হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, ‘ফিলিস্তিনের গাজায় হাসপাতালে হামলা চালিয়ে পশ্চিমা বিশ্বের সমর্থনপুষ্ট ইসরায়েল সরকারের শত শত বেসামরিক নাগরিককে হত্যার ঘটনায় আমরা বাকরুদ্ধ হয়ে পড়েছি। আমরা এই বর্বরোচিত হামলার কঠোর নিন্দা এবং হতাহত মজলুমদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।’
আজ বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতের আমির এসব মন্তব্য করেন। এ সময় তিনি নিষ্ঠুর এই অপরাধের বিচার চেয়ে বাংলাদেশের সব আলেম-ওলামা ও তৌহিদি জনতা মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে ফরিয়াদ জানাচ্ছে বলে উল্লেখ করেন।
বিবৃতিতে হেফাজত আমির বলেন, ‘শত বছরের নিষ্ঠুরতার শিকার ফিলিস্তিনের মানুষের প্রতিবাদের শেষ আশ্রয়স্থল গাজা ছিটমহলের দিকে আমি দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করছি। ৭৫ বছর ধরে মজলুম ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী দখলদার ইসরায়েল যে গণহত্যা চলাচ্ছে, তা আজ কেন্দ্রীভূত হয়েছে গাজা উপত্যকায়। নির্বিচারে লক্ষ লক্ষ মিসাইল ছোড়া হচ্ছে শিশু, নারী, বৃদ্ধ ও পঙ্গু বেসামরিক মানুষের পর। পশ্চিমা সভ্যতার নামে যারা বিশ্ব শাসন করছে, তাদের প্রত্যক্ষ সমর্থনে ২৩ লাখ গাজাবাসীর ওপর চলছে নিষ্ঠুর গণহত্যা।’
বিশ্ববাসীর চোখের সামনে চলমান এই পৈশাচিকতা, বর্বরতা, গণহত্যা অবিলম্বে বন্ধের দাবি জানিয়ে বাবুনগরী আরও বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিটি সদস্য ও সমর্থক তীব্র ভাষায় এর নিন্দা ও প্রতিবাদ করে। এটা মানবতাবিরোধী অপরাধ। দুনিয়ার বুকে এই গণহত্যার বিচার হতে হবে।
হেফাজত আমির বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের পক্ষ থেকে বিশ্ব দরবারে মানব নিধনের এই জঘন্য ঘটনার সম্মিলিত প্রতিবাদ জানান। ভেদাভেদ ভুলে সব রাজনৈতিক দল ও সব ধর্মীয় সংগঠনকে নিয়ে এক রাষ্ট্রীয় সভার আয়োজন করুন। সেখানে সবার বক্তব্য শুনে সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ করে বিশ্বসভাকে জানিয়ে দিন, বাংলাদেশ এই গণহত্যার অবসান চায়, বাংলাদেশ এই গণহত্যার দৃষ্টান্তমূলক বিচার চায়।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, ‘ফিলিস্তিনের গাজায় হাসপাতালে হামলা চালিয়ে পশ্চিমা বিশ্বের সমর্থনপুষ্ট ইসরায়েল সরকারের শত শত বেসামরিক নাগরিককে হত্যার ঘটনায় আমরা বাকরুদ্ধ হয়ে পড়েছি। আমরা এই বর্বরোচিত হামলার কঠোর নিন্দা এবং হতাহত মজলুমদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।’
আজ বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতের আমির এসব মন্তব্য করেন। এ সময় তিনি নিষ্ঠুর এই অপরাধের বিচার চেয়ে বাংলাদেশের সব আলেম-ওলামা ও তৌহিদি জনতা মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে ফরিয়াদ জানাচ্ছে বলে উল্লেখ করেন।
বিবৃতিতে হেফাজত আমির বলেন, ‘শত বছরের নিষ্ঠুরতার শিকার ফিলিস্তিনের মানুষের প্রতিবাদের শেষ আশ্রয়স্থল গাজা ছিটমহলের দিকে আমি দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করছি। ৭৫ বছর ধরে মজলুম ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী দখলদার ইসরায়েল যে গণহত্যা চলাচ্ছে, তা আজ কেন্দ্রীভূত হয়েছে গাজা উপত্যকায়। নির্বিচারে লক্ষ লক্ষ মিসাইল ছোড়া হচ্ছে শিশু, নারী, বৃদ্ধ ও পঙ্গু বেসামরিক মানুষের পর। পশ্চিমা সভ্যতার নামে যারা বিশ্ব শাসন করছে, তাদের প্রত্যক্ষ সমর্থনে ২৩ লাখ গাজাবাসীর ওপর চলছে নিষ্ঠুর গণহত্যা।’
বিশ্ববাসীর চোখের সামনে চলমান এই পৈশাচিকতা, বর্বরতা, গণহত্যা অবিলম্বে বন্ধের দাবি জানিয়ে বাবুনগরী আরও বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিটি সদস্য ও সমর্থক তীব্র ভাষায় এর নিন্দা ও প্রতিবাদ করে। এটা মানবতাবিরোধী অপরাধ। দুনিয়ার বুকে এই গণহত্যার বিচার হতে হবে।
হেফাজত আমির বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের পক্ষ থেকে বিশ্ব দরবারে মানব নিধনের এই জঘন্য ঘটনার সম্মিলিত প্রতিবাদ জানান। ভেদাভেদ ভুলে সব রাজনৈতিক দল ও সব ধর্মীয় সংগঠনকে নিয়ে এক রাষ্ট্রীয় সভার আয়োজন করুন। সেখানে সবার বক্তব্য শুনে সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ করে বিশ্বসভাকে জানিয়ে দিন, বাংলাদেশ এই গণহত্যার অবসান চায়, বাংলাদেশ এই গণহত্যার দৃষ্টান্তমূলক বিচার চায়।

বিনা মামলায় আওয়ামী লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির এমপি প্রার্থী হারুনুর রশীদ। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রতীক নেই। আওয়ামী লীগ ভোট করছে না। এখন তারা কাকে ভোট দেবে, এটা তাদের পছন্দের ব্যাপার। জামায়াতে ইসলামীকে
৭ মিনিট আগে
নারায়ণগঞ্জের বন্দর এলাকার একটি সিমেন্ট ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
১৩ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।
৩ ঘণ্টা আগে