চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে প্রায় পাঁচ শতাধিক তরুণ উদ্যোক্তা থাকলেও তাঁদের ঠাঁই হচ্ছে না বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এলাকায়। ফলে উদ্যোক্তারা জায়গা না পেয়ে তাঁদের উৎপাদিত পণ্য বাজারজাত ও সম্প্রসারণে প্রসার ঘটাতে পারছে না। এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে উদ্যোক্তাদের মধ্যে তবে বিসিক কর্তৃপক্ষ বলছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে শিল্প নগরী গড়ে তুলতে তাগিদ দেওয়া হয়েছে।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ বিসিকের প্লট সংকটের কারণে নতুন উৎপাদনশীল ব্যবসায়ীরা বরাদ্দ পাচ্ছে না। জেলার এই শিল্পনগরীতে প্রায় ১১ একর জমিতে গড়ে ওঠা সব প্লটগুলোই বরাদ্দ হয়ে আছে। ক্ষুদ্র ও মাঝারি উৎপাদনশীল ব্যবসায়ীদের চাহিদা থাকা সত্ত্বেও আয়তন বাড়েনি বিসিকের।
বিসিকের সূত্রমতে, জেলায় ১৯৮৯ সালে কার্যক্রম শুরু করে বিসিক। প্রায় ১১ একর জমিতে গড়ে ওঠা এই শিল্পনগরীতে ১৯৯৪ সালে প্লট বরাদ্দ দিতে শুরু করে তারা। প্লট বরাদ্দের কাজ শুরু হওয়ার দুই বছরের মাথায় ব্যবসায়ীরা বরাদ্দ নিয়ে নেন নির্মিত প্লটগুলোর। বর্তমানে এই শিল্প নগরীর ৮৮টি প্লট ২২ জন ব্যবসায়ীর কাছে রয়েছে। একক ব্যবসায়ীর নামে তিন থেকে আটটি পর্যন্ত প্লট রয়েছে এসব ব্যবসায়ীদের কাছে।
শহিদুল ইসলাম নামের এক ব্যবসায়ী বলেন, ‘নতুন নতুন অনেক উৎপাদনশীল ব্যবসায়ী আছেন, তাঁরা বিসিকের প্লট পাচ্ছে না। ওই ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা প্লট বরাদ্দ পেলে তাঁরা দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবেন। নতুন কারখানায় অনেক বেকার মানুষের কর্মসংস্থান হবে। ওই সব ব্যবসায়ী পরিবারগুলোর মৌলিক চাহিদার পূরণ হবে।’
ক্ষুদ্র ব্যবসায়ী রিপন আলী বলেন, ‘বিসিক শিল্পনগরীতে অনেক ব্যবসায়ী কম মূল্যে প্লট বরাদ্দ পেয়েছেন। তারা যেসব প্লট ব্যবহার না করে ফাঁকা রাখছেন। দ্রুত বিসিক শিল্পনগরীর আয়তন বাড়ানো হোক, অন্যথায় যেসব ব্যবসায়ীর নামে একাধিক প্লট আছে সেগুলোকে সমন্বয় করে নতুন উদ্যোক্তাদের সুযোগ দেওয়া হোক।’
নাম না প্রকাশ করার শর্তে বিসিকের একটি কারখানার কর্মচারী বলেন, বিসিকের ভেতরের নালা ব্যবস্থা খারাপ। সহজে দূষিত পানি নালায় গিয়ে পৌঁছে না। এমনকি কর্তৃপক্ষ নালাগুলো পরিষ্কারের উদ্যোগ নেই না।
নিশান ফুডের ব্যবস্থাপক বলেন, ‘বিসিকের কাছ থেকে ইজারা নিয়ে পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স নিয়ে প্রতিষ্ঠান চলছে। অথচ পৌর কর্তৃপক্ষ আমাদের প্রতিষ্ঠানের ওপর ট্যাক্স বসাচ্ছে। যা মোটেও ঠিক নয়।’
চাঁপাইনবাবগঞ্জ বিসিকের সহকারী মহা ব্যবস্থাপক মো. রায়হান আলী বলেন, বিসিকের প্লটগুলোর পেছনে আরও ১০ একর জমি অধিগ্রহণ করে পরিধি বাড়ানোর প্রস্তাব পাঠানো আছে মন্ত্রণালয়ে। রাস্তাগুলো মেরামত চলছে শিগগির ঠিক হয়ে যাবে।

