চাঁদপুর প্রতিনিধি

রাজনীতিকদের বিষয়ে প্রতিবেদন করার বিষয়ে সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেছেন, ‘সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা এবং নির্মোহতা অনুসরণ করবেন। আমরা যারা রাজনীতি করি তারা অনেক সময় অনেক কারণে হেডলাইন হয়ে যাই। কিন্তু যখন অকারণে হেডলাইন হই, তখন খুবই দুঃখ পাই। আশা করি আপনারা এই বিষয়ে আরও সচেষ্ট হবেন।’
আজ শুক্রবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘দেশের সাংবাদিকদের কল্যাণে জাতির পিতা বঙ্গবন্ধু কাজ করেছেন। বর্তমানে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট করে দিয়েছেন। দেশের কল্যাণমূলক কাজের জন্য শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা দরকার। দেশের উল্লেখযোগ্য ও বড় বড় উন্নয়ন প্রকল্প বর্তমান সরকার করেছেন। শেখ হাসিনা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন এবং তা বাস্তবায়ন করেছেন। পরবর্তীতে উন্নয়নের মধ্যে মেগা প্রকল্প হবে শিক্ষা এবং স্বাস্থ্য।’
তিনি বলেন, ‘সামনে যে নির্বাচন সে নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করার জন্য, সাংবিধানিক আইন অনুসরণ করছে সরকার। বিভিন্ন জরিপে উঠে এসেছে দেশের ৭০ ভাগ মানুষের আস্থা শেখ হাসিনার ওপর। এর কারণ হচ্ছে এ সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়ন করেছেন। অনেক ক্ষেত্রে প্রতিশ্রুতির বেশিও কাজ করেছেন।’
মন্ত্রী বলেন, ‘আমরা ক্ষমতায় এসে আগের অনেক জনপ্রতিনিধির বাড়ির সামনের উন্নয়নকাজগুলোও করে দিতে হয়েছে। জনপ্রতিনিধি হিসেবে আমরা যদি সেবা দিয়ে থাকি, তাহলে জনগণ আমাদেরকে আবারও সুযোগ করে দেবে। আমরা বিশ্বাস করি, আবারও নৌকার বিজয় হবে। আর সাংবাদিক হিসেবে আপনারা অতীতের মতো সব সময় আমাদের ভালো কাজে সহযোগিতা করবেন।’
সমাবেশে উদ্বোধকের বক্তব্য রাখেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম বীর উত্তম। তিনি বলেন, ‘সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশায় আমি বেশ কিছু সময় কাজ করেছি। আপনাদের কাজ হবে সঠিক ও নিরপেক্ষ সংবাদ জনগণের সামনে তুলে ধরা। আপনাদেরকে সংবিধান স্বীকৃতি দিল কি না, তা দেখার প্রয়োজন নেই। সবার ওপর হচ্ছে আল্লাহর আইন। সাংবাদিক একটি জাতিকে রক্ষা করে।’
তিনি বলেন, ‘আপনাদেরকে বিশ্বের ঘটনা প্রবাহের দিকে দৃষ্টি রাখতে হবে। কারণ কখন কি হয় বোঝা যাচ্ছে না। মধ্যপ্রাচ্যে এখন যা হচ্ছে, তা ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের চাইতেও খারাপ। অনেকেই এর মধ্যে জড়িয়ে যাচ্ছে। আমাদের সতর্ক থাকতে হবে।’
সাংবাদিকদের উদ্দেশ্যে সংসদ সদস্য রফিকুল ইসলাম আরও বলেন, ‘আন্তর্জাতিক কিছু বিষয় আছে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আন্তর্জাতিক কারণে দেশের মানুষকে কিছুটা কষ্ট করতে হচ্ছে। তবে এটি নিরসনে শেখ হাসিনা সরকার কাজ করছে। এই সমস্যা থেকে আমেরিকাও রেহাই পাচ্ছে না। বিশ্বের চলমান এই পরিস্থিতির কারণে আমাদের সমস্যাগুলো সাংবাদিক হিসেবে জনগণের কাছে সঠিকভাবে উপস্থাপন করতে পারেন।’
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান সুমন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন—চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান, শরীফ চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শান্ত ও সাংগঠনিক সম্পাদক কাদের পলাশ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, পাবলিক প্রসিকিউটর (পিপি) রনজিত রায় চৌধুরী, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সুভাস চন্দ্র রায় প্রমুখ।
এ ছাড়াও সমাবেশে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত জেলা শহর ও উপজেলার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

রাজনীতিকদের বিষয়ে প্রতিবেদন করার বিষয়ে সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেছেন, ‘সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা এবং নির্মোহতা অনুসরণ করবেন। আমরা যারা রাজনীতি করি তারা অনেক সময় অনেক কারণে হেডলাইন হয়ে যাই। কিন্তু যখন অকারণে হেডলাইন হই, তখন খুবই দুঃখ পাই। আশা করি আপনারা এই বিষয়ে আরও সচেষ্ট হবেন।’
আজ শুক্রবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘দেশের সাংবাদিকদের কল্যাণে জাতির পিতা বঙ্গবন্ধু কাজ করেছেন। বর্তমানে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট করে দিয়েছেন। দেশের কল্যাণমূলক কাজের জন্য শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা দরকার। দেশের উল্লেখযোগ্য ও বড় বড় উন্নয়ন প্রকল্প বর্তমান সরকার করেছেন। শেখ হাসিনা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন এবং তা বাস্তবায়ন করেছেন। পরবর্তীতে উন্নয়নের মধ্যে মেগা প্রকল্প হবে শিক্ষা এবং স্বাস্থ্য।’
তিনি বলেন, ‘সামনে যে নির্বাচন সে নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করার জন্য, সাংবিধানিক আইন অনুসরণ করছে সরকার। বিভিন্ন জরিপে উঠে এসেছে দেশের ৭০ ভাগ মানুষের আস্থা শেখ হাসিনার ওপর। এর কারণ হচ্ছে এ সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়ন করেছেন। অনেক ক্ষেত্রে প্রতিশ্রুতির বেশিও কাজ করেছেন।’
মন্ত্রী বলেন, ‘আমরা ক্ষমতায় এসে আগের অনেক জনপ্রতিনিধির বাড়ির সামনের উন্নয়নকাজগুলোও করে দিতে হয়েছে। জনপ্রতিনিধি হিসেবে আমরা যদি সেবা দিয়ে থাকি, তাহলে জনগণ আমাদেরকে আবারও সুযোগ করে দেবে। আমরা বিশ্বাস করি, আবারও নৌকার বিজয় হবে। আর সাংবাদিক হিসেবে আপনারা অতীতের মতো সব সময় আমাদের ভালো কাজে সহযোগিতা করবেন।’
সমাবেশে উদ্বোধকের বক্তব্য রাখেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম বীর উত্তম। তিনি বলেন, ‘সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশায় আমি বেশ কিছু সময় কাজ করেছি। আপনাদের কাজ হবে সঠিক ও নিরপেক্ষ সংবাদ জনগণের সামনে তুলে ধরা। আপনাদেরকে সংবিধান স্বীকৃতি দিল কি না, তা দেখার প্রয়োজন নেই। সবার ওপর হচ্ছে আল্লাহর আইন। সাংবাদিক একটি জাতিকে রক্ষা করে।’
তিনি বলেন, ‘আপনাদেরকে বিশ্বের ঘটনা প্রবাহের দিকে দৃষ্টি রাখতে হবে। কারণ কখন কি হয় বোঝা যাচ্ছে না। মধ্যপ্রাচ্যে এখন যা হচ্ছে, তা ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের চাইতেও খারাপ। অনেকেই এর মধ্যে জড়িয়ে যাচ্ছে। আমাদের সতর্ক থাকতে হবে।’
সাংবাদিকদের উদ্দেশ্যে সংসদ সদস্য রফিকুল ইসলাম আরও বলেন, ‘আন্তর্জাতিক কিছু বিষয় আছে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আন্তর্জাতিক কারণে দেশের মানুষকে কিছুটা কষ্ট করতে হচ্ছে। তবে এটি নিরসনে শেখ হাসিনা সরকার কাজ করছে। এই সমস্যা থেকে আমেরিকাও রেহাই পাচ্ছে না। বিশ্বের চলমান এই পরিস্থিতির কারণে আমাদের সমস্যাগুলো সাংবাদিক হিসেবে জনগণের কাছে সঠিকভাবে উপস্থাপন করতে পারেন।’
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান সুমন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন—চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান, শরীফ চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শান্ত ও সাংগঠনিক সম্পাদক কাদের পলাশ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, পাবলিক প্রসিকিউটর (পিপি) রনজিত রায় চৌধুরী, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সুভাস চন্দ্র রায় প্রমুখ।
এ ছাড়াও সমাবেশে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত জেলা শহর ও উপজেলার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
১৯ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
২২ মিনিট আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৩ ঘণ্টা আগে