নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে একটি অস্ত্র মামলায় সাজা পরোয়ানামূলে ‘কসাই থেকে শীর্ষ সন্ত্রাসী বনে যাওয়া’ মো. জুয়েল ওরফে ধামা জুয়েলকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জুয়েল নগরের চান্দগাঁও থানার কসাইপাড়া এলাকার জয়নাল আবেদীন জুনুর ছেলে। আজ বুধবার তাঁকে গ্রেপ্তারের তথ্য দেন র্যাব-৭ চট্টগ্রামের মুখপাত্র সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার। তিনি বলেন, সম্প্রতি একটি অস্ত্র মামলায় (চান্দগাঁও থানার মামলা নম্বর-১৯ (১২) ২১) আদালত জুয়েলকে ১০ বছরের কারাদণ্ড দেন। পরে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই মামলায় সাজা পরোয়ানা জারির পর জুয়েল গ্রেপ্তার এড়াতে নগরের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব তাঁকে গ্রেপ্তার করে।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, জুয়েলের বাড়ি কসাইপাড়া এলাকায়। কয়েক বছর আগে দুই ভাই বাদশা রাজু ও জুয়েল চাপাতি হাতে এলাকায় মাংস বিক্রি করতেন। পরে চাপাতির বদলে হাতে পিস্তল তুলে নিয়ে দুই ভাইয়ের নাম এখন হামকা রাজু ও ধামা জুয়েল। তাঁরা এখন এলাকার ত্রাস। চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত জুয়েল।
সিডিএমএস পর্যালোচনা করে ধামা জুয়েলের বিরুদ্ধে চট্টগ্রামের চান্দগাঁও ও বোয়ালখালী থানায় হত্যাচেষ্টা, অস্ত্র, মাদক, ছিনতাই, চাঁদাবাজি, দ্রুত বিচার আইনসহ মোট আটটি মামলার তথ্য পাওয়া যায়।
নুরুল আবছার বলেন, শুধু সন্ত্রাসী কার্যক্রম নয়, কিশোর গ্যাং তৈরিতেও জুয়েলের একচ্ছত্র নেতৃত্ব রয়েছে। নগরের বহদ্দারহাট এলাকায় একটি ছিনতাইকারী চক্রকে নিয়ন্ত্রণ করাসহ চাঁদাবাজি ও মাদক কারবারে তিনি সক্রিয়।
র্যাব কর্মকর্তা বলেন, এ ছাড়া বারইপাড়া এলাকার আনোয়ার নামের এক গার্মেন্ট কর্মকর্তাকে কুপিয়ে হাতের কবজি বিচ্ছিন্ন করা, বহদ্দারহাট হক মার্কেটের সিকিউরিটি গার্ড আব্দুস সবুর, কিশোর জিয়াদ ও নুরুল আলম হত্যাকাণ্ডেও তাঁর জড়িত থাকার তথ্য পাওয়া যায়। চাঁদার জন্য আমজাদ হোসেন নামের এক যুবকের দুই পায়ে ড্রিল মেশিনে ছিদ্র করারও অভিযোগ রয়েছে শীর্ষ সন্ত্রাসী ধামা জুয়েলের বিরুদ্ধে। জুয়েলকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে ২০২১ সালের ১৪ ডিসেম্বর বিদেশি অস্ত্রসহ ধামা জুয়েলকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে ২০২১ সালে ২২ ডিসেম্বর আজকের পত্রিকায় ‘কসাই থেকে শীর্ষ সন্ত্রাসী দুই ভাই হামকা ও ধামা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।

চট্টগ্রামে একটি অস্ত্র মামলায় সাজা পরোয়ানামূলে ‘কসাই থেকে শীর্ষ সন্ত্রাসী বনে যাওয়া’ মো. জুয়েল ওরফে ধামা জুয়েলকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জুয়েল নগরের চান্দগাঁও থানার কসাইপাড়া এলাকার জয়নাল আবেদীন জুনুর ছেলে। আজ বুধবার তাঁকে গ্রেপ্তারের তথ্য দেন র্যাব-৭ চট্টগ্রামের মুখপাত্র সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার। তিনি বলেন, সম্প্রতি একটি অস্ত্র মামলায় (চান্দগাঁও থানার মামলা নম্বর-১৯ (১২) ২১) আদালত জুয়েলকে ১০ বছরের কারাদণ্ড দেন। পরে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই মামলায় সাজা পরোয়ানা জারির পর জুয়েল গ্রেপ্তার এড়াতে নগরের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব তাঁকে গ্রেপ্তার করে।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, জুয়েলের বাড়ি কসাইপাড়া এলাকায়। কয়েক বছর আগে দুই ভাই বাদশা রাজু ও জুয়েল চাপাতি হাতে এলাকায় মাংস বিক্রি করতেন। পরে চাপাতির বদলে হাতে পিস্তল তুলে নিয়ে দুই ভাইয়ের নাম এখন হামকা রাজু ও ধামা জুয়েল। তাঁরা এখন এলাকার ত্রাস। চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত জুয়েল।
সিডিএমএস পর্যালোচনা করে ধামা জুয়েলের বিরুদ্ধে চট্টগ্রামের চান্দগাঁও ও বোয়ালখালী থানায় হত্যাচেষ্টা, অস্ত্র, মাদক, ছিনতাই, চাঁদাবাজি, দ্রুত বিচার আইনসহ মোট আটটি মামলার তথ্য পাওয়া যায়।
নুরুল আবছার বলেন, শুধু সন্ত্রাসী কার্যক্রম নয়, কিশোর গ্যাং তৈরিতেও জুয়েলের একচ্ছত্র নেতৃত্ব রয়েছে। নগরের বহদ্দারহাট এলাকায় একটি ছিনতাইকারী চক্রকে নিয়ন্ত্রণ করাসহ চাঁদাবাজি ও মাদক কারবারে তিনি সক্রিয়।
র্যাব কর্মকর্তা বলেন, এ ছাড়া বারইপাড়া এলাকার আনোয়ার নামের এক গার্মেন্ট কর্মকর্তাকে কুপিয়ে হাতের কবজি বিচ্ছিন্ন করা, বহদ্দারহাট হক মার্কেটের সিকিউরিটি গার্ড আব্দুস সবুর, কিশোর জিয়াদ ও নুরুল আলম হত্যাকাণ্ডেও তাঁর জড়িত থাকার তথ্য পাওয়া যায়। চাঁদার জন্য আমজাদ হোসেন নামের এক যুবকের দুই পায়ে ড্রিল মেশিনে ছিদ্র করারও অভিযোগ রয়েছে শীর্ষ সন্ত্রাসী ধামা জুয়েলের বিরুদ্ধে। জুয়েলকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে ২০২১ সালের ১৪ ডিসেম্বর বিদেশি অস্ত্রসহ ধামা জুয়েলকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে ২০২১ সালে ২২ ডিসেম্বর আজকের পত্রিকায় ‘কসাই থেকে শীর্ষ সন্ত্রাসী দুই ভাই হামকা ও ধামা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।

মানিকগঞ্জে মোছাম্মৎ নুরজাহান (৬০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে শহরের পৌলি এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, মৃতের গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
১২ মিনিট আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম সায়েদ আহমেদ বিল্লাল (৩০)। সায়েদ আহমেদ বিল্লাল গফরগাঁওয়ের বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি বাজার এলাকার মো. রুহুল আমিনের ছেলে। জীবিকার তাগিদে চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। চলতি মাসে তাঁর দেশের ফেরার কথা ছিল।
১৯ মিনিট আগে
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিন্নাত।
২৯ মিনিট আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
৩৯ মিনিট আগে