মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজ সংলগ্ন নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকাল ৯টায় নির্মাণশ্রমিক লিটন পাঠান (৪৫) ও রাসেল প্রধান (২৮) ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে অক্সিজেন সংকটে মারা গেছে বলে ধারণা করছেন পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণপুর ডিগ্রি কলেজের দক্ষিণে বারিগাঁও এলাকায় আবুল বাশার মোল্লার নির্মাণাধীন পাঁচতলা ভবনের কাজ চলছিল। লিটন পাঠান ওই কাজের পরিচালনা করতেন। লিটন পাঠান উপজেলার পুটিয়া গ্রামের ওয়ালী উল্লাহ পাঠানের ছেলে ও রাসেল প্রধান হুরমহিষা গ্রামের আলী আর্শাদ প্রধানের ছেলে।
আত্মীয়রা জানান, তাঁরা সকাল ৮টার দিকে বাড়ি থেকে বেরিয়ে কাজে যান। পরে বাড়ির মালিক তাঁদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ফোনে স্বজনদের খবর দেন।
বাড়ির মালিক আবুল বাশার মোল্লার স্ত্রী মমতাজ বেগম বলেন, ‘প্রতিদিনের মতো আমি তাঁদের কাজ দেখতে যাই। তাঁদের দেখতে না পেয়ে ফোন নম্বরে কল করলে ট্যাংকের পাশে মোবাইল ফোনটি বাজছিল। পরে ট্যাংকের ভেতরে তাঁদের অচেতন অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেই। ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে জানাই।’ আবুল বাশার মোল্লা কচুয়া উপজেলার দোঘর গ্রামের মোল্লা বাড়ির বাসিন্দা।
এলাকাবাসী জানান,৩ / ৪ বছর আগে আনোয়ার হোসেনের কাছ থেকে ৬ শতাংশ জমি কিনে বাড়ির কাজ করেন। এক মাস আগে ট্যাংকের কাজ শেষ হয়েছিল। মালিককে ফোনে জানিয়ে সেন্টারিং খুলতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় ওসি (তদন্ত) হারুনুর রশিদ, ফায়ার স্টেশনের ইনচার্জ আশাদুজ্জামান, নারায়ণপুর বাজার বণিক সমিতির সভাপতি স্বপন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, দীর্ঘদিন ধরে ওই দুই নির্মাণশ্রমিক এ ভবনের কাজ করছিলেন। সকালে সেপটিক ট্যাংক থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে। অক্সিজেনের অভাবে তাঁদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজ সংলগ্ন নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকাল ৯টায় নির্মাণশ্রমিক লিটন পাঠান (৪৫) ও রাসেল প্রধান (২৮) ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে অক্সিজেন সংকটে মারা গেছে বলে ধারণা করছেন পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণপুর ডিগ্রি কলেজের দক্ষিণে বারিগাঁও এলাকায় আবুল বাশার মোল্লার নির্মাণাধীন পাঁচতলা ভবনের কাজ চলছিল। লিটন পাঠান ওই কাজের পরিচালনা করতেন। লিটন পাঠান উপজেলার পুটিয়া গ্রামের ওয়ালী উল্লাহ পাঠানের ছেলে ও রাসেল প্রধান হুরমহিষা গ্রামের আলী আর্শাদ প্রধানের ছেলে।
আত্মীয়রা জানান, তাঁরা সকাল ৮টার দিকে বাড়ি থেকে বেরিয়ে কাজে যান। পরে বাড়ির মালিক তাঁদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ফোনে স্বজনদের খবর দেন।
বাড়ির মালিক আবুল বাশার মোল্লার স্ত্রী মমতাজ বেগম বলেন, ‘প্রতিদিনের মতো আমি তাঁদের কাজ দেখতে যাই। তাঁদের দেখতে না পেয়ে ফোন নম্বরে কল করলে ট্যাংকের পাশে মোবাইল ফোনটি বাজছিল। পরে ট্যাংকের ভেতরে তাঁদের অচেতন অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেই। ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে জানাই।’ আবুল বাশার মোল্লা কচুয়া উপজেলার দোঘর গ্রামের মোল্লা বাড়ির বাসিন্দা।
এলাকাবাসী জানান,৩ / ৪ বছর আগে আনোয়ার হোসেনের কাছ থেকে ৬ শতাংশ জমি কিনে বাড়ির কাজ করেন। এক মাস আগে ট্যাংকের কাজ শেষ হয়েছিল। মালিককে ফোনে জানিয়ে সেন্টারিং খুলতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় ওসি (তদন্ত) হারুনুর রশিদ, ফায়ার স্টেশনের ইনচার্জ আশাদুজ্জামান, নারায়ণপুর বাজার বণিক সমিতির সভাপতি স্বপন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, দীর্ঘদিন ধরে ওই দুই নির্মাণশ্রমিক এ ভবনের কাজ করছিলেন। সকালে সেপটিক ট্যাংক থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে। অক্সিজেনের অভাবে তাঁদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আজিজুল ইসলাম পেশায় ছোট চা-দোকানি। তিনি গ্রামের পাশের কালারচর বাজারে ব্যবসা করেন। বুধবার রাতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দোকানে ছিলেন। এ সময় বাড়িতে শহিদা বেগম ও তাঁর চার বছর বয়সী ছোট মেয়ে ছিল। শহিদা রাতের রান্নার চাল ধুতে নলকূপের...
৬ মিনিট আগে
জানাজা শেষে ডাবলুর বড় ভাই শরিফুল ইসলাম কাজল বলেন, ‘গতকাল জানাজায় সবাই সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছে। আমরা শুধু আশ্বাসে বিশ্বাসী না, জড়িতদের বিচার চাই। কেউ যেন ছাড় না পায়। আমরা যেন বিচার দেখে যেতে পারি।’
১৯ মিনিট আগে
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
৪২ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
১ ঘণ্টা আগে