প্রতিনিধি, তিতাস (কুমিল্লা)

কুমিল্লা দাউদকান্দি উপজেলায় ১২ কেজি ওজনের মূল্যবান একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা–পুলিশ। গতকাল সোমবার রাতে সুন্দলপুর মডেল ইউনিয়নের চরগোয়ালীতে শিক্ষক বুলবুলের ঘর থেকে এই মূর্তি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, চরগোয়ালী খন্দকার নাজির উদ্দিন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু ইউসুফ বুলবুল। এক মাস আাগে জমিতে মাটি কাটতে গিয়ে মূর্তিটি তিনি। তখন থেকেই বিষ্ণু মূর্তিটি বিক্রি করার উদ্দেশ্যে নিজের কাছে গোপন করে রাখেন বলে জানান তাঁরা।
সোমবার রাতে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জানতে পেরে প্রাচীন বিষ্ণু মূর্তিটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেন।
স্থানীয় ইউপি সদস্য মো. ফারুক মেম্বার জানান, গোয়ালী গ্রামের কবরস্থানের মাটি ভরাট করতে গিয়ে পুকুর খনন করার সময় শ্রমিকেরা এই মূর্তিটি পান। এলাকার কিছু লোকজন মূর্তি পাওয়ার ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। আজ বিষয়টি জানার পর তিনি পুলিশকে খবর দিলে রাত ৯টার দিকে পুলিশ এসে মূর্তিটি থানায় নিয়ে যায়। মূর্তিটির ওজন প্রায় ১০ / ১২ কেজি হবে, যার বাজার মূল্য কয়েক কোটি টাকা হতে পারে।
কবরস্থানে মাটি ভরাট কাজের দায়িত্ব পালনকারী চরগোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বুলবুল আহম্মেদ বলেন, `২০ / ২৫ দিন আগে মাটি কাটার সময় আমরা মূর্তিটি পাই। ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় পুলিশকে জানাতে পারিনি।'
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে সোমবার রাতেই মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। দৈর্ঘ্য ২৩ ইঞ্চি এবং প্রস্থ সাড়ে নয় ইঞ্চির মূর্তিটি কেউ বলছে বিষ্ণু মূর্তি কেউ বলছে কষ্টি পাথরের। এক্সপার্ট দিয়ে যাচাই করার পর কোনটি সঠিক বলা যাবে। তবে মূর্তিটির বেশ ওজন রয়েছে।

কুমিল্লা দাউদকান্দি উপজেলায় ১২ কেজি ওজনের মূল্যবান একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা–পুলিশ। গতকাল সোমবার রাতে সুন্দলপুর মডেল ইউনিয়নের চরগোয়ালীতে শিক্ষক বুলবুলের ঘর থেকে এই মূর্তি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, চরগোয়ালী খন্দকার নাজির উদ্দিন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু ইউসুফ বুলবুল। এক মাস আাগে জমিতে মাটি কাটতে গিয়ে মূর্তিটি তিনি। তখন থেকেই বিষ্ণু মূর্তিটি বিক্রি করার উদ্দেশ্যে নিজের কাছে গোপন করে রাখেন বলে জানান তাঁরা।
সোমবার রাতে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জানতে পেরে প্রাচীন বিষ্ণু মূর্তিটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেন।
স্থানীয় ইউপি সদস্য মো. ফারুক মেম্বার জানান, গোয়ালী গ্রামের কবরস্থানের মাটি ভরাট করতে গিয়ে পুকুর খনন করার সময় শ্রমিকেরা এই মূর্তিটি পান। এলাকার কিছু লোকজন মূর্তি পাওয়ার ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। আজ বিষয়টি জানার পর তিনি পুলিশকে খবর দিলে রাত ৯টার দিকে পুলিশ এসে মূর্তিটি থানায় নিয়ে যায়। মূর্তিটির ওজন প্রায় ১০ / ১২ কেজি হবে, যার বাজার মূল্য কয়েক কোটি টাকা হতে পারে।
কবরস্থানে মাটি ভরাট কাজের দায়িত্ব পালনকারী চরগোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বুলবুল আহম্মেদ বলেন, `২০ / ২৫ দিন আগে মাটি কাটার সময় আমরা মূর্তিটি পাই। ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় পুলিশকে জানাতে পারিনি।'
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে সোমবার রাতেই মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। দৈর্ঘ্য ২৩ ইঞ্চি এবং প্রস্থ সাড়ে নয় ইঞ্চির মূর্তিটি কেউ বলছে বিষ্ণু মূর্তি কেউ বলছে কষ্টি পাথরের। এক্সপার্ট দিয়ে যাচাই করার পর কোনটি সঠিক বলা যাবে। তবে মূর্তিটির বেশ ওজন রয়েছে।

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২২ জুলাই জুলাই গণ-অভ্যুত্থানে ইন্টারনেট শাটডাউন চলাকালে এসব ব্যবসায়ী সাবেক স্বৈরাচার ও সাজাপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্দোলন দমনে সহায়তার প্রতিশ্রুতি ও সার্বিকভাবে পাশে থাকার জন্য ঢাকার ওসমানী মিলনায়তনে একত্রিত হন।
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার আশুতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি পেশাগতভাবে অটোরিকশাচালক নন। শখের বসে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
৪০ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামের এক ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর ভগ্নিপতি পলাশ চন্দ্র শীল গুরুতর আহত হন। গতকাল সোমবার রাতে উপজেলার গলাকাটা পোল এলাকায় কবিরহাট-বসুরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে