বান্দরবান প্রতিনিধি

পার্বত্য বান্দরবানের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-মূল) বান্দরবান জেলার আহ্বায়ক ছোটন কান্তি তঞ্চঙ্গা পদত্যাগ করেছেন। আজ বুধবার দুপুরে জেলা সদরের একটি হোটেল মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে পদত্যাগ করার কারণ প্রসঙ্গে ছোটন কান্তি তঞ্চঙ্গা বলেন, ‘দীর্ঘদিন ধরে আমার শারীরিক অবস্থা নাজুক। উচ্চ রক্তচাপ ও লিভার সিরোসিসে ভুগছি। তাই স্বেচ্ছায় প্রসিতপন্থি ইউপিডিএফ সংগঠনের পদবী ও অর্পিত দায়িত্ব হতে সম্পূর্ণ অব্যাহতি নিচ্ছি। আজ থেকে কোনো জবাবদিহিতা ও দায়িত্ব কর্তব্য পালনে আমি বাধ্য থাকব না।’
এ সময় লিখিত বক্তব্যে ছোটন কান্তি তঞ্চঙ্গা বলেন, ‘১৯৯৭ হতে প্রসিত বিকাশ খীসার পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি পরিপন্থী সংগঠনের দিকে ঝুঁকে পড়ি। পরে ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর ইউপিডিএফ নামের নতুন সংগঠন গঠিত হলে, বান্দরবান জেলা ইউনিটের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাই। দীর্ঘদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে, প্রসিত বিকাশ খীসা পূর্ণ দায়িত্ব শাসন দাবি করলে পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতী সংঘাত শুরু হয়। ইতিমধ্যে এর ব্যাপকতা আরও বৃদ্ধি পেয়েছে। পার্বত্য চুক্তির দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক সমর্থন থাকলেও চুক্তির বিরোধিতা ব্যাপক প্রচার করতে থাকায় চুক্তি বাস্তবায়নে বিলম্ব হয়। তাই অধিকারবঞ্চিত জনগণ চুক্তির বহু বছর পরও শান্তির মুখ দেখতে পাননি।’
সংবাদ সম্মেলনে ছোটন কান্তি আরও বলেন, ‘আন্দোলনকারী সংগঠনগুলিতে বিভক্তি বেড়েছে। তাই বর্তমানে পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায় আছে। এই পরিস্থিতি যত দীর্ঘ হবে ততো অধিকারবঞ্চিত জনগণ ক্ষতিগ্রস্ত হবে। তাই দ্বন্দ্ব পরিহার করে ঐক্য স্থাপনের কোনো বিকল্প নেই।’
পদত্যাগ করায় তাঁর উপর কোনো রাজনৈতিক চাপ আসবে কী না এমন প্রশ্নে তিনি সাংবাদিকদের বলেন, ‘শারীরিক অসুস্থতার কারণে আমি পদত্যাগ করছি। আমার ও আমার পরিবারের ওপর কোনো রাজনৈতিক আক্রোশ না রাখার জন্য বিরোধী দলগুলোর প্রতি অনুরোধ করছি।’

পার্বত্য বান্দরবানের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-মূল) বান্দরবান জেলার আহ্বায়ক ছোটন কান্তি তঞ্চঙ্গা পদত্যাগ করেছেন। আজ বুধবার দুপুরে জেলা সদরের একটি হোটেল মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে পদত্যাগ করার কারণ প্রসঙ্গে ছোটন কান্তি তঞ্চঙ্গা বলেন, ‘দীর্ঘদিন ধরে আমার শারীরিক অবস্থা নাজুক। উচ্চ রক্তচাপ ও লিভার সিরোসিসে ভুগছি। তাই স্বেচ্ছায় প্রসিতপন্থি ইউপিডিএফ সংগঠনের পদবী ও অর্পিত দায়িত্ব হতে সম্পূর্ণ অব্যাহতি নিচ্ছি। আজ থেকে কোনো জবাবদিহিতা ও দায়িত্ব কর্তব্য পালনে আমি বাধ্য থাকব না।’
এ সময় লিখিত বক্তব্যে ছোটন কান্তি তঞ্চঙ্গা বলেন, ‘১৯৯৭ হতে প্রসিত বিকাশ খীসার পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি পরিপন্থী সংগঠনের দিকে ঝুঁকে পড়ি। পরে ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর ইউপিডিএফ নামের নতুন সংগঠন গঠিত হলে, বান্দরবান জেলা ইউনিটের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাই। দীর্ঘদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে, প্রসিত বিকাশ খীসা পূর্ণ দায়িত্ব শাসন দাবি করলে পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতী সংঘাত শুরু হয়। ইতিমধ্যে এর ব্যাপকতা আরও বৃদ্ধি পেয়েছে। পার্বত্য চুক্তির দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক সমর্থন থাকলেও চুক্তির বিরোধিতা ব্যাপক প্রচার করতে থাকায় চুক্তি বাস্তবায়নে বিলম্ব হয়। তাই অধিকারবঞ্চিত জনগণ চুক্তির বহু বছর পরও শান্তির মুখ দেখতে পাননি।’
সংবাদ সম্মেলনে ছোটন কান্তি আরও বলেন, ‘আন্দোলনকারী সংগঠনগুলিতে বিভক্তি বেড়েছে। তাই বর্তমানে পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায় আছে। এই পরিস্থিতি যত দীর্ঘ হবে ততো অধিকারবঞ্চিত জনগণ ক্ষতিগ্রস্ত হবে। তাই দ্বন্দ্ব পরিহার করে ঐক্য স্থাপনের কোনো বিকল্প নেই।’
পদত্যাগ করায় তাঁর উপর কোনো রাজনৈতিক চাপ আসবে কী না এমন প্রশ্নে তিনি সাংবাদিকদের বলেন, ‘শারীরিক অসুস্থতার কারণে আমি পদত্যাগ করছি। আমার ও আমার পরিবারের ওপর কোনো রাজনৈতিক আক্রোশ না রাখার জন্য বিরোধী দলগুলোর প্রতি অনুরোধ করছি।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৬ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৬ ঘণ্টা আগে