মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি

কনকনে শীতে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অবস্থিত আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র হাসপাতালে (আইসিডিডিআরবি) রোটা ভাইরাসে (ডায়রিয়া) আক্রান্ত হয়ে প্রতিদিনই গড়ে ২৩০-২৫০ জন শিশু ভর্তি হচ্ছে।
এসব রোগীদের বেশির ভাগই চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, বি-বাড়িয়া, নরসিংদী, শরীয়তপুর ও মুন্সিগঞ্জ এলাকা থেকে এসে এই হাসপাতালে ভর্তি হচ্ছেন। রোটা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে দুই বছরের কমবয়সী শিশুরা। শিশুদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা।
গবেষণা কেন্দ্র সূত্রে জানা গেছে, অতীতের সব রেকর্ড ভেঙে গত ডিসেম্বরে রোটা ভাইরাসে আক্রান্ত ৯ হাজার ৩৩ শিশু চিকিৎসা নিয়েছে চাঁদপুরের মতলব আইসিডিডিআরবিতে। এর আগের বছর একই সময় চিকিৎসা নিয়েছিল সাত হাজার ৫৫১ শিশু। ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত ভর্তি হয়েছে ৩ হাজার ১৬০ শিশু। শীত মৌসুমে গড়ে দৈনিক ২৩০-২৫০ রোগী ভর্তি হচ্ছে।
গবেষণা কেন্দ্রটির পরিসংখ্যান অনুযায়ী, রোটা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, কচুয়া, বরুড়া, বুড়িচং, চান্দিনা, মুরাদনগর, লক্ষ্মীপুর সদর ও চাটখিল উপজেলার শিশুরা।
আজ সোমবার (১৫ জানুয়ারি) সকালে হাসপাতালে সরেজমিনে এই প্রতিনিধির সঙ্গে কথা হয় রোগীর স্বজন ও চিকিৎসকদের সঙ্গে। সেখানে সন্তানের চিকিৎসা করাতে কুমিল্লা থেকে মোবারক হোসেন বলেন, ‘শিশুর হঠাৎ বমি, জ্বর, পাতলা পায়খানা শুরু হয়। প্রাথমিকভাবে স্থানীয় চিকিৎসকদের পরামর্শ নেওয়া হলেও নিয়ন্ত্রণে আসেনি। পরে মতলব ডায়রিয়া হাসপাতালে নিয়ে আসি। এখন সুস্থ, বাড়ি নিয়ে যাব।’
হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. চন্দ্র শেখর বলেন, ‘এ ভাইরাসে আক্রান্ত শিশুদের সুস্থ হতে ৫-৭ দিন সময় লাগে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’
এ বিষয়ে হাসপাতালের প্রধান ডা. আলফজল খান জানান, ‘গবেষণা কেন্দ্রটির ইতিহাসে এই প্রথমবার ডিসেম্বর মাসে সর্বাধিক রোগী ভর্তি হয়েছে, যা স্বাভাবিকের তুলনায় তিনগুণ বেশি রোগী। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত চিকিৎসক ও জনবল নিয়োগ করা হয়েছে।’
ডা. আলফজল খান আরও জানান, শীতকালে শিশুরা সাধারণত রোটা ভাইরাস আক্রান্ত হয়ে থাকে। ভর্তি হওয়া ৮৫ শতাংশ রোগীই রোটা ভাইরাসে আক্রান্ত। আক্রান্ত শিশুদের বুকের দুধ ও স্বাভাবিক খাবার খাওয়ানোর পরামর্শ দেন তিনি। শীত আসলেই এ সমস্ত রোগীর সংখ্যা বেশি বৃদ্ধি পায়। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় রোগীর অভিভাবকেরা প্রাইভেট কার, সিএনজিযোগে অল্প সময়ের মধ্যে রোগী নিয়ে আসতে পারে। বেশির ভাগ রোগী নোয়াখালী, কুমিল্লা, দাউদকান্দি, ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ-শাহরাস্তি এলাকার।

