চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একাডেমিক কাউন্সিলের নির্বাচনে বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষকদের হলুদ দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ছয়টি পদের মধ্যে পাঁচটিতেই তাদের প্রার্থী জয়লাভ করেছে। অন্যদিকে, নির্বাচনে হলুদ দলের বিদ্রোহী প্রার্থীদের ভরাডুবি হয়েছে।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। পরে প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কেএম নুর আহমদ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক ক্যাটাগরিতে দুজন করে প্রতিনিধি নির্বাচিত হয়।
ফলাফলে সহযোগী অধ্যাপক পদে ২৯৯ ও ২২৫ ভোট পেয়ে মূল হলুদ প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন ওশানোগ্রাফি বিভাগের মো. এনামুল হক ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের ড. তাপস কুমার ভৌমিক।
সহকারী অধ্যাপক পদে ২৯৬ ও ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন একই প্যানেলের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের আবদুল্লাহ আল মামুন ও নৃ-বিজ্ঞান বিভাগের তনিমা সুলতানা।
প্রভাষক পদে ২৩৫ ভোট পেয়ে হলুদ দলের প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ স্টাডিজ বিভাগের হাসনাইন ইস্তেফাজ, একই পদে ২৩৫ ভোট পেয়ে প্রশাসনপন্থী শিক্ষকদের প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তাহসিন আহমেদ ফাহিম।
নির্বাচনে আওয়ামী-বামপন্থী শিক্ষকদের হলুদ দল, প্রশাসনপন্থী শিক্ষক ও প্রশাসন থেকে সম্প্রতি পদত্যাগ করা শিক্ষকেরা তিনটি প্যানেল থেকে প্রার্থী দেন। প্রতিটি প্যানেলই নিজেদের বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক সমাজ তথা হলুদ দল বলে দাবি করে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একাডেমিক কাউন্সিলের নির্বাচনে বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষকদের হলুদ দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ছয়টি পদের মধ্যে পাঁচটিতেই তাদের প্রার্থী জয়লাভ করেছে। অন্যদিকে, নির্বাচনে হলুদ দলের বিদ্রোহী প্রার্থীদের ভরাডুবি হয়েছে।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। পরে প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কেএম নুর আহমদ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক ক্যাটাগরিতে দুজন করে প্রতিনিধি নির্বাচিত হয়।
ফলাফলে সহযোগী অধ্যাপক পদে ২৯৯ ও ২২৫ ভোট পেয়ে মূল হলুদ প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন ওশানোগ্রাফি বিভাগের মো. এনামুল হক ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের ড. তাপস কুমার ভৌমিক।
সহকারী অধ্যাপক পদে ২৯৬ ও ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন একই প্যানেলের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের আবদুল্লাহ আল মামুন ও নৃ-বিজ্ঞান বিভাগের তনিমা সুলতানা।
প্রভাষক পদে ২৩৫ ভোট পেয়ে হলুদ দলের প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ স্টাডিজ বিভাগের হাসনাইন ইস্তেফাজ, একই পদে ২৩৫ ভোট পেয়ে প্রশাসনপন্থী শিক্ষকদের প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তাহসিন আহমেদ ফাহিম।
নির্বাচনে আওয়ামী-বামপন্থী শিক্ষকদের হলুদ দল, প্রশাসনপন্থী শিক্ষক ও প্রশাসন থেকে সম্প্রতি পদত্যাগ করা শিক্ষকেরা তিনটি প্যানেল থেকে প্রার্থী দেন। প্রতিটি প্যানেলই নিজেদের বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক সমাজ তথা হলুদ দল বলে দাবি করে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরুর আগে ঢাকা-৭ আসনের প্রার্থীরা সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান, কুশল বিনিময় এবং মতবিনিময়ের মাধ্যমে মাঠে সক্রিয় রয়েছেন। তবে ভোটারদের অনেকে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
৮ মিনিট আগে
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান সংস্থাপন কর্মকর্তার কার্যালয়ের দ্বিতীয় শ্রেণির কর্মচারী লুৎফা বেগম। অফিস করেন টয়োটা ব্র্যান্ডের ল্যান্ডক্রুজার ডাবল কেবিনের একটি পিকআপে। খোঁজ নিয়ে জানা গেছে, গাড়িটির মালিক ঢাকা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর।
৮ মিনিট আগে
ব্যক্তিগত ক্ষমতার প্রদর্শনে সংকটে পড়েছে রাষ্ট্রীয় একটি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। পাবনার টেবুনিয়ায় বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের সহকারী পরিচালক মাহমুদুল হাসানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অসদাচরণ ও হেনস্তার অভিযোগে চরম অস্থিরতা সৃষ্টি হয়েছে।
১৮ মিনিট আগে
সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। একটি সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের মোবাইলে কল করে এবং ফেসবুকে নানাভাবে হয়রানি করছে। শারীরিকভাবে ক্যাম্পাসে লাঞ্ছনার শিকার হয়েছেন তাঁরা। এসব ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করাসহ অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীরা।
২৩ মিনিট আগে