নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরে পেশাগত দায়িত্বপালনের সময় চ্যানেল ২৪-এর ভিডিও সাংবাদিক সেলিম উল্লাহকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার মসজিদের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে।
সাংবাদিক সেলিম উল্লাহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় তিনি বাদী হয়ে গতকাল রাতে সাতজনের নামসহ আরও আটজনকে অজ্ঞাত আসামি করে ডবলমুরিং থানায় মামলা করেছেন। জড়িতরা সবাই সিটি করপোরেশনের প্যানেল মেয়র আব্দুস সবুর লিটনের অনুসারী বলে দাবি সাংবাদিক সেলিম উল্লাহর।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী আজকের পত্রিকাকে বলেন, ‘এই ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদেরকে আদালতে তোলা হচ্ছে।’
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ফখরুল ইসলাম (২৩), ইরফান (২০), মাহিন (২৫), জুবায়েদ আলী (১৯), মো. মোসাদ্দেক হোসেন (১৯), মো. রফিক (৩৫) ও বিল্লাল বেপারি (২৮)।
সেলিম উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, দুই গ্রুপের সংঘর্ষের ভিডিও ধারণের সময় প্রথমে সাদ্দাম নামের একজন মোবাইল ফোন কেড়ে নেন। এরপর তিনি বলেন, ‘তোরা সাংবাদিকেরা বেশি বিরক্ত করছ।’ তারপর ১৫ জন এসে বেধড়ক মারধর করেন। ছুরি নিয়ে হত্যার চেষ্টা করেন। তাঁরা সবাই প্যানেল মেয়ের আব্দুস সবুর লিটনের অনুসারী।
এদিকে প্যানেল মেয়র আব্দুস সবুর লিটনের দাবি, সাংবাদিককে মারধরে জড়িতরা তাঁর অনুসারী না।

চট্টগ্রাম নগরে পেশাগত দায়িত্বপালনের সময় চ্যানেল ২৪-এর ভিডিও সাংবাদিক সেলিম উল্লাহকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার মসজিদের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে।
সাংবাদিক সেলিম উল্লাহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় তিনি বাদী হয়ে গতকাল রাতে সাতজনের নামসহ আরও আটজনকে অজ্ঞাত আসামি করে ডবলমুরিং থানায় মামলা করেছেন। জড়িতরা সবাই সিটি করপোরেশনের প্যানেল মেয়র আব্দুস সবুর লিটনের অনুসারী বলে দাবি সাংবাদিক সেলিম উল্লাহর।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী আজকের পত্রিকাকে বলেন, ‘এই ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদেরকে আদালতে তোলা হচ্ছে।’
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ফখরুল ইসলাম (২৩), ইরফান (২০), মাহিন (২৫), জুবায়েদ আলী (১৯), মো. মোসাদ্দেক হোসেন (১৯), মো. রফিক (৩৫) ও বিল্লাল বেপারি (২৮)।
সেলিম উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, দুই গ্রুপের সংঘর্ষের ভিডিও ধারণের সময় প্রথমে সাদ্দাম নামের একজন মোবাইল ফোন কেড়ে নেন। এরপর তিনি বলেন, ‘তোরা সাংবাদিকেরা বেশি বিরক্ত করছ।’ তারপর ১৫ জন এসে বেধড়ক মারধর করেন। ছুরি নিয়ে হত্যার চেষ্টা করেন। তাঁরা সবাই প্যানেল মেয়ের আব্দুস সবুর লিটনের অনুসারী।
এদিকে প্যানেল মেয়র আব্দুস সবুর লিটনের দাবি, সাংবাদিককে মারধরে জড়িতরা তাঁর অনুসারী না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরুর আগে ঢাকা-৭ আসনের প্রার্থীরা সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান, কুশল বিনিময় এবং মতবিনিময়ের মাধ্যমে মাঠে সক্রিয় রয়েছেন। তবে ভোটারদের অনেকে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
৯ মিনিট আগে
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান সংস্থাপন কর্মকর্তার কার্যালয়ের দ্বিতীয় শ্রেণির কর্মচারী লুৎফা বেগম। অফিস করেন টয়োটা ব্র্যান্ডের ল্যান্ডক্রুজার ডাবল কেবিনের একটি পিকআপে। খোঁজ নিয়ে জানা গেছে, গাড়িটির মালিক ঢাকা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর।
৯ মিনিট আগে
ব্যক্তিগত ক্ষমতার প্রদর্শনে সংকটে পড়েছে রাষ্ট্রীয় একটি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। পাবনার টেবুনিয়ায় বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের সহকারী পরিচালক মাহমুদুল হাসানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অসদাচরণ ও হেনস্তার অভিযোগে চরম অস্থিরতা সৃষ্টি হয়েছে।
১৯ মিনিট আগে
সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। একটি সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের মোবাইলে কল করে এবং ফেসবুকে নানাভাবে হয়রানি করছে। শারীরিকভাবে ক্যাম্পাসে লাঞ্ছনার শিকার হয়েছেন তাঁরা। এসব ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করাসহ অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীরা।
২৪ মিনিট আগে