ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

কমিটি ঘোষণার দুই দিন পর ব্রাহ্মণবাড়িয়া বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শনিবার শহরে দলীয় কর্মসূচি পালনের সময় উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
জানা যায়, গত বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। এর পর থেকে দলের একটি অংশের নেতা-কর্মীরা ঘোষিত কমিটিকে ফরমায়েশি আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানান। প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে সমাবেশ করেন তাঁরা।
এ ঘটনার জেরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। আজ শনিবার বিকেলে নতুন আহ্বায়ক কমিটির সদস্যসচিব ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম শহরের শেখ হাসিনা সড়ক সেতু এলাকায় একটি আনন্দ শোভাযাত্রা বের করেন।
অন্যদিকে একই সময়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনের নেতৃত্বে পাওয়ার হাউস রোডে আরাফাত রহমান কোকোর ৫৪তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
আনন্দ শোভাযাত্রা বের হওয়ার পর উভয় পক্ষের লোকজনের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। মুহূর্তের মধ্যে ওই এলাকার ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দিগ্বিদিক ছুটতে থাকে। প্রায় আধ ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
এই সময় পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করে।
এ বিষয়ে জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যসচিব সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আনন্দ শোভাযাত্রা শেষ করে আমি ঘটনাস্থল ত্যাগ করি। পরে সংঘর্ষ হয়েছে তা শুনতে পেয়েছি।’
সদস্য ও সাবেক জেলা সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি আজকের পত্রিকাকে বলেন, ‘এমন ব্যক্তিকে জেলা আহ্বায়ক করা হয়েছে, যার জন্য রাজনৈতিকভাবে নেতা-কর্মীরা বিব্রত। এই কমিটি বাতিল করে, নতুন করে ত্যাগী নেতা-কর্মীদের দিয়ে কমিটি গঠন করা হোক। বিচ্ছিন্নভাবে কিছু নেতা-কর্মী সংঘর্ষে জড়িয়েছে বলে জানতে পেরেছি।’
এই ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন আজকের পত্রিকাকে বলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। বিকেলে একপক্ষ আনন্দ শোভাযাত্রা বের করে এবং অন্য পক্ষ কোকোর জন্মদিন পালনের কথা বললেও মূলত আনন্দ মিছিলকে প্রতিহত করার জন্য মাঠে নামে। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং একজনকে আটক করেছে।

কমিটি ঘোষণার দুই দিন পর ব্রাহ্মণবাড়িয়া বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শনিবার শহরে দলীয় কর্মসূচি পালনের সময় উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
জানা যায়, গত বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। এর পর থেকে দলের একটি অংশের নেতা-কর্মীরা ঘোষিত কমিটিকে ফরমায়েশি আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানান। প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে সমাবেশ করেন তাঁরা।
এ ঘটনার জেরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। আজ শনিবার বিকেলে নতুন আহ্বায়ক কমিটির সদস্যসচিব ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম শহরের শেখ হাসিনা সড়ক সেতু এলাকায় একটি আনন্দ শোভাযাত্রা বের করেন।
অন্যদিকে একই সময়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনের নেতৃত্বে পাওয়ার হাউস রোডে আরাফাত রহমান কোকোর ৫৪তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
আনন্দ শোভাযাত্রা বের হওয়ার পর উভয় পক্ষের লোকজনের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। মুহূর্তের মধ্যে ওই এলাকার ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দিগ্বিদিক ছুটতে থাকে। প্রায় আধ ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
এই সময় পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করে।
এ বিষয়ে জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যসচিব সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আনন্দ শোভাযাত্রা শেষ করে আমি ঘটনাস্থল ত্যাগ করি। পরে সংঘর্ষ হয়েছে তা শুনতে পেয়েছি।’
সদস্য ও সাবেক জেলা সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি আজকের পত্রিকাকে বলেন, ‘এমন ব্যক্তিকে জেলা আহ্বায়ক করা হয়েছে, যার জন্য রাজনৈতিকভাবে নেতা-কর্মীরা বিব্রত। এই কমিটি বাতিল করে, নতুন করে ত্যাগী নেতা-কর্মীদের দিয়ে কমিটি গঠন করা হোক। বিচ্ছিন্নভাবে কিছু নেতা-কর্মী সংঘর্ষে জড়িয়েছে বলে জানতে পেরেছি।’
এই ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন আজকের পত্রিকাকে বলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। বিকেলে একপক্ষ আনন্দ শোভাযাত্রা বের করে এবং অন্য পক্ষ কোকোর জন্মদিন পালনের কথা বললেও মূলত আনন্দ মিছিলকে প্রতিহত করার জন্য মাঠে নামে। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং একজনকে আটক করেছে।

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
১০ মিনিট আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তাছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
২৩ মিনিট আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৯ মিনিট আগে