চাঁপাইনবাবগঞ্জে প্রায় পাঁচ শতাধিক তরুণ উদ্যোক্তা থাকলেও তাঁদের ঠাঁই হচ্ছে না বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এলাকায়। ফলে উদ্যোক্তারা জায়গা না পেয়ে তাঁদের উৎপাদিত পণ্য বাজারজাত ও সম্প্রসারণে প্রসার ঘটাতে পারছে না। এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে উদ্যোক্তাদের মধ্যে তবে বিসিক কর্তৃপক্ষ বলছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে শিল্প নগরী গড়ে তুলতে তাগিদ দেওয়া হয়েছে।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ বিসিকের প্লট সংকটের কারণে নতুন উৎপাদনশীল ব্যবসায়ীরা বরাদ্দ পাচ্ছে না। জেলার এই শিল্পনগরীতে প্রায় ১১ একর জমিতে গড়ে ওঠা সব প্লটগুলোই বরাদ্দ হয়ে আছে। ক্ষুদ্র ও মাঝারি উৎপাদনশীল ব্যবসায়ীদের চাহিদা থাকা সত্ত্বেও আয়তন বাড়েনি বিসিকের।
বিসিকের সূত্রমতে, জেলায় ১৯৮৯ সালে কার্যক্রম শুরু করে বিসিক। প্রায় ১১ একর জমিতে গড়ে ওঠা এই শিল্পনগরীতে ১৯৯৪ সালে প্লট বরাদ্দ দিতে শুরু করে তারা। প্লট বরাদ্দের কাজ শুরু হওয়ার দুই বছরের মাথায় ব্যবসায়ীরা বরাদ্দ নিয়ে নেন নির্মিত প্লটগুলোর। বর্তমানে এই শিল্প নগরীর ৮৮টি প্লট ২২ জন ব্যবসায়ীর কাছে রয়েছে। একক ব্যবসায়ীর নামে তিন থেকে আটটি পর্যন্ত প্লট রয়েছে এসব ব্যবসায়ীদের কাছে।
শহিদুল ইসলাম নামের এক ব্যবসায়ী বলেন, ‘নতুন নতুন অনেক উৎপাদনশীল ব্যবসায়ী আছেন, তাঁরা বিসিকের প্লট পাচ্ছে না। ওই ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা প্লট বরাদ্দ পেলে তাঁরা দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবেন। নতুন কারখানায় অনেক বেকার মানুষের কর্মসংস্থান হবে। ওই সব ব্যবসায়ী পরিবারগুলোর মৌলিক চাহিদার পূরণ হবে।’
ক্ষুদ্র ব্যবসায়ী রিপন আলী বলেন, ‘বিসিক শিল্পনগরীতে অনেক ব্যবসায়ী কম মূল্যে প্লট বরাদ্দ পেয়েছেন। তারা যেসব প্লট ব্যবহার না করে ফাঁকা রাখছেন। দ্রুত বিসিক শিল্পনগরীর আয়তন বাড়ানো হোক, অন্যথায় যেসব ব্যবসায়ীর নামে একাধিক প্লট আছে সেগুলোকে সমন্বয় করে নতুন উদ্যোক্তাদের সুযোগ দেওয়া হোক।’
নাম না প্রকাশ করার শর্তে বিসিকের একটি কারখানার কর্মচারী বলেন, বিসিকের ভেতরের নালা ব্যবস্থা খারাপ। সহজে দূষিত পানি নালায় গিয়ে পৌঁছে না। এমনকি কর্তৃপক্ষ নালাগুলো পরিষ্কারের উদ্যোগ নেই না।
নিশান ফুডের ব্যবস্থাপক বলেন, ‘বিসিকের কাছ থেকে ইজারা নিয়ে পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স নিয়ে প্রতিষ্ঠান চলছে। অথচ পৌর কর্তৃপক্ষ আমাদের প্রতিষ্ঠানের ওপর ট্যাক্স বসাচ্ছে। যা মোটেও ঠিক নয়।’
চাঁপাইনবাবগঞ্জ বিসিকের সহকারী মহা ব্যবস্থাপক মো. রায়হান আলী বলেন, বিসিকের প্লটগুলোর পেছনে আরও ১০ একর জমি অধিগ্রহণ করে পরিধি বাড়ানোর প্রস্তাব পাঠানো আছে মন্ত্রণালয়ে। রাস্তাগুলো মেরামত চলছে শিগগির ঠিক হয়ে যাবে।

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
১ সেকেন্ড আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
৩ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
২ ঘণ্টা আগে