নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়ন থেকে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে অস্ত্র ও গুলিসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা সবাই আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। এর আগে একইদিন ভোরে বজরা ইউনিয়নের বারাহী নগর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বেগমগঞ্জ উপজেলার ইলিয়াছ হোসেন সোহাগ (৩৫), রাশেদ (২৫), সাদ্দাম (২৮), তানিম (২২), আব্দুর রহিম আরফান (২৪), জামালপুর জেলার দেওয়ানগঞ্জ এলাকার সুমন (২৬), খোকন (২২) এবং ময়মনসিংহ জেলার ত্রিশাল এলাকার আল আমিন (২৭)।
পুলিশ জানায়, মাইজদী সোনাইমুড়ী সড়কের বজরার বারাহী নগর এলাকায় আজ বৃহস্পতিবার ভোরে ডাকাতি করার জন্য একদল ডাকাত অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় সোনাইমুড়ী থানা—পুলিশ।
এ সময় ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের সঙ্গে থাকা পাইপগান, চার রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, দুইটি কিরিচ, একটি হাতুড়ি, নয়টি মোবাইল, পাঁচটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।
পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা একত্রিত হয়ে সোনাইমুড়ীসহ আশপাশের এলাকায় ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিল। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, সবাই আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।
ডাকাতি, ছিনতাই ও চুরি করা তাদের পেশা। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৬ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৭ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৭ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৭ ঘণ্টা আগে