চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মিজানুর রহমানসহ ১২১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মতলব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল কবির চৌধুরী।
এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—আরজু সরকার (৪০), জুয়েল প্রধান (৩৭), নবীর হোসেন (২৫), সিফাত (২৫), মো. আলমগীর সরকার (৩৭) ও মো. জীবন সরকার (২৮)।
মায়া চৌধুরীর বাড়িতে হামলার ঘটনায় গত সোমবার (১৮ নভেম্বর) মোহনপুরের মাখন খালাসীর ছেলে শিপন খালাসী বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি মামলা (মামলা নম্বর ২৫) করেন। মামলায় ৪১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭০–৮০ জনকে আসামি করা হয়েছে।
গত শনিবার (১৬ নভেম্বর) রাতে মায়া চৌধুরীর বাড়িতে এই ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাড়ির দুটি ভবনের নিচতলায় আগুন ধরিয়ে দেওয়ার আগে সেখান থেকে ফার্নিচার ও মায়া চৌধুরীর স্মারকসামগ্রী গাড়িতে করে নিয়ে যায়।
ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট থেকে মায়া চৌধুরী আত্মগোপনে রয়েছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পৃথক ঘটনায় তাঁর বিরুদ্ধে চাঁদপুর, নারায়ণগঞ্জ ও ঢাকায় একাধিক মামলা হয়েছে।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মিজানুর রহমানসহ ১২১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মতলব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল কবির চৌধুরী।
এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—আরজু সরকার (৪০), জুয়েল প্রধান (৩৭), নবীর হোসেন (২৫), সিফাত (২৫), মো. আলমগীর সরকার (৩৭) ও মো. জীবন সরকার (২৮)।
মায়া চৌধুরীর বাড়িতে হামলার ঘটনায় গত সোমবার (১৮ নভেম্বর) মোহনপুরের মাখন খালাসীর ছেলে শিপন খালাসী বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি মামলা (মামলা নম্বর ২৫) করেন। মামলায় ৪১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭০–৮০ জনকে আসামি করা হয়েছে।
গত শনিবার (১৬ নভেম্বর) রাতে মায়া চৌধুরীর বাড়িতে এই ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাড়ির দুটি ভবনের নিচতলায় আগুন ধরিয়ে দেওয়ার আগে সেখান থেকে ফার্নিচার ও মায়া চৌধুরীর স্মারকসামগ্রী গাড়িতে করে নিয়ে যায়।
ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট থেকে মায়া চৌধুরী আত্মগোপনে রয়েছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পৃথক ঘটনায় তাঁর বিরুদ্ধে চাঁদপুর, নারায়ণগঞ্জ ও ঢাকায় একাধিক মামলা হয়েছে।

শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
২২ মিনিট আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে