নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার দলের ক্ষুব্ধ নেতা-কর্মীদের কাছে চার ঘণ্টা অবরুদ্ধ ছিলেন। অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিনের বাসায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী।
বিএনপির সূত্র জানায়, আজ শনিবার কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের বাবা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রেসিডিয়াম সদস্য মনিরুল ইসলাম ইউসুফের বাড়ি গিয়ে দলের নেতা-কর্মীদের রোষানলে পড়েন বিএনপি নেতা গোলাম আকবর খন্দকার। ১১ আগস্ট রাতে চট্টগ্রামের চকবাজারের গ্রামার স্কুলের পাশে মীর নাছিরের বাসায় যান সেনাবাহিনীর সদস্যরা। আজ বিষয়টি জানাজানি হয়। এস আলমের ঘনিষ্ঠ এক ব্যক্তি বস্তাভর্তি টাকা নিয়ে মীর নাছিরের বাসায় গেছে, এমন খবরে সেনাবাহিনীর সদস্যরা এই অভিযান চালান।
অভিযানের বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বাসায় সেনাসদস্যদের যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মীর নাছির। তিনি আজকের পত্রিকাকে বলেন, সেনাবাহিনীর একটি দল বাসা ঘুরে গেছে। তবে টাকা পাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন তিনি।
এদিকে আজ মিরসরাইয়ের উদ্দেশে চট্টগ্রাম থেকে রওনা হন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার। আজ দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের প্রেসিডিয়াম সদস্য মনিরুল ইসলাম ইউসুফের বাড়ি যান তিনি। এ খবরে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা দলে দলে জড়ো হয়ে বাড়িটি ঘেরাও করে বিক্ষোভ করেন। একই সঙ্গে বাড়ির পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন তাঁরা।
পরে কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শামীমের নির্দেশে সেখানে যান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান। এ সময় নেতা-কর্মীদের শান্ত করে প্রায় চার ঘণ্টা পর সেনাবাহিনীর সহায়তায় অবরুদ্ধ বিএনপি নেতাকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে মিরসরাই উপজেলা বিএনপির সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন বলেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ নিজের গ্রামের বাড়িতে আত্মগোপনে ছিলেন, এমন খবর ছিল বিএনপি নেতা-কর্মীদের কাছে। আজ দুপুর ১২টার দিকে তাঁকে উদ্ধার করতে ওই বাড়ি যান গোলাম আকবর খন্দকার। এ খবর শুনে বিএনপির ক্ষুব্ধ নেতা-কর্মীরা বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেন।
গোলাম আকবর খন্দকার সাংবাদিকদের বলেন, ‘মনিরুল ইসলাম ইউসুফ কেন্দ্রীয় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রেসিডিয়াম সদস্য এবং মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি আমাকে চায়ের দাওয়াত দিলে দলের স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে আজ তাঁর বাড়ি যাই। সেখানে গিয়ে দলের কিছু নেতা-কর্মীর মুখে শুনি তাঁর ছেলে নিয়াজ মোর্শেদ এলিট যুবলীগ নেতা। এসব অভিযোগ কেউ আমাকে আগে দেয়নি।’

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার দলের ক্ষুব্ধ নেতা-কর্মীদের কাছে চার ঘণ্টা অবরুদ্ধ ছিলেন। অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিনের বাসায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী।
বিএনপির সূত্র জানায়, আজ শনিবার কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের বাবা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রেসিডিয়াম সদস্য মনিরুল ইসলাম ইউসুফের বাড়ি গিয়ে দলের নেতা-কর্মীদের রোষানলে পড়েন বিএনপি নেতা গোলাম আকবর খন্দকার। ১১ আগস্ট রাতে চট্টগ্রামের চকবাজারের গ্রামার স্কুলের পাশে মীর নাছিরের বাসায় যান সেনাবাহিনীর সদস্যরা। আজ বিষয়টি জানাজানি হয়। এস আলমের ঘনিষ্ঠ এক ব্যক্তি বস্তাভর্তি টাকা নিয়ে মীর নাছিরের বাসায় গেছে, এমন খবরে সেনাবাহিনীর সদস্যরা এই অভিযান চালান।
অভিযানের বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বাসায় সেনাসদস্যদের যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মীর নাছির। তিনি আজকের পত্রিকাকে বলেন, সেনাবাহিনীর একটি দল বাসা ঘুরে গেছে। তবে টাকা পাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন তিনি।
এদিকে আজ মিরসরাইয়ের উদ্দেশে চট্টগ্রাম থেকে রওনা হন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার। আজ দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের প্রেসিডিয়াম সদস্য মনিরুল ইসলাম ইউসুফের বাড়ি যান তিনি। এ খবরে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা দলে দলে জড়ো হয়ে বাড়িটি ঘেরাও করে বিক্ষোভ করেন। একই সঙ্গে বাড়ির পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন তাঁরা।
পরে কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শামীমের নির্দেশে সেখানে যান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান। এ সময় নেতা-কর্মীদের শান্ত করে প্রায় চার ঘণ্টা পর সেনাবাহিনীর সহায়তায় অবরুদ্ধ বিএনপি নেতাকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে মিরসরাই উপজেলা বিএনপির সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন বলেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ নিজের গ্রামের বাড়িতে আত্মগোপনে ছিলেন, এমন খবর ছিল বিএনপি নেতা-কর্মীদের কাছে। আজ দুপুর ১২টার দিকে তাঁকে উদ্ধার করতে ওই বাড়ি যান গোলাম আকবর খন্দকার। এ খবর শুনে বিএনপির ক্ষুব্ধ নেতা-কর্মীরা বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেন।
গোলাম আকবর খন্দকার সাংবাদিকদের বলেন, ‘মনিরুল ইসলাম ইউসুফ কেন্দ্রীয় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রেসিডিয়াম সদস্য এবং মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি আমাকে চায়ের দাওয়াত দিলে দলের স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে আজ তাঁর বাড়ি যাই। সেখানে গিয়ে দলের কিছু নেতা-কর্মীর মুখে শুনি তাঁর ছেলে নিয়াজ মোর্শেদ এলিট যুবলীগ নেতা। এসব অভিযোগ কেউ আমাকে আগে দেয়নি।’

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সরকারি পুকুর থেকে মাছ ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগাভাগি করার অভিযোগ উঠেছে। সরকারি পুকুরের এসব মাছ গরিবদের মধ্যে বিতরণের নিয়ম থাকলেও নিজেরাই ভাগবাঁটোয়ারা করে নিয়েছেন।
৫ ঘণ্টা আগে
প্রার্থী ঘোষণা নিয়ে রাজবাড়ীর দুটি আসনেই বিএনপিতে কোন্দল সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে মরিয়া তাদের প্রধান প্রতিপক্ষ জামায়াত। তবে এসবের মধ্যেও বিএনপির প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তাঁরা বলছেন, যেসব সমস্যা আছে, তা মিটে যাবে।
৫ ঘণ্টা আগে
দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
৬ ঘণ্টা আগে
রাজধানীতে তুচ্ছ ঘটনায় মব সৃষ্টি করে শিক্ষানবিশ আইনজীবী নাঈম কিবরিয়াকে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পাবনার আইনজীবীরা।
৭ ঘণ্টা আগে