চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া পূর্ব বাজারে আগুন লেগে ব্যবসায়ীদের মালামাল রাখার একটি গোডাউন ও স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। ব্যবসায়ীদের দাবি, তাঁদের অবকাঠামো ও মালামালসহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসায় রক্ষা পেয়েছে বাজারের শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান।
গতকাল মঙ্গলবার রাত সোয়া ১০টা দিকে বাজারের পূর্ব পাশে স্টেশন সড়কে এই গোডাউনের বাইরে থেকে আগুনের সূত্রপাত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কামাল হাজি জানান, মহামায়া পূর্ব বাজার স্টেশন সড়কে বিল্লাল পাটওয়ারী ও মো. শহীদ উল্লাহর যৌথ মালিকানাধীন একটি গোডাউনে আগুন লাগে। তবে তাঁদের ধারণামতে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ সময় চাঁদপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগে স্থানীয় ব্যবসায়ী ও লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রাখে। সবার প্রচেষ্টায় পাশে থাকা ব্যবসাপ্রতিষ্ঠানগুলো আগুন থেকে রক্ষা পায়।
চাঁদপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স উত্তর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল-আমিন বলেন, ‘রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে আমরা আগুনের সংবাদ পাই। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে রাত ১১টা ৩৯ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’
আগুনে গোডাউনের সামনে থাকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামালের ব্যক্তিগত কার্যালয়, শাহাজাহান ব্যাপারীর ফার্নিচারের মালামাল, হারুন ব্যাপারীর সিমেন্ট, জাহাঙ্গীর, মনির ও জাফর ব্যাপারীর সংরক্ষিত ফল ও মুরগির ফার্মের একটি কক্ষ পুড়ে যায়। তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। তবে তদন্ত করে বলা যাবে, কী পরিমাণ ক্ষতি হয়েছে—যুক্ত করেন রবিউল আল-আমিন।
এদিকে আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মহসিন আলম ঘটনাস্থলে আসেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে আলাপ করেন।

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া পূর্ব বাজারে আগুন লেগে ব্যবসায়ীদের মালামাল রাখার একটি গোডাউন ও স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। ব্যবসায়ীদের দাবি, তাঁদের অবকাঠামো ও মালামালসহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসায় রক্ষা পেয়েছে বাজারের শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান।
গতকাল মঙ্গলবার রাত সোয়া ১০টা দিকে বাজারের পূর্ব পাশে স্টেশন সড়কে এই গোডাউনের বাইরে থেকে আগুনের সূত্রপাত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কামাল হাজি জানান, মহামায়া পূর্ব বাজার স্টেশন সড়কে বিল্লাল পাটওয়ারী ও মো. শহীদ উল্লাহর যৌথ মালিকানাধীন একটি গোডাউনে আগুন লাগে। তবে তাঁদের ধারণামতে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ সময় চাঁদপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগে স্থানীয় ব্যবসায়ী ও লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রাখে। সবার প্রচেষ্টায় পাশে থাকা ব্যবসাপ্রতিষ্ঠানগুলো আগুন থেকে রক্ষা পায়।
চাঁদপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স উত্তর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল-আমিন বলেন, ‘রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে আমরা আগুনের সংবাদ পাই। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে রাত ১১টা ৩৯ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’
আগুনে গোডাউনের সামনে থাকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামালের ব্যক্তিগত কার্যালয়, শাহাজাহান ব্যাপারীর ফার্নিচারের মালামাল, হারুন ব্যাপারীর সিমেন্ট, জাহাঙ্গীর, মনির ও জাফর ব্যাপারীর সংরক্ষিত ফল ও মুরগির ফার্মের একটি কক্ষ পুড়ে যায়। তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। তবে তদন্ত করে বলা যাবে, কী পরিমাণ ক্ষতি হয়েছে—যুক্ত করেন রবিউল আল-আমিন।
এদিকে আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মহসিন আলম ঘটনাস্থলে আসেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে আলাপ করেন।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
২ ঘণ্টা আগে