ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাংবাদিক আশিকুল ইসলাম (২৭)) হত্যার ঘটনায় রায়হান (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (০৯ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে জেলা শহরের শিমরাইলকান্দি রেললাইন এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তিনি পৌর এলাকার ভাদুঘরের শিরু মিয়ার ছেলে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে আজ সোমবার বিকেল সাড়ে ৫টায় শহরের ফারুকী পার্কের সামনে আশিকুল ইসলাম খুন হন। তিনি জেলা শহরের মেড্ডা এলাকার আশরাফ উদ্দিনের ছেলে এবং ‘দৈনিক পর্যবেক্ষণ’ পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি। এ ছাড়া তিনি ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় অনলাইন পত্রিকা ‘ব্রাহ্মণবাড়িয়া সংবাদ’-এর নিজস্ব প্রতিবেদক ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আশিক বাতিঘর সংগঠনের সদস্য। এই সংগঠন বেওয়ারিশ লাশের দাফন ও মুমূর্ষু রোগীদের রক্তদান করেন। আজ বিকেলে আশিকসহ আরও কয়েকজন ফারুকী পার্ক থেকে ‘বাতিঘরের’ মাসিক সভা শেষে রিকশায় করে কুমারশীল মোড়ের দিকে আসছিলেন।
পথে অটোরিকশাটি ফারুকী পার্ক থেকে কিছু দূর আসার পর রায়হান (২৫) নামের এক যুবক কয়েক জন সহযোগী নিয়ে অতর্কিতভাবে আশিকের ওপর হামলা করেন। এ সময় আশিককে ছুরিকাঘাত করে পালিয়ে যান তাঁরা। পরে আশিককে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে সেখানে তাঁর মৃত্যু হয়।
এ নিয়ে বাতিঘরের সভাপতি আজহার উদ্দিন জানান, আশিক সাংবাদিকতার পাশাপাশি এই সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন। অজ্ঞাতনামা লাশ কবর ও রক্ত দেওয়ায় তিনি সব সময় সামনের সাড়িতে থাকতেন।
আজহার উদ্দিন আরও বলেন, ‘আজ বিকেলে সংগঠনের মাসিক সভা শেষে আমরা একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও রিকশাযোগে ফিরছিলাম। আশিক আমার অটোরিকশার পেছনের রিকশায় ছিল। সামান্য পথ যাওয়ার পরই রায়হান নামের একটি ছেলেসহ আরও কয়েকজন দৌড়ে এসে আশিকের শরীরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।’

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাংবাদিক আশিকুল ইসলাম (২৭)) হত্যার ঘটনায় রায়হান (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (০৯ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে জেলা শহরের শিমরাইলকান্দি রেললাইন এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তিনি পৌর এলাকার ভাদুঘরের শিরু মিয়ার ছেলে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে আজ সোমবার বিকেল সাড়ে ৫টায় শহরের ফারুকী পার্কের সামনে আশিকুল ইসলাম খুন হন। তিনি জেলা শহরের মেড্ডা এলাকার আশরাফ উদ্দিনের ছেলে এবং ‘দৈনিক পর্যবেক্ষণ’ পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি। এ ছাড়া তিনি ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় অনলাইন পত্রিকা ‘ব্রাহ্মণবাড়িয়া সংবাদ’-এর নিজস্ব প্রতিবেদক ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আশিক বাতিঘর সংগঠনের সদস্য। এই সংগঠন বেওয়ারিশ লাশের দাফন ও মুমূর্ষু রোগীদের রক্তদান করেন। আজ বিকেলে আশিকসহ আরও কয়েকজন ফারুকী পার্ক থেকে ‘বাতিঘরের’ মাসিক সভা শেষে রিকশায় করে কুমারশীল মোড়ের দিকে আসছিলেন।
পথে অটোরিকশাটি ফারুকী পার্ক থেকে কিছু দূর আসার পর রায়হান (২৫) নামের এক যুবক কয়েক জন সহযোগী নিয়ে অতর্কিতভাবে আশিকের ওপর হামলা করেন। এ সময় আশিককে ছুরিকাঘাত করে পালিয়ে যান তাঁরা। পরে আশিককে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে সেখানে তাঁর মৃত্যু হয়।
এ নিয়ে বাতিঘরের সভাপতি আজহার উদ্দিন জানান, আশিক সাংবাদিকতার পাশাপাশি এই সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন। অজ্ঞাতনামা লাশ কবর ও রক্ত দেওয়ায় তিনি সব সময় সামনের সাড়িতে থাকতেন।
আজহার উদ্দিন আরও বলেন, ‘আজ বিকেলে সংগঠনের মাসিক সভা শেষে আমরা একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও রিকশাযোগে ফিরছিলাম। আশিক আমার অটোরিকশার পেছনের রিকশায় ছিল। সামান্য পথ যাওয়ার পরই রায়হান নামের একটি ছেলেসহ আরও কয়েকজন দৌড়ে এসে আশিকের শরীরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে এমপি প্রার্থী আলোচিত ভিক্ষুক আবুল মুনসুর ফকিরের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিনে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
২৯ মিনিট আগে
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দুই হাত ঝলসানো ও গলাকাটা অবস্থায় মো. রিপন মিয়া (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ বাজারের পেছনের জমিতে থাকা একটি বিদ্যুতের খুঁটির নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
৩৯ মিনিট আগে
বিক্ষোভ কর্মসূচিতে ভেনেজুয়েলায় অবিলম্বে হামলা বন্ধ, প্রেসিডেন্ট মাদুরোকে সুস্থ অবস্থায় দেশে ফেরত পাঠানো এবং আগ্রাসনের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে যুক্তরাষ্ট্রকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানানো হয়।
১ ঘণ্টা আগে
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) গুচ্ছপদ্ধতিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত এই পরীক্ষা হয়। সিকৃবিতে এ বছর ২ হাজার ২০১ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৫৬ জন ভর্তি পরীক্ষায় অংশ নেন।
১ ঘণ্টা আগে