আদালত প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের মিরসরাইয়ে ডাকাত আখ্যা দিয়ে র্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় করা মামলায় আদালত পাঁচ আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। আজ সোমবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ খান এই রিমান্ড মঞ্জুর করেন।
পাঁচ আসামি হলেন-শাফায়েত হোসেন (৩৮), সাইদুর রহমান (৩৩), আনোয়ার হোসেন ওরফে টিপু (২৪), মিনহাজুল ইসলাম ও মো. ফরহাদ হোসেন ওরফে ফাহাদ (২৬)।
এদের মধ্যে অস্ত্র মামলায় শাফায়েত ও সাইদুর, হামলার মামলায় আনোয়ার হোসেন ও মিনহাজুল এবং মাদক মামলায় ফরহাদের রিমান্ড মঞ্জুর হয়।
জেলা কোর্ট পরিদর্শক জাকের হোসাইন মাহমুদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘র্যাবের ওপর হামলা, অস্ত্র উদ্ধার ও মাদকের পৃথক মামলায় আসামিদের সাত দিন করে রিমান্ডের আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।’
উল্লেখ্য, গত বুধবার মাদক উদ্ধারে গিয়ে হামলার শিকার হন র্যাবের সদস্যরা। তাঁরা ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন ভূঁইয়ার কাছ থেকে থেকে মাদক উদ্ধারে গিয়েছিলেন। হামলায় দুই র্যাব সদস্যসহ তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় র্যাব বাদী হয়ে গত শুক্রবার মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় হামলা, অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় পৃথক তিনটি মামলা করে। তার মধ্যে হামলা ও মাদকের দুই মামলাতে তানভীরকে আসামি করা হয়। তানভীর ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

চট্টগ্রামের মিরসরাইয়ে ডাকাত আখ্যা দিয়ে র্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় করা মামলায় আদালত পাঁচ আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। আজ সোমবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ খান এই রিমান্ড মঞ্জুর করেন।
পাঁচ আসামি হলেন-শাফায়েত হোসেন (৩৮), সাইদুর রহমান (৩৩), আনোয়ার হোসেন ওরফে টিপু (২৪), মিনহাজুল ইসলাম ও মো. ফরহাদ হোসেন ওরফে ফাহাদ (২৬)।
এদের মধ্যে অস্ত্র মামলায় শাফায়েত ও সাইদুর, হামলার মামলায় আনোয়ার হোসেন ও মিনহাজুল এবং মাদক মামলায় ফরহাদের রিমান্ড মঞ্জুর হয়।
জেলা কোর্ট পরিদর্শক জাকের হোসাইন মাহমুদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘র্যাবের ওপর হামলা, অস্ত্র উদ্ধার ও মাদকের পৃথক মামলায় আসামিদের সাত দিন করে রিমান্ডের আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।’
উল্লেখ্য, গত বুধবার মাদক উদ্ধারে গিয়ে হামলার শিকার হন র্যাবের সদস্যরা। তাঁরা ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন ভূঁইয়ার কাছ থেকে থেকে মাদক উদ্ধারে গিয়েছিলেন। হামলায় দুই র্যাব সদস্যসহ তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় র্যাব বাদী হয়ে গত শুক্রবার মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় হামলা, অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় পৃথক তিনটি মামলা করে। তার মধ্যে হামলা ও মাদকের দুই মামলাতে তানভীরকে আসামি করা হয়। তানভীর ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
১১ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
১৩ মিনিট আগে
গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
২৩ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আগামী দিনে কোনো ফ্যাসিবাদ যেন না সৃষ্টি হয়, সে জন্যই গণভোট। আগামী দিনে যেন কোনো ফ্যাসিস্ট সৃষ্টি না হয়, সেটার জন্যই জুলাই সনদ। আজ সোমবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক সুধী সমাবেশে...
৩৪ মিনিট আগে