চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের মেঘনা নদীতে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী এমভি সুন্দরবন-১৬ লঞ্চের তলা ফেটে চরে আটকা পড়েছে। একটি কার্গোর ধাক্কায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে চাঁদপুরের মতলব উত্তরের আমিরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাতে এক নারী যাত্রী নিখোঁজ এবং এক পুরুষ যাত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
লঞ্চকে ধাক্কা দেওয়া সেই কার্গো জাহাজটি পালিয়েছে বলে জানিয়েছেন নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, ঘটনার পর যাত্রীদের উদ্ধার ও নিরাপত্তা দিতে চাঁদপুর সদর ও মোহনপুর নৌ-পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। তবে ঘন কুয়াশার কারণে তাদের কাজ কিছুটা ব্যাহত হয়েছে বলে জানান তিনি।
আজ শুক্রবার সকালে ঘটনাস্থলে থাকা চাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, দুর্ঘটনায় একজন যাত্রী নিখোঁজ এবং অপর এক যাত্রী আহত হয়েছেন। আহত যাত্রীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনাকবলিত সুন্দরবন-১৬ লঞ্চের সুপারভাইজার সিরাজুল ইসলাম বলেন, লঞ্চটি মেঘনা নদীর আমিরাবাদ এলাকায় নিরাপদে অবস্থান করছে। লঞ্চে পাঁচ শতাধিক যাত্রী ছিল।
এর মধ্যে রাত ৪টার দিকে ডেক ও প্রথম শ্রেণির ২৫০ জন যাত্রী এমভি সুন্দরবন-১৫ ঘটনাস্থল থেকে বরিশালের উদ্দেশে নিয়ে গেছে। এই লঞ্চের সুপারভাইজার দুলাল বলেন, সকাল ৮টায় তাঁরা বরিশাল লঞ্চঘাট গিয়ে পৌঁছান।
এমভি সুন্দরবন-১৪ লঞ্চের সুপারভাইজার মো. ইউনুছ বলেন, লঞ্চের কেবিনসহ বাকি প্রায় ২৫০ জন যাত্রীকে নিয়ে সকাল ৮টার পর তাঁরা বরিশালের উদ্দেশে ছেড়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক বশির আলী খান আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার পর যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে নিখোঁজ ও আহত যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।

চাঁদপুরের মেঘনা নদীতে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী এমভি সুন্দরবন-১৬ লঞ্চের তলা ফেটে চরে আটকা পড়েছে। একটি কার্গোর ধাক্কায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে চাঁদপুরের মতলব উত্তরের আমিরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাতে এক নারী যাত্রী নিখোঁজ এবং এক পুরুষ যাত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
লঞ্চকে ধাক্কা দেওয়া সেই কার্গো জাহাজটি পালিয়েছে বলে জানিয়েছেন নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, ঘটনার পর যাত্রীদের উদ্ধার ও নিরাপত্তা দিতে চাঁদপুর সদর ও মোহনপুর নৌ-পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। তবে ঘন কুয়াশার কারণে তাদের কাজ কিছুটা ব্যাহত হয়েছে বলে জানান তিনি।
আজ শুক্রবার সকালে ঘটনাস্থলে থাকা চাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, দুর্ঘটনায় একজন যাত্রী নিখোঁজ এবং অপর এক যাত্রী আহত হয়েছেন। আহত যাত্রীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনাকবলিত সুন্দরবন-১৬ লঞ্চের সুপারভাইজার সিরাজুল ইসলাম বলেন, লঞ্চটি মেঘনা নদীর আমিরাবাদ এলাকায় নিরাপদে অবস্থান করছে। লঞ্চে পাঁচ শতাধিক যাত্রী ছিল।
এর মধ্যে রাত ৪টার দিকে ডেক ও প্রথম শ্রেণির ২৫০ জন যাত্রী এমভি সুন্দরবন-১৫ ঘটনাস্থল থেকে বরিশালের উদ্দেশে নিয়ে গেছে। এই লঞ্চের সুপারভাইজার দুলাল বলেন, সকাল ৮টায় তাঁরা বরিশাল লঞ্চঘাট গিয়ে পৌঁছান।
এমভি সুন্দরবন-১৪ লঞ্চের সুপারভাইজার মো. ইউনুছ বলেন, লঞ্চের কেবিনসহ বাকি প্রায় ২৫০ জন যাত্রীকে নিয়ে সকাল ৮টার পর তাঁরা বরিশালের উদ্দেশে ছেড়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক বশির আলী খান আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার পর যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে নিখোঁজ ও আহত যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৬ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৬ ঘণ্টা আগে
সুনামগঞ্জের হাওরগুলোতে গেল বর্ষায় প্রচণ্ড পানিস্বল্পতা ছিল। পানি কম থাকায় অক্ষত রয়েছে অধিকাংশ ফসল রক্ষা বাঁধ। বিগত সময়ের তুলনায় ক্লোজারও (বড় ভাঙন) কমেছে সম্ভাব্য বাঁধগুলোতে। কিন্তু যেনতেন প্রাক্কলন, মনগড়া জরিপের মাধ্যমে বাড়ানো হয়েছে বরাদ্দ। হাওর সচেতন মানুষের অভিযোগ, বরাদ্দ বাড়িয়ে সরকারি অর্থ লুটপাট
৬ ঘণ্টা আগে