চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে সরকারি ৮৩ বস্তা চাল উদ্ধারের ঘটনায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ চারজনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা দুজনকে আসামি করা হয়। গতকাল মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলের নির্দেশে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জাকির হোসেন এ মামলা দায়ের করেন। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।
মামলায় যাঁদের নাম উল্লেখ করা হয়েছে তাঁরা হলেন, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু (৬০), ইউপি সদস্য আমির মুন্সী (৫০), দেশগাঁও গ্রামের আবুল খায়ের ওরফে কালু (৬০) ও মো. জাহাঙ্গীর হোসেন (৫৫)।
পুলিশের ধারণা, কোরবানির ঈদে দরিদ্রদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের জিআর প্রকল্পের ১০ কেজি চাল স্থানীয় ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্চু বিলি না করে কৌশলে বিক্রি করে দেন।
পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে গত সোমবার রাতে হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ও হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত ইউনিয়নের দেশগাঁও মাইজের বাড়ি ও আটিয়াবাড়িতে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করে থানায় নিয়ে আসেন।
এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। চাল উদ্ধারের ঘটনার পর গা ঢাকা দিয়েছেন ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্চু ও ওয়ার্ড মেম্বার আমির মুন্সী।
ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন মোবাইল ফোনে বলেন, এসব চাল কাবিখার। স্থানীয় ইউপি সদস্য এসব চাল গ্রামের লোকদের কাছে বিক্রি করেছেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বলেন, চাল উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। তদন্তের দায়িত্ব দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চাঁদপুরকে দেওয়া হয়েছে।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল বলেন, তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার পর জানা যাবে চালগুলো জিআর প্রকল্পের কি না।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে সরকারি ৮৩ বস্তা চাল উদ্ধারের ঘটনায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ চারজনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা দুজনকে আসামি করা হয়। গতকাল মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলের নির্দেশে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জাকির হোসেন এ মামলা দায়ের করেন। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।
মামলায় যাঁদের নাম উল্লেখ করা হয়েছে তাঁরা হলেন, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু (৬০), ইউপি সদস্য আমির মুন্সী (৫০), দেশগাঁও গ্রামের আবুল খায়ের ওরফে কালু (৬০) ও মো. জাহাঙ্গীর হোসেন (৫৫)।
পুলিশের ধারণা, কোরবানির ঈদে দরিদ্রদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের জিআর প্রকল্পের ১০ কেজি চাল স্থানীয় ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্চু বিলি না করে কৌশলে বিক্রি করে দেন।
পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে গত সোমবার রাতে হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ও হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত ইউনিয়নের দেশগাঁও মাইজের বাড়ি ও আটিয়াবাড়িতে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করে থানায় নিয়ে আসেন।
এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। চাল উদ্ধারের ঘটনার পর গা ঢাকা দিয়েছেন ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্চু ও ওয়ার্ড মেম্বার আমির মুন্সী।
ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন মোবাইল ফোনে বলেন, এসব চাল কাবিখার। স্থানীয় ইউপি সদস্য এসব চাল গ্রামের লোকদের কাছে বিক্রি করেছেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বলেন, চাল উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। তদন্তের দায়িত্ব দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চাঁদপুরকে দেওয়া হয়েছে।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল বলেন, তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার পর জানা যাবে চালগুলো জিআর প্রকল্পের কি না।

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে সালমা আক্তার (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত স্বামীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
৮ মিনিট আগে
নির্বাচনকালীন দায়িত্ব প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তি প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
১ ঘণ্টা আগে
নিহত আমেনা বেগমের বড় ভাই মোহাম্মদ ফোরকান বলেন, ‘বিয়ের সময় যৌতুক ও নগদ ২ লাখ ৬০ হাজার টাকা দেওয়া হয়েছিল। এরপরও বিভিন্ন সময়ে টাকা দাবি করে নির্যাতন চালানো হয়েছে। এখন আমার বোনকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
২ ঘণ্টা আগে