চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া আসামি মাসুম ওরফে মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ সোমবার চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫-এর অধিনায়ক রিয়াজ শাহরিয়ার এ তথ্য জানান।
এর আগে আজ ভোরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাড়ীনগর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর সহযোগী মো. ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৮০০ গ্রাম হেরোইন, হারিয়ে যাওয়া হাতকড়া ও একটি মোটরসাইকেল উদ্ধারের কথা জানায় র্যাব।
গ্রেপ্তার মাসুদ রানা (২৮) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কোদালকাটি জেলেপাড়া গ্রামের মো. নাজিবুল ইসলাম ওরফে নাজিবুরের ছেলে ও মাসুদ রানার সহযোগী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাড়ীনগর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে মো. ইলিয়াস (২৪)।
র্যাব জানায়, পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার পর র্যাব তাঁকে গ্রেপ্তারে অভিযান শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুর্গম চরে অভিযান পরিচালনা করে তাঁকে হাতেনাতে মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও হাতকড়া উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার একাধিক মাদক মামলার আসামি মাসুদ রানা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, পালিয়ে বেশ কিছু দিন ভারতে অবস্থান করেছিলেন। কয়েক দিন আগে দেশে ফিরেছেন তিনি।
এর আগে গত ২৪ মে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মাসুদ রানাকে আটক করেন বিজিবি পোলাডাঙ্গা ক্যাম্পের সদস্যরা। পরে পুলিশ তাঁকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় নিয়ে আসে। এ সময় গ্রেপ্তার আসামি মাসুদ রানার মোবাইল ফোনে হেরোইনের ছবি দেখা যায়। রাতে তাঁকে সঙ্গে নিয়েই দুর্গম চরাঞ্চল সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের কোদালকাটি এলাকায় অভিযানে যায় পুলিশ।
সেখানে স্কুলপাড়ার একটি পাটখড়ির মাচা থেকে কোটি টাকা দামের ১ কেজি ৮২ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ সময় মাসুদের হাতে হাতকড়া লাগানো ছিল। ফেরার পথে ভোর ৫টার দিকে জেলেপাড়ার একটি লিচুবাগানে পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে মাসুদ হাতকড়া নিয়েই দৌড়ে অন্ধকারের মধ্যে লুকিয়ে যান। এরপর পুলিশ পিছু নিলেও তাঁকে ধরতে পারেনি। এ ঘটনায় পুলিশের ছয় সদস্যকে প্রথমে থানা থেকে প্রত্যাহার ও পরে সাময়িক বরখাস্ত করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া আসামি মাসুম ওরফে মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ সোমবার চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫-এর অধিনায়ক রিয়াজ শাহরিয়ার এ তথ্য জানান।
এর আগে আজ ভোরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাড়ীনগর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর সহযোগী মো. ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৮০০ গ্রাম হেরোইন, হারিয়ে যাওয়া হাতকড়া ও একটি মোটরসাইকেল উদ্ধারের কথা জানায় র্যাব।
গ্রেপ্তার মাসুদ রানা (২৮) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কোদালকাটি জেলেপাড়া গ্রামের মো. নাজিবুল ইসলাম ওরফে নাজিবুরের ছেলে ও মাসুদ রানার সহযোগী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাড়ীনগর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে মো. ইলিয়াস (২৪)।
র্যাব জানায়, পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার পর র্যাব তাঁকে গ্রেপ্তারে অভিযান শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুর্গম চরে অভিযান পরিচালনা করে তাঁকে হাতেনাতে মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও হাতকড়া উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার একাধিক মাদক মামলার আসামি মাসুদ রানা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, পালিয়ে বেশ কিছু দিন ভারতে অবস্থান করেছিলেন। কয়েক দিন আগে দেশে ফিরেছেন তিনি।
এর আগে গত ২৪ মে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মাসুদ রানাকে আটক করেন বিজিবি পোলাডাঙ্গা ক্যাম্পের সদস্যরা। পরে পুলিশ তাঁকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় নিয়ে আসে। এ সময় গ্রেপ্তার আসামি মাসুদ রানার মোবাইল ফোনে হেরোইনের ছবি দেখা যায়। রাতে তাঁকে সঙ্গে নিয়েই দুর্গম চরাঞ্চল সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের কোদালকাটি এলাকায় অভিযানে যায় পুলিশ।
সেখানে স্কুলপাড়ার একটি পাটখড়ির মাচা থেকে কোটি টাকা দামের ১ কেজি ৮২ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ সময় মাসুদের হাতে হাতকড়া লাগানো ছিল। ফেরার পথে ভোর ৫টার দিকে জেলেপাড়ার একটি লিচুবাগানে পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে মাসুদ হাতকড়া নিয়েই দৌড়ে অন্ধকারের মধ্যে লুকিয়ে যান। এরপর পুলিশ পিছু নিলেও তাঁকে ধরতে পারেনি। এ ঘটনায় পুলিশের ছয় সদস্যকে প্রথমে থানা থেকে প্রত্যাহার ও পরে সাময়িক বরখাস্ত করা হয়।

ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
৪০ মিনিট আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
গত ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনাল। এই মামলায় তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।
১ ঘণ্টা আগে