কনকনে শীতে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অবস্থিত আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র হাসপাতালে (আইসিডিডিআরবি) রোটা ভাইরাসে (ডায়রিয়া) আক্রান্ত হয়ে প্রতিদিনই গড়ে ২৩০-২৫০ জন শিশু ভর্তি হচ্ছে।
এসব রোগীদের বেশির ভাগই চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, বি-বাড়িয়া, নরসিংদী, শরীয়তপুর ও মুন্সিগঞ্জ এলাকা থেকে এসে এই হাসপাতালে ভর্তি হচ্ছেন। রোটা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে দুই বছরের কমবয়সী শিশুরা। শিশুদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা।
গবেষণা কেন্দ্র সূত্রে জানা গেছে, অতীতের সব রেকর্ড ভেঙে গত ডিসেম্বরে রোটা ভাইরাসে আক্রান্ত ৯ হাজার ৩৩ শিশু চিকিৎসা নিয়েছে চাঁদপুরের মতলব আইসিডিডিআরবিতে। এর আগের বছর একই সময় চিকিৎসা নিয়েছিল সাত হাজার ৫৫১ শিশু। ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত ভর্তি হয়েছে ৩ হাজার ১৬০ শিশু। শীত মৌসুমে গড়ে দৈনিক ২৩০-২৫০ রোগী ভর্তি হচ্ছে।
গবেষণা কেন্দ্রটির পরিসংখ্যান অনুযায়ী, রোটা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, কচুয়া, বরুড়া, বুড়িচং, চান্দিনা, মুরাদনগর, লক্ষ্মীপুর সদর ও চাটখিল উপজেলার শিশুরা।
আজ সোমবার (১৫ জানুয়ারি) সকালে হাসপাতালে সরেজমিনে এই প্রতিনিধির সঙ্গে কথা হয় রোগীর স্বজন ও চিকিৎসকদের সঙ্গে। সেখানে সন্তানের চিকিৎসা করাতে কুমিল্লা থেকে মোবারক হোসেন বলেন, ‘শিশুর হঠাৎ বমি, জ্বর, পাতলা পায়খানা শুরু হয়। প্রাথমিকভাবে স্থানীয় চিকিৎসকদের পরামর্শ নেওয়া হলেও নিয়ন্ত্রণে আসেনি। পরে মতলব ডায়রিয়া হাসপাতালে নিয়ে আসি। এখন সুস্থ, বাড়ি নিয়ে যাব।’
হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. চন্দ্র শেখর বলেন, ‘এ ভাইরাসে আক্রান্ত শিশুদের সুস্থ হতে ৫-৭ দিন সময় লাগে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’
এ বিষয়ে হাসপাতালের প্রধান ডা. আলফজল খান জানান, ‘গবেষণা কেন্দ্রটির ইতিহাসে এই প্রথমবার ডিসেম্বর মাসে সর্বাধিক রোগী ভর্তি হয়েছে, যা স্বাভাবিকের তুলনায় তিনগুণ বেশি রোগী। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত চিকিৎসক ও জনবল নিয়োগ করা হয়েছে।’
ডা. আলফজল খান আরও জানান, শীতকালে শিশুরা সাধারণত রোটা ভাইরাস আক্রান্ত হয়ে থাকে। ভর্তি হওয়া ৮৫ শতাংশ রোগীই রোটা ভাইরাসে আক্রান্ত। আক্রান্ত শিশুদের বুকের দুধ ও স্বাভাবিক খাবার খাওয়ানোর পরামর্শ দেন তিনি। শীত আসলেই এ সমস্ত রোগীর সংখ্যা বেশি বৃদ্ধি পায়। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় রোগীর অভিভাবকেরা প্রাইভেট কার, সিএনজিযোগে অল্প সময়ের মধ্যে রোগী নিয়ে আসতে পারে। বেশির ভাগ রোগী নোয়াখালী, কুমিল্লা, দাউদকান্দি, ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ-শাহরাস্তি এলাকার।

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
৮ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
১৪ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের দুটি শরিকদের ছেড়ে দিয়েছে বিএনপি। ফলে ওই দুই আসনে সুযোগ নিতে চায় জামায়াত নেতৃত্বাধীন ১২ দলীয় সমমনা জোট ও স্বতন্ত্র প্রার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর): এবার আসনটিতে বিএনপির প্রার্থী এম এ হান্নান, বাংলাদেশ জামায়াত ইসলামীর অধ্যাপক...
২০ মিনিট আগে
মেলায় বড় মাছ দরদাম করছিলেন স্থানীয় এক জামাই সৈকত হোসেন। তিনি বলেন, ‘আমি এবারই প্রথম শ্বশুরবাড়িতে মাছ নিয়ে যাব। তাই সেরা মাছটা কেনার চেষ্টা করছি। ১৮ কেজি ওজনের একটি কাতল মাছ পছন্দ হয়েছে। বিক্রেতা দাম চেয়েছেন ২২ হাজার টাকা। জামাই হিসেবে বড় মাছটি নিয়ে শ্বশুরবাড়িতে ঢুকতে পারা একটা আলাদা গর্বের বিষয়।’
৩৭ মিনিট আগে