চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনকে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে এক যুবলীগ কর্মীর বিরুদ্ধে। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করার পর সোহেল রানা (৩৮) নামের ওই যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার সোহেল রানাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল বুধবার রাতে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমন পাশা বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেন। এরপর ওই দিন পুলিশ নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ওই যুবলীগ কর্মী হলেন, উপজেলার সোনামসজিদ বালিয়াদিঘি গ্রামের সাদেকুল মাস্টারের ছেলে ও সোনামসজিদ স্থলবন্দর ১ নম্বর ওয়ার্ড শাখার যুবলীগ কর্মী।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপপরিদর্শক মেসবাহুল হক জানান, মামলার বিবরণে বলা হয়-সম্প্রতি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করেন যুবলীগ কর্মী সোহেল রানা। বিষয়টি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমন পাশার নজরে আসলে ক্ষুব্ধ হয়ে তিনি আইনের আশ্রয় নেন।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমন পাশা বলেন, গ্রেপ্তার হওয়া সোহেল রানা শুধু এস এম কামাল হোসেনকে নয়, পুরো আওয়ামী লীগ পরিবারকে নিয়ে কটূক্তি করেছেন। তাঁর উপযুক্ত শাস্তি হওয়া উচিত।
সোহেল রানার দলীয় পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেছেন যুবলীগের সোনামসজিদ স্থলবন্দর শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমান।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মেসবাহুল হক জানান, বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার সোহেল রানাকে আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাঁর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনকে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে এক যুবলীগ কর্মীর বিরুদ্ধে। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করার পর সোহেল রানা (৩৮) নামের ওই যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার সোহেল রানাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল বুধবার রাতে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমন পাশা বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেন। এরপর ওই দিন পুলিশ নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ওই যুবলীগ কর্মী হলেন, উপজেলার সোনামসজিদ বালিয়াদিঘি গ্রামের সাদেকুল মাস্টারের ছেলে ও সোনামসজিদ স্থলবন্দর ১ নম্বর ওয়ার্ড শাখার যুবলীগ কর্মী।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপপরিদর্শক মেসবাহুল হক জানান, মামলার বিবরণে বলা হয়-সম্প্রতি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করেন যুবলীগ কর্মী সোহেল রানা। বিষয়টি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমন পাশার নজরে আসলে ক্ষুব্ধ হয়ে তিনি আইনের আশ্রয় নেন।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমন পাশা বলেন, গ্রেপ্তার হওয়া সোহেল রানা শুধু এস এম কামাল হোসেনকে নয়, পুরো আওয়ামী লীগ পরিবারকে নিয়ে কটূক্তি করেছেন। তাঁর উপযুক্ত শাস্তি হওয়া উচিত।
সোহেল রানার দলীয় পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেছেন যুবলীগের সোনামসজিদ স্থলবন্দর শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমান।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মেসবাহুল হক জানান, বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার সোহেল রানাকে আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাঁর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
১ সেকেন্ড আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
৩ মিনিট আগে
এবার প্রাণনাশের হুমকির কথা জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। তিনি জানান, গতকাল শনিবার থেকে বিভিন্ন মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
২৩ মিনিট আগে
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সুন্দর সমাজ চাইলে, নতুন প্রজন্মের সুরক্ষা ও সুন্দর ভবিষ্যৎ চাইলে সংস্কারের পক্ষে থাকতে হবে। সংস্কারের পক্ষে থাকলেই দেশ বদলানো যাবে। দেশটাকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে।
৩২ মিনিট আগে