পরশুরাম (ফেনী) প্রতিনিধি

ফেনীর পরশুরামে ব্রিজের দুই পাশের সংযোগ সড়কের কার্পেটিংয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে কার্পেটিং। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। তারা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকৌশলীর কাছে অভিযোগ দিয়ে কোনো প্রতিকার না পেয়ে নিজেরাই নিম্নমানের কার্পেটিং হাত দিয়ে টেনে টেনে তুলে ফেলেছেন। উপজেলার চিথলিয়া ইউনিয়নের জঙ্গলঘোনা এলাকায় আজ সোমবার সরেজমিনে এ ঘটনা দেখা যায়।
মুহুরি নদীর ওপর নির্মিত ৯০ মিটার ব্রিজের দুই পাশের সংযোগ সড়কে গত শনিবার দেওয়া হয় কার্পেটিং। আজ সোমবার স্থানীয় শতাধিক গ্রামবাসী হাতে দুই পাশের কার্পেটিং টেনে তুলে ফেলেন।
উপজেলা এলজিইডি অফিস থেকে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে এলজিইডির অর্থায়নে কালির বাজার চন্দনা সড়কে মুহুরি নদীর ওপর নির্মিত ৯০ মিটার ব্রিজের জন্য ৭ কোটি ৩৪ লাখ টাকা ৫ হাজার ৭৭ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ব্রিজ নির্মাণকাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান কাশেম অ্যান্ড দি নিউ ট্রেড লিংক।
ফেনী-১ আসনের সংসদ সদস্য জাঁকজমকপূর্ণভাবে গত বছরের শুরুতে এই ব্রিজ নির্মাণকাজের উদ্বোধন করেন। ব্রিজের নির্মাণের শুরু থেকেই অনিয়ম-দুর্নীতির অভিযোগ করে আসছেন এলাকাবাসী। নির্মাণসামগ্রী দামবৃদ্বিসহ নানা অজুহাত দেখিয়ে এলাকাবাসীর দাবিকে অগ্রাহ্য করে আসছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ব্রিজ নির্মাণ শেষে গত শনিবার সংযোগ সড়কে কার্পেটিং করার দুই দিন পর হাত দিয়ে কার্পেটিং তুলে ফেলছেন স্থানীয়রা।
চিথলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, ‘গত শনিবার ব্রিজের দুই পাশের সংযোগ সড়কের কার্পেটিং করা হয়। আজ সোমবার সকালে এলাকার লোকজন ব্রিজের দুই পাশের সংযোগ সড়কের প্রায় ৬০ মিটার রাস্তার কার্পেটিং হাত দিয়ে টান দিয়ে তুলে ফেলেছেন।’
স্থানীয় ইউপি সদস্য আবদুর রহিমসহ অভিযোগ করেন, ‘শুরু থেকে নিম্নমানের কাজের প্রতিবাদ করলেও তা আমলে নেয়নি ঠিকাদারি প্রতিষ্ঠান ও উপজেলা এলজিইডি। সর্বশেষ অত্যন্ত নিম্নমানের কার্পেটিং করার কারণে উপজেলা প্রকৌশলীর কাছে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়ে গ্রামের ক্ষুদ্ধ লোকজন আজ সোমবার সকালে হাত দিয়ে টেনে টেনে তুলে ফেলেছেন।’
কাশেম অ্যান্ড দি নিউ ট্রেড লিংক (জেবি) স্বত্বাধিকারী মো. তাজুল ইসলাম বলেন, ‘ব্রিজের দুই পাশের সংযোগ সড়কের কার্পেটিংয়ের সময় হঠাৎ বৃষ্টি আসায় কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু স্থানীয় লোকজন বিষয়টি না বুজে কার্পেটিং হাত দিয়ে টেনে টেনে তুলে আবার সেটা ফেসবুকে লাইভ করেছে। বিষয়টি তারা ঠিক করেনি।’
উপজেলা প্রকৌশলী এস এস শাহ আলম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি তিনি শুনেছেন। শনিবার ৬০ মিটার রাস্তার কিছু অংশ কার্পেটিং করার সময় বৃষ্টি শুরু হয়ে যায়। এ সময় কার্পেটিং টেকসই না হওয়ায় আজ সোমবার সকালে স্থানীয় লোকজন সংযোগ সড়কের কিছু অংশের কার্পেটিং হাত দিয়ে টেনে তুলে ফেলেছেন বলে তিনি শুনেছেন। ঠিকাদারের সঙ্গে কথা বলে কার্পেটিংয়ের কাজ পুননির্মাণ করে দেওয়া হবে বলে তিনি জানান।’

ফেনীর পরশুরামে ব্রিজের দুই পাশের সংযোগ সড়কের কার্পেটিংয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে কার্পেটিং। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। তারা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকৌশলীর কাছে অভিযোগ দিয়ে কোনো প্রতিকার না পেয়ে নিজেরাই নিম্নমানের কার্পেটিং হাত দিয়ে টেনে টেনে তুলে ফেলেছেন। উপজেলার চিথলিয়া ইউনিয়নের জঙ্গলঘোনা এলাকায় আজ সোমবার সরেজমিনে এ ঘটনা দেখা যায়।
মুহুরি নদীর ওপর নির্মিত ৯০ মিটার ব্রিজের দুই পাশের সংযোগ সড়কে গত শনিবার দেওয়া হয় কার্পেটিং। আজ সোমবার স্থানীয় শতাধিক গ্রামবাসী হাতে দুই পাশের কার্পেটিং টেনে তুলে ফেলেন।
উপজেলা এলজিইডি অফিস থেকে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে এলজিইডির অর্থায়নে কালির বাজার চন্দনা সড়কে মুহুরি নদীর ওপর নির্মিত ৯০ মিটার ব্রিজের জন্য ৭ কোটি ৩৪ লাখ টাকা ৫ হাজার ৭৭ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ব্রিজ নির্মাণকাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান কাশেম অ্যান্ড দি নিউ ট্রেড লিংক।
ফেনী-১ আসনের সংসদ সদস্য জাঁকজমকপূর্ণভাবে গত বছরের শুরুতে এই ব্রিজ নির্মাণকাজের উদ্বোধন করেন। ব্রিজের নির্মাণের শুরু থেকেই অনিয়ম-দুর্নীতির অভিযোগ করে আসছেন এলাকাবাসী। নির্মাণসামগ্রী দামবৃদ্বিসহ নানা অজুহাত দেখিয়ে এলাকাবাসীর দাবিকে অগ্রাহ্য করে আসছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ব্রিজ নির্মাণ শেষে গত শনিবার সংযোগ সড়কে কার্পেটিং করার দুই দিন পর হাত দিয়ে কার্পেটিং তুলে ফেলছেন স্থানীয়রা।
চিথলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, ‘গত শনিবার ব্রিজের দুই পাশের সংযোগ সড়কের কার্পেটিং করা হয়। আজ সোমবার সকালে এলাকার লোকজন ব্রিজের দুই পাশের সংযোগ সড়কের প্রায় ৬০ মিটার রাস্তার কার্পেটিং হাত দিয়ে টান দিয়ে তুলে ফেলেছেন।’
স্থানীয় ইউপি সদস্য আবদুর রহিমসহ অভিযোগ করেন, ‘শুরু থেকে নিম্নমানের কাজের প্রতিবাদ করলেও তা আমলে নেয়নি ঠিকাদারি প্রতিষ্ঠান ও উপজেলা এলজিইডি। সর্বশেষ অত্যন্ত নিম্নমানের কার্পেটিং করার কারণে উপজেলা প্রকৌশলীর কাছে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়ে গ্রামের ক্ষুদ্ধ লোকজন আজ সোমবার সকালে হাত দিয়ে টেনে টেনে তুলে ফেলেছেন।’
কাশেম অ্যান্ড দি নিউ ট্রেড লিংক (জেবি) স্বত্বাধিকারী মো. তাজুল ইসলাম বলেন, ‘ব্রিজের দুই পাশের সংযোগ সড়কের কার্পেটিংয়ের সময় হঠাৎ বৃষ্টি আসায় কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু স্থানীয় লোকজন বিষয়টি না বুজে কার্পেটিং হাত দিয়ে টেনে টেনে তুলে আবার সেটা ফেসবুকে লাইভ করেছে। বিষয়টি তারা ঠিক করেনি।’
উপজেলা প্রকৌশলী এস এস শাহ আলম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি তিনি শুনেছেন। শনিবার ৬০ মিটার রাস্তার কিছু অংশ কার্পেটিং করার সময় বৃষ্টি শুরু হয়ে যায়। এ সময় কার্পেটিং টেকসই না হওয়ায় আজ সোমবার সকালে স্থানীয় লোকজন সংযোগ সড়কের কিছু অংশের কার্পেটিং হাত দিয়ে টেনে তুলে ফেলেছেন বলে তিনি শুনেছেন। ঠিকাদারের সঙ্গে কথা বলে কার্পেটিংয়ের কাজ পুননির্মাণ করে দেওয়া হবে বলে তিনি জানান।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৬ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৬ ঘণ্টা আগে