নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরে বাসায় গিয়ে টিকা দেওয়ার ঘটনায় জড়িত স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এই ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটিও করেছে তারা। তবে এ ঘটনায় এখনও পুলিশের ধরাছোঁয়ার বাইরে আছে অভিযুক্ত স্বাস্থ্যকর্মী বিষু দে।
মঙ্গলবার বিকেলে তাঁকে বহিষ্কার ও তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন চসিকের সচিব খালেদ মাহমুদ। তিনি জানান, ওই স্বাস্থ্যকর্মী চুক্তি ভিত্তিতে চসিকের আলহাজ মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতালে টেকনিশিয়ানের কাজ করত। তাঁকে আমরা চাকরি থেকে বরখাস্ত করেছি।
খালেদ মাহমুদ আরও বলেন, এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না সেটিও আমরা বের করব। কীভাবে টিকা চুরি করে নিয়ে গিয়ে সে বাসায় গিয়ে দিল সেটি বের করার চেষ্টা করছি। সে জন্য আমরা পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করেছি। এই কমিটি আগামী তিন কার্যদিবসে প্রতিবেদন জমা দেবে।
পাঁচ সদস্যবিশিষ্ট এই কমিটির আহ্বায়ক কাকে করা হয়েছে বিষয়টি নিশ্চিত না করলেও চার সদস্যের নাম জানিয়েছেন খালেদ মাহমুদ। তিনি জানান, চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার, চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ওয়াজেদ চৌধুরী অভি, চসিকের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসকে এই কমিটির সদস্য করা হয়েছে।
এর আগেও নগরীর হাজারি গলিতে চসিকের এক কর্মীর বিরুদ্ধে নিয়ম না মেনে টিকাদানের বিষয়ে কমিটি করা হলেও সেট এখনও প্রতিবেদন দিতে পারেনি। এ বিষয়ে জানতে চাইলে খালেদ মাহমুদ বলেন, আমরা যেই সংবাদের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করেছিলাম সেই অনলাইন থেকে আমাদের প্রয়োজনীয় কাগজ ও তথ্য সরবরাহে দেরি হয়েছে। তাই তদন্তে বিলম্ব হয়েছে। তবে এবারের বিষয়টি আমরা সিরিয়াসলি নিচ্ছি। আশা করি এর পেছনে জড়িত চক্র তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে।
গত শনিবার এমডি হাসান নামে এক যুবক ফেসবুকে বাসায় টিকা নেওয়ার ছবি পোস্ট করলে পুলিশের নজরে আসেন। পরে তাঁকে আটকের পর জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে বিষু দে নামে চসিকের এক স্বাস্থ্যকর্মী এই টিকাকাণ্ডে জড়িত। এ ঘটনায় সোমবার খুলশী থানায় একটি মামলা করেছে চসিক।

চট্টগ্রাম নগরে বাসায় গিয়ে টিকা দেওয়ার ঘটনায় জড়িত স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এই ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটিও করেছে তারা। তবে এ ঘটনায় এখনও পুলিশের ধরাছোঁয়ার বাইরে আছে অভিযুক্ত স্বাস্থ্যকর্মী বিষু দে।
মঙ্গলবার বিকেলে তাঁকে বহিষ্কার ও তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন চসিকের সচিব খালেদ মাহমুদ। তিনি জানান, ওই স্বাস্থ্যকর্মী চুক্তি ভিত্তিতে চসিকের আলহাজ মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতালে টেকনিশিয়ানের কাজ করত। তাঁকে আমরা চাকরি থেকে বরখাস্ত করেছি।
খালেদ মাহমুদ আরও বলেন, এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না সেটিও আমরা বের করব। কীভাবে টিকা চুরি করে নিয়ে গিয়ে সে বাসায় গিয়ে দিল সেটি বের করার চেষ্টা করছি। সে জন্য আমরা পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করেছি। এই কমিটি আগামী তিন কার্যদিবসে প্রতিবেদন জমা দেবে।
পাঁচ সদস্যবিশিষ্ট এই কমিটির আহ্বায়ক কাকে করা হয়েছে বিষয়টি নিশ্চিত না করলেও চার সদস্যের নাম জানিয়েছেন খালেদ মাহমুদ। তিনি জানান, চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার, চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ওয়াজেদ চৌধুরী অভি, চসিকের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসকে এই কমিটির সদস্য করা হয়েছে।
এর আগেও নগরীর হাজারি গলিতে চসিকের এক কর্মীর বিরুদ্ধে নিয়ম না মেনে টিকাদানের বিষয়ে কমিটি করা হলেও সেট এখনও প্রতিবেদন দিতে পারেনি। এ বিষয়ে জানতে চাইলে খালেদ মাহমুদ বলেন, আমরা যেই সংবাদের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করেছিলাম সেই অনলাইন থেকে আমাদের প্রয়োজনীয় কাগজ ও তথ্য সরবরাহে দেরি হয়েছে। তাই তদন্তে বিলম্ব হয়েছে। তবে এবারের বিষয়টি আমরা সিরিয়াসলি নিচ্ছি। আশা করি এর পেছনে জড়িত চক্র তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে।
গত শনিবার এমডি হাসান নামে এক যুবক ফেসবুকে বাসায় টিকা নেওয়ার ছবি পোস্ট করলে পুলিশের নজরে আসেন। পরে তাঁকে আটকের পর জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে বিষু দে নামে চসিকের এক স্বাস্থ্যকর্মী এই টিকাকাণ্ডে জড়িত। এ ঘটনায় সোমবার খুলশী থানায় একটি মামলা করেছে চসিক।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
২ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৩ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৩ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৩ ঘণ্টা আগে