চাঁদপুর ও হাজীগঞ্জ প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে জমিতে বালু ভরাট করা নিয়ে বাগ্বিতণ্ডার সময় ভাতিজা সালামতকে (৩৪) ঘুষি মেরে হত্যার অভিযোগ ওঠা কাউছার নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ শনিবার বেলা একটার দিকে তাঁকে আটক করা হয়। এর আগে আজ সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে ইউনিয়নের তারাপাল্লা গ্রামের আমান উদ্দিন প্রধানিয়া বাড়ির মসজিদের সামনে এ ঘটনা ঘটে। দুজনই ওই গ্রামের প্রধানিয়া বাড়ির বাসিন্দা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সালামত চাঁদপুর জেলা জজ আদালতের আইনজীবী পবিত্র লাল সরকারের সহকারী হিসেবে কাজ করতেন।
স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন বলেন, ‘আজ সকালে সালামত ঘর উঠানোর জন্য বাড়ির সামনের ভিটাতে বালু ভরাটের কাজ শুরু করেন। এ সময় বাড়ির সম্পর্কে চাচা কাউছার এসে তাঁকে জিজ্ঞাসা করেন, কেন বালু ভরাট করা হচ্ছে। এরপর এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডার শুরু হয়। একপর্যায়ে কাউছার ঘুষি মারেন সালামতের পেটে। এতে ঘটনাস্থলেই সালামত লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ নিয়ে সালামতের বাবা রবিউল আলম বলেন, ‘সকালে ছেলে বালু ভরাটের জন্য বাড়ির সামনে অবস্থান করে। কাউছার আমার চাচাতো ভাই। তাদের সঙ্গে আমাদের সম্পত্তির বণ্টন হয়নি। অন্য জায়গা নিয়ে তাদের সঙ্গে উচ্ছেদ মামলা আছে। তবে বালু ভরাটের জায়গা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু কাউছার আমাদের সঙ্গে কোনো কথা না বলে ছেলেকে এমন ভাবে মেরেছে যে আর সে বেঁচে থাকতে পারল না। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই।’
হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. ইউনুছ বলেন, ‘বিষয়টি জানার পর পুলিশের একটি দল আসামিকে আটক করার জন্য এলাকায় গিয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাঁকে আটকের চেষ্টা চলছে।’

চাঁদপুরের হাজীগঞ্জে জমিতে বালু ভরাট করা নিয়ে বাগ্বিতণ্ডার সময় ভাতিজা সালামতকে (৩৪) ঘুষি মেরে হত্যার অভিযোগ ওঠা কাউছার নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ শনিবার বেলা একটার দিকে তাঁকে আটক করা হয়। এর আগে আজ সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে ইউনিয়নের তারাপাল্লা গ্রামের আমান উদ্দিন প্রধানিয়া বাড়ির মসজিদের সামনে এ ঘটনা ঘটে। দুজনই ওই গ্রামের প্রধানিয়া বাড়ির বাসিন্দা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সালামত চাঁদপুর জেলা জজ আদালতের আইনজীবী পবিত্র লাল সরকারের সহকারী হিসেবে কাজ করতেন।
স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন বলেন, ‘আজ সকালে সালামত ঘর উঠানোর জন্য বাড়ির সামনের ভিটাতে বালু ভরাটের কাজ শুরু করেন। এ সময় বাড়ির সম্পর্কে চাচা কাউছার এসে তাঁকে জিজ্ঞাসা করেন, কেন বালু ভরাট করা হচ্ছে। এরপর এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডার শুরু হয়। একপর্যায়ে কাউছার ঘুষি মারেন সালামতের পেটে। এতে ঘটনাস্থলেই সালামত লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ নিয়ে সালামতের বাবা রবিউল আলম বলেন, ‘সকালে ছেলে বালু ভরাটের জন্য বাড়ির সামনে অবস্থান করে। কাউছার আমার চাচাতো ভাই। তাদের সঙ্গে আমাদের সম্পত্তির বণ্টন হয়নি। অন্য জায়গা নিয়ে তাদের সঙ্গে উচ্ছেদ মামলা আছে। তবে বালু ভরাটের জায়গা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু কাউছার আমাদের সঙ্গে কোনো কথা না বলে ছেলেকে এমন ভাবে মেরেছে যে আর সে বেঁচে থাকতে পারল না। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই।’
হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. ইউনুছ বলেন, ‘বিষয়টি জানার পর পুলিশের একটি দল আসামিকে আটক করার জন্য এলাকায় গিয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাঁকে আটকের চেষ্টা চলছে।’

পাইকের বাড়ি গ্রামের কলেজছাত্রী পান্না বাড়ৈ জানান, ওই পাঁচ নারী রোববার ভোরে দিনমজুরের কাজ করতে মাদারীপুরে যান। কাজ শেষে ইজিবাইকে করে ফেরার পথে ঘটকচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে তাঁরা ঘটনাস্থলেই প্রাণ হারান।
৫ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদে বিস্ফোরক মামলায় স্বরূপকাঠি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্বরূপকাঠি পৌর যুবলীগের সভাপতি শিশির কর্মকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) ভোরে নেছারাবাদ উপজেলার পান হাটখোলা এলাকার নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে নেছারাবাদ থানায় নিয়ে যাওয়া হয়।
২৯ মিনিট আগে
শীত এলেই বাঙালির ঘরে ঘরে শুরু হয় পিঠা-পায়েসের আয়োজন। পিঠা তৈরির অন্যতম সহায়ক হলো গুড়। অনেকে চিনি দিয়েও তৈরি করে থাকে। তবে এই নাশতাকে সবচেয়ে বেশি সুস্বাদু করে তোলে খেজুর রসের গুড়।
১ ঘণ্টা আগে
দোতালা ভবনের নিচতলায় একটি কক্ষে বসে রয়েছেন ফার্মাসিস্ট মোল্লা মনিরুজ্জামান। তাঁর কাছেই বিভিন্ন বয়সী রোগীরা আসছেন চিকিৎসা নিতে। উপসর্গ শুনে রোগীদের জন্য নিজেই ওষুধ লিখে দিচ্ছেন মনিরুজ্জামান।
১ ঘণ্টা আগে