভুয়া।’ সেই সঙ্গে চা বোর্ডে গেলে ওই ব্যক্তিকে ধরে রাখার অনুরোধ জানান তিনি।

বাংলাদেশ চা বোর্ডের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ রুহুল আমিনকে মোবাইল ফোনে কল দিয়ে তাঁর দপ্তরে অভিযানের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সহকারী পরিচালক সিরাজুল ইসলাম খান পরিচয়ে এই হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তবে বিএসটিআইঢের পরিচালক বলছেন, সিরাজুল ইসলাম নামে তাদের কোনো কর্মকর্তা নেই। অভিযানের বিষয়টিও ভুয়া।
আজ বুধবার সকালে এই হুমকি দেওয়া হয়েছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন চা বোর্ডের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ রুহুল আমিন।
রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘একটি নম্বর থেকে কল আসে। রিসিভ করার পর বিএসটিআইয়ের সহকারী পরিচালক সিরাজুল ইসলামের পরিচয় দেন। তারপর বলেন, আপনাদের চা বোর্ডে মোবাইল কোর্ট হবে, প্রস্তুত থাকেন। উত্তরে আমি বলেছি, আচ্ছা আসেন এবং অভিযান করেন।’ একপর্যায়ে দুপুরের খাবারের টাকা দিলে অভিযান করবেন না বলে রুহুল আমিনকে জানান বিএসটিআই পরিচালক পরিচয় দেওয়া ওই ব্যক্তি।
এদিকে ওই মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে আজকের পত্রিকাকেও নিজেকে বিএসটিআইয়ের সহকারী পরিচালক পরিচয় দেন ওই ব্যক্তি। চা বোর্ডে অভিযানের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা বের হয়েছি, একটু পরে চা বোর্ডে পৌঁছাব। আপনারা (সংবাদমাধ্যম) আসেন। বড় অভিযান হবে।’
জানতে চাইলে বিএসটিআইয়ের পরিচালক প্রকৌশলী মো. নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সিরাজুল ইসলাম নামে আমাদের কোনো কর্মকর্তা নেই। আর অভিযানের বিষয়টিও ভুয়া।’ সেই সঙ্গে চা বোর্ডে গেলে ওই ব্যক্তিকে ধরে রাখার অনুরোধ জানান তিনি।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৪ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৫ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৫ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৫ ঘণ্টা আগে