চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে চলছে শিল্পপণ্য ও বাণিজ্য মেলার আয়োজন। মাসব্যাপী মেলাটির জন্য খেলার মাঠ খুঁড়ে বানানো হচ্ছে ইট-সিমেন্টের স্থাপনা। ফলে মেলা শেষে মাঠটি খেলাধুলার অনুপযোগী হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এসব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক ও বর্তমান খোলোয়াড়েরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে ১ মে থেকে শুরু হবে শিল্পপণ্য ও বাণিজ্য মেলা। চলবে ৩১ মে পর্যন্ত। এবারই প্রথম এখানে এই মেলা হচ্ছে। মেলাটির আয়োজন করছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে খেলার মাঠে ঢুকতেই দেখা গেল, নির্মিত হচ্ছে প্রধান ফটক। ইট-সিমেন্ট দিয়ে বানানো হয়েছে আরও বিভিন্ন স্থাপনা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মেলার উদ্দশ্যে ১১ দিন ধরে মাঠটিতে অবকাঠামো নির্মাণের জন্য খোঁড়াখুঁড়ি চলছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. মুস্তাফিজুর রহমান মুকুল বলেন, ‘মেলার জন্য পুরাতন স্টেডিয়ামটিতে বিভিন্ন স্থাপনা নির্মাণে ইট ফেলা হচ্ছে। মনে হচ্ছে, আমার বুকেই ইট পড়ছে। আমাদের কোনো কিছু করার নেই। যদি কিছু করার থাকত তাহলে মেলাটি বন্ধ করে দিতাম। তারপরেও চেষ্টা করেছি। বিভিন্ন জনকে দিয়ে বলিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি। মাঠটি যে অবস্থায় ছিল, সেটি আর আগের অবস্থায় নেওয়া সম্ভব হবে না।’
সাবেক ফুটবলার ও ক্রীড়া প্রশিক্ষক শামসুল আলম বলেন, ‘মাঠটিতে আমরা নিয়মিত ফুটবল খেলার অনুশীলন করাতাম। মেলার আয়োজন করায় প্রায় দুই কিলোমিটার দূরের আরেকটি স্টেডিয়ামে অনুশীলনে যেতে হচ্ছে। আমরা চাই, খেলার মাঠে মেলার আয়োজন বন্ধ করা হোক।’
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, ‘জাতীয় ক্রীড়া পরিষদ থেকে অনুমতি নিয়ে বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে। শুধু তাই নয়, খেলার মাঠটি সংস্কারের জন্য আলাদাভাবে জামানত নিয়েছে কর্তৃপক্ষ। খেলার মাঠটি সংস্কার করে দিলে আমরা জামানত ফেরত পাব।’
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা ক্রীড়া সংস্থার এক সদস্য বলেন, ‘জাতীয় ক্রীড়া পরিষদ যেখানে মেলার অনুমতি দিয়েছে। সেখানে ডিসি কিংবা জেলা ক্রীড়া সংস্থার কিছু করার থাকে না। আমরা স্থানীয় খেলাধুলার উন্নয়নের জন্য মেলা আয়োজকদের মোটা অঙ্কের একটি অ্যামাউন্ট জমা দিতে বলেছিলাম। সেটা সম্ভবত তাঁরা দিয়েছে। তবে কত টাকা দিয়েছে। সেটা আমার জানা নেই।’
জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও ডিসি মো. আব্দুস সামাদ খেলার মাঠে মেলার আয়োজনের প্রশ্নের কথা শুনে ফোন কেটে দেন। পরে আবার কল দিলে তিনি ফোন ধরেননি।
রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি আজকের পত্রিকাকে বলেন, ‘এটা আমার জানা নেই। আপনি ডিসির সঙ্গে কথা বলতে পারেন। আমাকে খোঁজখবর নিতে হবে।’

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে চলছে শিল্পপণ্য ও বাণিজ্য মেলার আয়োজন। মাসব্যাপী মেলাটির জন্য খেলার মাঠ খুঁড়ে বানানো হচ্ছে ইট-সিমেন্টের স্থাপনা। ফলে মেলা শেষে মাঠটি খেলাধুলার অনুপযোগী হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এসব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক ও বর্তমান খোলোয়াড়েরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে ১ মে থেকে শুরু হবে শিল্পপণ্য ও বাণিজ্য মেলা। চলবে ৩১ মে পর্যন্ত। এবারই প্রথম এখানে এই মেলা হচ্ছে। মেলাটির আয়োজন করছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে খেলার মাঠে ঢুকতেই দেখা গেল, নির্মিত হচ্ছে প্রধান ফটক। ইট-সিমেন্ট দিয়ে বানানো হয়েছে আরও বিভিন্ন স্থাপনা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মেলার উদ্দশ্যে ১১ দিন ধরে মাঠটিতে অবকাঠামো নির্মাণের জন্য খোঁড়াখুঁড়ি চলছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. মুস্তাফিজুর রহমান মুকুল বলেন, ‘মেলার জন্য পুরাতন স্টেডিয়ামটিতে বিভিন্ন স্থাপনা নির্মাণে ইট ফেলা হচ্ছে। মনে হচ্ছে, আমার বুকেই ইট পড়ছে। আমাদের কোনো কিছু করার নেই। যদি কিছু করার থাকত তাহলে মেলাটি বন্ধ করে দিতাম। তারপরেও চেষ্টা করেছি। বিভিন্ন জনকে দিয়ে বলিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি। মাঠটি যে অবস্থায় ছিল, সেটি আর আগের অবস্থায় নেওয়া সম্ভব হবে না।’
সাবেক ফুটবলার ও ক্রীড়া প্রশিক্ষক শামসুল আলম বলেন, ‘মাঠটিতে আমরা নিয়মিত ফুটবল খেলার অনুশীলন করাতাম। মেলার আয়োজন করায় প্রায় দুই কিলোমিটার দূরের আরেকটি স্টেডিয়ামে অনুশীলনে যেতে হচ্ছে। আমরা চাই, খেলার মাঠে মেলার আয়োজন বন্ধ করা হোক।’
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, ‘জাতীয় ক্রীড়া পরিষদ থেকে অনুমতি নিয়ে বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে। শুধু তাই নয়, খেলার মাঠটি সংস্কারের জন্য আলাদাভাবে জামানত নিয়েছে কর্তৃপক্ষ। খেলার মাঠটি সংস্কার করে দিলে আমরা জামানত ফেরত পাব।’
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা ক্রীড়া সংস্থার এক সদস্য বলেন, ‘জাতীয় ক্রীড়া পরিষদ যেখানে মেলার অনুমতি দিয়েছে। সেখানে ডিসি কিংবা জেলা ক্রীড়া সংস্থার কিছু করার থাকে না। আমরা স্থানীয় খেলাধুলার উন্নয়নের জন্য মেলা আয়োজকদের মোটা অঙ্কের একটি অ্যামাউন্ট জমা দিতে বলেছিলাম। সেটা সম্ভবত তাঁরা দিয়েছে। তবে কত টাকা দিয়েছে। সেটা আমার জানা নেই।’
জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও ডিসি মো. আব্দুস সামাদ খেলার মাঠে মেলার আয়োজনের প্রশ্নের কথা শুনে ফোন কেটে দেন। পরে আবার কল দিলে তিনি ফোন ধরেননি।
রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি আজকের পত্রিকাকে বলেন, ‘এটা আমার জানা নেই। আপনি ডিসির সঙ্গে কথা বলতে পারেন। আমাকে খোঁজখবর নিতে হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৯ মিনিট আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২৯ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩৫ মিনিট আগে