কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘শিশুবরণ উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার থেকে গতকাল বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উৎসবের অংশ হিসেবে ফুল দিয়ে বর্ণিলভাবে কক্ষ সাজানো হয়। চকলেট, মিষ্টি বিতরণ ও কেক কেটে এবং গান গেয়ে শিশুদের উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয় উৎসবে। এ সময় শিশুদের সঙ্গে অভিভাবকেরাও উপস্থিতি ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের ‘শিশুবরণ উৎসব’। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় শিশুশিক্ষার্থীদের।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার আচার্য বলেন, ‘শিশুরা আনন্দপ্রিয়। তাদের জীবনের প্রথম আনুষ্ঠানিক শিক্ষা উৎসবমুখরতার মাধ্যমে শুরু হলে শিক্ষা গ্রহণে ও পরিবার থেকে স্কুলের নতুন পরিবেশে অভিযোজিত হতে সহায়তা করে। প্রতিটি অভিভাবকও চায় তার সন্তানটি স্কুলে শিক্ষক-শিক্ষার্থী সবার কাছে গুরুত্ব পাক। এ জন্য উদ্ভাবনী ধারণার অংশ হিসেবে ২০১৭ সাল থেকে আমার বিভিন্ন কর্ম এলাকায় এই কর্মসূচি বাস্তবায়ন হয়ে আসছে।’
উপজেলার রাইখালী রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কান্তি দে বলেন, ‘শিশু বরণ উৎসবের মাধ্যমে শিশু ও তাদের অভিভাবকেরা স্কুলকে তাদের আপন ও নিরাপদ আঙিনা মনে করে।’
চিৎমরম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংসুইছাইন মার্মা বলেন, ‘নতুন এই কর্মসূচি আমরা বিগত দুই বছর ধরে পালন করে আসছি। এর ফলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতির হার বেড়েছে। শিশুরা আনন্দের সঙ্গে শিখছে।’
পূর্ব কোদালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ঊষাচিং মারমা বলেন, ‘এ অনুষ্ঠানে শিশুদের আনন্দ-উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এতে অভিভাবকেরাও পুলকিত।’

রাঙামাটির কাপ্তাই উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘শিশুবরণ উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার থেকে গতকাল বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উৎসবের অংশ হিসেবে ফুল দিয়ে বর্ণিলভাবে কক্ষ সাজানো হয়। চকলেট, মিষ্টি বিতরণ ও কেক কেটে এবং গান গেয়ে শিশুদের উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয় উৎসবে। এ সময় শিশুদের সঙ্গে অভিভাবকেরাও উপস্থিতি ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের ‘শিশুবরণ উৎসব’। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় শিশুশিক্ষার্থীদের।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার আচার্য বলেন, ‘শিশুরা আনন্দপ্রিয়। তাদের জীবনের প্রথম আনুষ্ঠানিক শিক্ষা উৎসবমুখরতার মাধ্যমে শুরু হলে শিক্ষা গ্রহণে ও পরিবার থেকে স্কুলের নতুন পরিবেশে অভিযোজিত হতে সহায়তা করে। প্রতিটি অভিভাবকও চায় তার সন্তানটি স্কুলে শিক্ষক-শিক্ষার্থী সবার কাছে গুরুত্ব পাক। এ জন্য উদ্ভাবনী ধারণার অংশ হিসেবে ২০১৭ সাল থেকে আমার বিভিন্ন কর্ম এলাকায় এই কর্মসূচি বাস্তবায়ন হয়ে আসছে।’
উপজেলার রাইখালী রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কান্তি দে বলেন, ‘শিশু বরণ উৎসবের মাধ্যমে শিশু ও তাদের অভিভাবকেরা স্কুলকে তাদের আপন ও নিরাপদ আঙিনা মনে করে।’
চিৎমরম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংসুইছাইন মার্মা বলেন, ‘নতুন এই কর্মসূচি আমরা বিগত দুই বছর ধরে পালন করে আসছি। এর ফলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতির হার বেড়েছে। শিশুরা আনন্দের সঙ্গে শিখছে।’
পূর্ব কোদালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ঊষাচিং মারমা বলেন, ‘এ অনুষ্ঠানে শিশুদের আনন্দ-উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এতে অভিভাবকেরাও পুলকিত।’

রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
৯ মিনিট আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
৩৮ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
১ ঘণ্টা আগে