কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা ও বাঁশখালী উপজেলার মধ্যবর্তী শঙ্খ নদের পাড়ে থাকা পরিত্যক্ত দুটি ফেরি কেটে চুরির অভিযোগে দুজনকে আটক করে পুলিশে দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। এ সময় ফেরি কাটার সরঞ্জামসহ সাতটি গ্যাস সিলিন্ডার, একটি জেনারেটর এবং ফেরির দুই টুকরা মালামাল জব্দ করে সওজ।
আজ শনিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত আবদুল মাবুদ (৩২) ও মোহাম্মদ আরিফ (২৮) নামের দুই যুবক ফেরি কেটে নিচ্ছিলেন। তাঁরা কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের বাসিন্দা।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সওজের সাব ডিভিশনের প্রকৌশলী মো. জামাল উদ্দিন।
আটক ব্যক্তিরা জানিয়েছেন, কর্ণফুলী উপজেলার মোহাম্মদ সালাম ও ঠিকাদার মোহাম্মদ রিপন ফেরি দুটি কাটার জন্য তাঁদের এখানে নিয়ে আসেন। তাঁরা দুদিন ধরে ফেরির মালামাল কেটে ট্রাকে করে চট্টগ্রাম নগরীতে পাঠাচ্ছিলেন। এ পর্যন্ত দুই ট্রাক মাল নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল শুক্রবার সালাম এবং রিপন ফেরি কাটাতে শুরু করেন। তাঁদের জিজ্ঞাসা করা হলে বলেন, প্রশাসন ও সওজের কর্মকর্তাদের অনুমতি নিয়ে এ কাজ করছেন। এ সময় বোকা বানানোর জন্য বেশ কয়েকটি কাগজপত্রও দেখান তাঁরা। আজ ফের ১০-১২ জন ফেরি কাটার কাজ করছিলেন।
পরে খবর পেয়ে আজ শনিবার বিকেলে ঘটনাস্থলে আসেন সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সাব ডিভিশনের ইঞ্জিনিয়ার মো. জামাল উদ্দিন, সাব স্টেশন ইঞ্জিনিয়ার মোহাম্মদ পারভেজসহ সওজ বিভাগের কর্মকর্তারা।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সাব ডিভিশনের ইঞ্জিনিয়ার মো. জামাল উদ্দিন আজকের পত্রিকাকে জানান, পরিত্যক্ত ফেরিগুলো সরকারের নিজস্ব সম্পত্তি। ব্রিজটি চালু হওয়ার পর থেকে সওজ বিভাগ দেখাশোনা করে আসছে। সওজ কর্তৃপক্ষের টেন্ডার বা অনুমতি ছাড়া দিনদুপুরে চুরি করে কেটে নিয়ে গেছে ফেরির মালামাল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আমরা দুজনকে আটক করে পুলিশে দিয়েছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ বলেন, ‘এ ঘটনায় আমাদের থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
২০০১ সালে ফেরিঘাট সংলগ্ন এলাকায় তৈলারদ্বীপ সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০০৬ সালের ২৯ আগস্ট তৈলারদ্বীপ সেতু উদ্বোধন করা হয়। ১৭ বছর পার হয়ে গেলেও সওজ ফেরিঘাটের ফেরি দুটি সরিয়ে নিতে পারেনি।

চট্টগ্রামের আনোয়ারা ও বাঁশখালী উপজেলার মধ্যবর্তী শঙ্খ নদের পাড়ে থাকা পরিত্যক্ত দুটি ফেরি কেটে চুরির অভিযোগে দুজনকে আটক করে পুলিশে দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। এ সময় ফেরি কাটার সরঞ্জামসহ সাতটি গ্যাস সিলিন্ডার, একটি জেনারেটর এবং ফেরির দুই টুকরা মালামাল জব্দ করে সওজ।
আজ শনিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত আবদুল মাবুদ (৩২) ও মোহাম্মদ আরিফ (২৮) নামের দুই যুবক ফেরি কেটে নিচ্ছিলেন। তাঁরা কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের বাসিন্দা।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সওজের সাব ডিভিশনের প্রকৌশলী মো. জামাল উদ্দিন।
আটক ব্যক্তিরা জানিয়েছেন, কর্ণফুলী উপজেলার মোহাম্মদ সালাম ও ঠিকাদার মোহাম্মদ রিপন ফেরি দুটি কাটার জন্য তাঁদের এখানে নিয়ে আসেন। তাঁরা দুদিন ধরে ফেরির মালামাল কেটে ট্রাকে করে চট্টগ্রাম নগরীতে পাঠাচ্ছিলেন। এ পর্যন্ত দুই ট্রাক মাল নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল শুক্রবার সালাম এবং রিপন ফেরি কাটাতে শুরু করেন। তাঁদের জিজ্ঞাসা করা হলে বলেন, প্রশাসন ও সওজের কর্মকর্তাদের অনুমতি নিয়ে এ কাজ করছেন। এ সময় বোকা বানানোর জন্য বেশ কয়েকটি কাগজপত্রও দেখান তাঁরা। আজ ফের ১০-১২ জন ফেরি কাটার কাজ করছিলেন।
পরে খবর পেয়ে আজ শনিবার বিকেলে ঘটনাস্থলে আসেন সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সাব ডিভিশনের ইঞ্জিনিয়ার মো. জামাল উদ্দিন, সাব স্টেশন ইঞ্জিনিয়ার মোহাম্মদ পারভেজসহ সওজ বিভাগের কর্মকর্তারা।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সাব ডিভিশনের ইঞ্জিনিয়ার মো. জামাল উদ্দিন আজকের পত্রিকাকে জানান, পরিত্যক্ত ফেরিগুলো সরকারের নিজস্ব সম্পত্তি। ব্রিজটি চালু হওয়ার পর থেকে সওজ বিভাগ দেখাশোনা করে আসছে। সওজ কর্তৃপক্ষের টেন্ডার বা অনুমতি ছাড়া দিনদুপুরে চুরি করে কেটে নিয়ে গেছে ফেরির মালামাল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আমরা দুজনকে আটক করে পুলিশে দিয়েছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ বলেন, ‘এ ঘটনায় আমাদের থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
২০০১ সালে ফেরিঘাট সংলগ্ন এলাকায় তৈলারদ্বীপ সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০০৬ সালের ২৯ আগস্ট তৈলারদ্বীপ সেতু উদ্বোধন করা হয়। ১৭ বছর পার হয়ে গেলেও সওজ ফেরিঘাটের ফেরি দুটি সরিয়ে নিতে পারেনি।

বগুড়ার গাবতলী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আবু বক্কর সিদ্দিক (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন অন্তত ৯ জন। আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জাতহলিদা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর তাঁর মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন। এর ফলে আসনটিতে বিএনপি নেতৃত্বাধীন জোটের একমাত্র প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
৮ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। আজ সোমবার বিকেলে টঙ্গী মেঘনা রোড এলাকায় গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ নামের কারখানায় এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার খেলার সময় উল্লাস করায় ফরিদপুরে হোস্টেলে জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়র শিক্ষার্থীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় হোস্টেলের জানালা, দরজা ও আসবাবপত্র ভাঙচুরও করা হয়। হামলায় আহত অবস্থায় সাতজন শিক্ষার্থীকে ফরিদপুর মেডিকেল কলেজ
৩২ মিনিট আগে