প্রতিনিধি আনোয়ারা (চট্টগ্রাম)

শিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত এটুআই কর্তৃক দেশের সর্ববৃহৎ ৫ লাখ ৮৫ হাজার ৬৩৫ জন শিক্ষক প্ল্যাটফর্ম 'শিক্ষক বাতায়ন' এর 'সেরা নেতৃত্ব' মনোনীত হয়েছেন কাজী মো. আবদুল হান্নান। প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার প্রধানদের মধ্যে থেকে তিনি এই মনোনয়ন পেলেন। তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলাধীন বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ।
আবদুল হান্নান ৩ বার উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষের খেতাব লাভ করেছেন। পাশাপাশি চট্টগ্রাম জেলা শিক্ষক অ্যাম্বাসেডর হিসেবেও মনোনীত হয়েছিলেন।
অধ্যক্ষ কাজী মো. আবদুল হান্নান জানান, ২০১১ সালে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের পর সরকারের নির্দেশনায় ডিজিটাল শিক্ষা (২০৪১) আইসিটি ও এসডিজি ৪ বাস্তবায়নের লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করেন। এর ফলে মাদ্রাসাটি ২০১৬,২০১৭ ও ২০১৯ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে আনোয়ারা উপজেলার শ্রেষ্ঠ মাদ্রাসা এবং ২০১৯ সালে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ মাদ্রাসার স্বীকৃতি লাভ করে। পাশাপাশি তিনিও ২০১৬,২০১৭ এবং ২০১৯ সালে আনোয়ারা উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষের খেতাব লাভ করেন।
২০২০ সালের এপ্রিল মাসে এটুআই কর্তৃক চট্টগ্রাম জেলা শিক্ষক অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন। আর ১৬ আগস্ট সোমবার সারা দেশের 'সেরা নেতৃত্ব' সম্মানে ভূষিত হন।
আনোয়ারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন জানান, শিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত এটুআই কর্তৃক 'শিক্ষক বাতায়ন' কর্তৃপক্ষ ১৬ আগস্ট সোমবার সারা দেশের একজন 'সেরা নেতৃত্ব' মনোনীত করেছেন। আনোয়ারা উপজেলাধীন বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. আবদুল হান্নান এই মনোনয়ন পেয়েছেন। চলতি আগস্ট মাসে তিনি এ নেতৃত্বে থাকবেন। তিনি আরও বলেন, এটি একটি বড় সম্মান ও গৌরবের। শিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত এটুআই 'শিক্ষক বাতায়ন' কর্তৃপক্ষ প্রতি মাসে সারা দেশ থেকে একজন 'সেরা নেতৃত্ব' মনোনীত করে থাকে।

শিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত এটুআই কর্তৃক দেশের সর্ববৃহৎ ৫ লাখ ৮৫ হাজার ৬৩৫ জন শিক্ষক প্ল্যাটফর্ম 'শিক্ষক বাতায়ন' এর 'সেরা নেতৃত্ব' মনোনীত হয়েছেন কাজী মো. আবদুল হান্নান। প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার প্রধানদের মধ্যে থেকে তিনি এই মনোনয়ন পেলেন। তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলাধীন বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ।
আবদুল হান্নান ৩ বার উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষের খেতাব লাভ করেছেন। পাশাপাশি চট্টগ্রাম জেলা শিক্ষক অ্যাম্বাসেডর হিসেবেও মনোনীত হয়েছিলেন।
অধ্যক্ষ কাজী মো. আবদুল হান্নান জানান, ২০১১ সালে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের পর সরকারের নির্দেশনায় ডিজিটাল শিক্ষা (২০৪১) আইসিটি ও এসডিজি ৪ বাস্তবায়নের লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করেন। এর ফলে মাদ্রাসাটি ২০১৬,২০১৭ ও ২০১৯ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে আনোয়ারা উপজেলার শ্রেষ্ঠ মাদ্রাসা এবং ২০১৯ সালে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ মাদ্রাসার স্বীকৃতি লাভ করে। পাশাপাশি তিনিও ২০১৬,২০১৭ এবং ২০১৯ সালে আনোয়ারা উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষের খেতাব লাভ করেন।
২০২০ সালের এপ্রিল মাসে এটুআই কর্তৃক চট্টগ্রাম জেলা শিক্ষক অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন। আর ১৬ আগস্ট সোমবার সারা দেশের 'সেরা নেতৃত্ব' সম্মানে ভূষিত হন।
আনোয়ারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন জানান, শিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত এটুআই কর্তৃক 'শিক্ষক বাতায়ন' কর্তৃপক্ষ ১৬ আগস্ট সোমবার সারা দেশের একজন 'সেরা নেতৃত্ব' মনোনীত করেছেন। আনোয়ারা উপজেলাধীন বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. আবদুল হান্নান এই মনোনয়ন পেয়েছেন। চলতি আগস্ট মাসে তিনি এ নেতৃত্বে থাকবেন। তিনি আরও বলেন, এটি একটি বড় সম্মান ও গৌরবের। শিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত এটুআই 'শিক্ষক বাতায়ন' কর্তৃপক্ষ প্রতি মাসে সারা দেশ থেকে একজন 'সেরা নেতৃত্ব' মনোনীত করে থাকে।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৫ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৫ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৬ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৬ ঘণ্টা আগে