চাঁদপুর ও হাজীগঞ্জ প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে জমিতে বালু ভরাট করা নিয়ে বাগ্বিতণ্ডার সময় ভাতিজা সালামতকে (৩৪) ঘুষি মেরে হত্যার অভিযোগ ওঠা কাউছার নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ শনিবার বেলা একটার দিকে তাঁকে আটক করা হয়। এর আগে আজ সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে ইউনিয়নের তারাপাল্লা গ্রামের আমান উদ্দিন প্রধানিয়া বাড়ির মসজিদের সামনে এ ঘটনা ঘটে। দুজনই ওই গ্রামের প্রধানিয়া বাড়ির বাসিন্দা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সালামত চাঁদপুর জেলা জজ আদালতের আইনজীবী পবিত্র লাল সরকারের সহকারী হিসেবে কাজ করতেন।
স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন বলেন, ‘আজ সকালে সালামত ঘর উঠানোর জন্য বাড়ির সামনের ভিটাতে বালু ভরাটের কাজ শুরু করেন। এ সময় বাড়ির সম্পর্কে চাচা কাউছার এসে তাঁকে জিজ্ঞাসা করেন, কেন বালু ভরাট করা হচ্ছে। এরপর এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডার শুরু হয়। একপর্যায়ে কাউছার ঘুষি মারেন সালামতের পেটে। এতে ঘটনাস্থলেই সালামত লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ নিয়ে সালামতের বাবা রবিউল আলম বলেন, ‘সকালে ছেলে বালু ভরাটের জন্য বাড়ির সামনে অবস্থান করে। কাউছার আমার চাচাতো ভাই। তাদের সঙ্গে আমাদের সম্পত্তির বণ্টন হয়নি। অন্য জায়গা নিয়ে তাদের সঙ্গে উচ্ছেদ মামলা আছে। তবে বালু ভরাটের জায়গা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু কাউছার আমাদের সঙ্গে কোনো কথা না বলে ছেলেকে এমন ভাবে মেরেছে যে আর সে বেঁচে থাকতে পারল না। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই।’
হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. ইউনুছ বলেন, ‘বিষয়টি জানার পর পুলিশের একটি দল আসামিকে আটক করার জন্য এলাকায় গিয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাঁকে আটকের চেষ্টা চলছে।’

চাঁদপুরের হাজীগঞ্জে জমিতে বালু ভরাট করা নিয়ে বাগ্বিতণ্ডার সময় ভাতিজা সালামতকে (৩৪) ঘুষি মেরে হত্যার অভিযোগ ওঠা কাউছার নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ শনিবার বেলা একটার দিকে তাঁকে আটক করা হয়। এর আগে আজ সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে ইউনিয়নের তারাপাল্লা গ্রামের আমান উদ্দিন প্রধানিয়া বাড়ির মসজিদের সামনে এ ঘটনা ঘটে। দুজনই ওই গ্রামের প্রধানিয়া বাড়ির বাসিন্দা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সালামত চাঁদপুর জেলা জজ আদালতের আইনজীবী পবিত্র লাল সরকারের সহকারী হিসেবে কাজ করতেন।
স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন বলেন, ‘আজ সকালে সালামত ঘর উঠানোর জন্য বাড়ির সামনের ভিটাতে বালু ভরাটের কাজ শুরু করেন। এ সময় বাড়ির সম্পর্কে চাচা কাউছার এসে তাঁকে জিজ্ঞাসা করেন, কেন বালু ভরাট করা হচ্ছে। এরপর এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডার শুরু হয়। একপর্যায়ে কাউছার ঘুষি মারেন সালামতের পেটে। এতে ঘটনাস্থলেই সালামত লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ নিয়ে সালামতের বাবা রবিউল আলম বলেন, ‘সকালে ছেলে বালু ভরাটের জন্য বাড়ির সামনে অবস্থান করে। কাউছার আমার চাচাতো ভাই। তাদের সঙ্গে আমাদের সম্পত্তির বণ্টন হয়নি। অন্য জায়গা নিয়ে তাদের সঙ্গে উচ্ছেদ মামলা আছে। তবে বালু ভরাটের জায়গা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু কাউছার আমাদের সঙ্গে কোনো কথা না বলে ছেলেকে এমন ভাবে মেরেছে যে আর সে বেঁচে থাকতে পারল না। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই।’
হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. ইউনুছ বলেন, ‘বিষয়টি জানার পর পুলিশের একটি দল আসামিকে আটক করার জন্য এলাকায় গিয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাঁকে আটকের চেষ্টা চলছে।’

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে