প্রতিনিধি, কক্সবাজার

পূর্ণ-ভাটা চলাকালীন নিষেধাজ্ঞা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাঁর নাম তৌনিক মকবুল (২২)। আজ বুধবার বেলা দেড়টার দিকে শহরের সীগাল পয়েন্ট এ ঘটনা ঘটেছে।
নিহত তৌনিক রাজধানীর আদাবর এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে। তিনি ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে জানান, দুপুরে কক্সবাজার সৈকতের সীগাল পয়েন্টে সাগরে গোসল করতে নামে তৌনিক মকবুলসহ তিন বন্ধু। এ সময় দুজন সাগরে ভেসে যায়। গোসলরত অপর বন্ধুর শোর-চিৎকারে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লাইফ গার্ড কর্মীরা উদ্ধারে নেমে পড়ে।
তিনি জানান, দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তৌনিক মকবুলকে মৃত ঘোষণা করেন। জীবিত সাদমান সাকিবকে (২৩) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ আরও জানান, ‘ঘটনার সময় সাগরে পূর্ণ-ভাটা চলছিল। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে গোসলে নেমে প্রবল স্রোতে ভেসে গিয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সৈকত কর্মীরা জানান, গত তিন দিন ধরে সাগরে ৩ নম্বর সংকেত থাকায় উত্তাল রয়েছে সমুদ্রসৈকত। পর্যটকদের নানাভাবে সতর্ক করেও মানা যাচ্ছে না। গত দুই মাসে গোসলে নেমে সৈকতে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

পূর্ণ-ভাটা চলাকালীন নিষেধাজ্ঞা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাঁর নাম তৌনিক মকবুল (২২)। আজ বুধবার বেলা দেড়টার দিকে শহরের সীগাল পয়েন্ট এ ঘটনা ঘটেছে।
নিহত তৌনিক রাজধানীর আদাবর এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে। তিনি ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে জানান, দুপুরে কক্সবাজার সৈকতের সীগাল পয়েন্টে সাগরে গোসল করতে নামে তৌনিক মকবুলসহ তিন বন্ধু। এ সময় দুজন সাগরে ভেসে যায়। গোসলরত অপর বন্ধুর শোর-চিৎকারে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লাইফ গার্ড কর্মীরা উদ্ধারে নেমে পড়ে।
তিনি জানান, দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তৌনিক মকবুলকে মৃত ঘোষণা করেন। জীবিত সাদমান সাকিবকে (২৩) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ আরও জানান, ‘ঘটনার সময় সাগরে পূর্ণ-ভাটা চলছিল। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে গোসলে নেমে প্রবল স্রোতে ভেসে গিয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সৈকত কর্মীরা জানান, গত তিন দিন ধরে সাগরে ৩ নম্বর সংকেত থাকায় উত্তাল রয়েছে সমুদ্রসৈকত। পর্যটকদের নানাভাবে সতর্ক করেও মানা যাচ্ছে না। গত দুই মাসে গোসলে নেমে সৈকতে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
১৮ মিনিট আগে
ইসির (নির্বাচন কমিশন) ভেতরে যে ভূত লুকিয়ে আছে, এটা কিন্তু আমরাও জানতাম না, সারা জাতিও জানত না, আমরা অবিলম্বে ওই ষড়যন্ত্রকারীদের অপসারণ চাই—এ দাবি করেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
২ ঘণ্টা আগে