ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ভারত-বাংলাদেশ সম্প্রীতির আবৃত্তিসন্ধ্যা ‘এক আকাশের তারা’। গতকাল শনিবার রাতে জেলা শহরের সুর স্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গনে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী।
তিতাস আবৃত্তি সংগঠনের আয়োজনে আমন্ত্রিত হয়ে আসেন ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আগরতলার আবৃত্তি দল কাব্যায়ন। কাব্যায়নের পরিচালক দীপক সাহার নেতৃত্বে ১১ সদস্যের আবৃত্তি দল ‘ঋতু বৈচিত্র্য ও মানুষের পক্ষে’ শীর্ষক দুটি বৃন্দ পরিবেশনা করে ভারতের শিল্পীরা ব্রাহ্মণবাড়িয়ার তিন শতাধিক দর্শককে মাতিয়ে রাখেন।
এ সময় জেলা প্রশাসক মো. শাহগীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, দি আলাউদ্দিন সংগীতাঙ্গন সম্পাদক কবি আবদুল মান্নান সরকার, ত্রিপুরার নজরুল গবেষক মায়া রায়, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ সভাপতি অধ্যাপক মানবর্দ্ধন পাল, নারী নেত্রী নন্দিতা গুহ।
অনুষ্ঠানের শুরুতেই ভারত ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করেন তিতাস আবৃত্তি সংগঠনের শিল্পীরা। প্রাসঙ্গিক একক আবৃত্তি করেন ভারতের শিল্পী দীপক সাহা ও বাংলাদেশের শিল্পী রোকেয়া দস্তগীর। এ সময় তিতাস আবৃত্তি সংগঠনের শিল্পীরা মানুষ মহীয়ান, কাজের লোক ও মজার পদ্য শীর্ষক তিনটি বৃন্দ পরিবেশন করেন।
অনুষ্ঠানে দুই সংগঠনের পক্ষ থেকেই শুভেচ্ছা ক্রেস্ট-উপহার বিনিময় করা হয়। দীর্ঘ দুই ঘণ্টা শত শত দর্শক-শ্রোতা মন্ত্রমুগ্ধের মতো আবৃত্তি পরিবেশনা উপভোগ করেন। অনুষ্ঠান উপভোগ করে উচ্ছ্বসিত দর্শকদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, নারী নেত্রী তাসলিমা সুলতানা খানম নিশাত, রম্য লেখক পরিমল ভৌমিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফয়েজুল কবীর, সংস্কৃতিসেবী জামিনুর রহমান, তরী আহ্বায়ক শামীম আহমেদ।
আমন্ত্রিত আবৃত্তি দল কাব্যায়ন পরিচালক দীপক সাহা বলেন, ‘আমরা রাজনৈতিক কাঁটাতার অতিক্রম করে কবিতার ছন্দে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে এসেছি। আমরা চাই নিয়মিত এমন সম্প্রীতির আয়োজন হোক দুই দেশেই। মানুষ মানুষের পক্ষেই দাঁড়াক।’
তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক সুজন সরকার বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক সব সময় বন্ধুত্বের। এই বন্ধুত্ব আরও বাড়াতে সম্প্রীতি বাড়াতে হবে নাগরিকদের মধ্যে। সেই লক্ষ্যেই আমরা প্রতি বছর ভারত-বাংলাদেশ আবৃত্তির আয়োজন করি।’

ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ভারত-বাংলাদেশ সম্প্রীতির আবৃত্তিসন্ধ্যা ‘এক আকাশের তারা’। গতকাল শনিবার রাতে জেলা শহরের সুর স্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গনে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী।
তিতাস আবৃত্তি সংগঠনের আয়োজনে আমন্ত্রিত হয়ে আসেন ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আগরতলার আবৃত্তি দল কাব্যায়ন। কাব্যায়নের পরিচালক দীপক সাহার নেতৃত্বে ১১ সদস্যের আবৃত্তি দল ‘ঋতু বৈচিত্র্য ও মানুষের পক্ষে’ শীর্ষক দুটি বৃন্দ পরিবেশনা করে ভারতের শিল্পীরা ব্রাহ্মণবাড়িয়ার তিন শতাধিক দর্শককে মাতিয়ে রাখেন।
এ সময় জেলা প্রশাসক মো. শাহগীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, দি আলাউদ্দিন সংগীতাঙ্গন সম্পাদক কবি আবদুল মান্নান সরকার, ত্রিপুরার নজরুল গবেষক মায়া রায়, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ সভাপতি অধ্যাপক মানবর্দ্ধন পাল, নারী নেত্রী নন্দিতা গুহ।
অনুষ্ঠানের শুরুতেই ভারত ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করেন তিতাস আবৃত্তি সংগঠনের শিল্পীরা। প্রাসঙ্গিক একক আবৃত্তি করেন ভারতের শিল্পী দীপক সাহা ও বাংলাদেশের শিল্পী রোকেয়া দস্তগীর। এ সময় তিতাস আবৃত্তি সংগঠনের শিল্পীরা মানুষ মহীয়ান, কাজের লোক ও মজার পদ্য শীর্ষক তিনটি বৃন্দ পরিবেশন করেন।
অনুষ্ঠানে দুই সংগঠনের পক্ষ থেকেই শুভেচ্ছা ক্রেস্ট-উপহার বিনিময় করা হয়। দীর্ঘ দুই ঘণ্টা শত শত দর্শক-শ্রোতা মন্ত্রমুগ্ধের মতো আবৃত্তি পরিবেশনা উপভোগ করেন। অনুষ্ঠান উপভোগ করে উচ্ছ্বসিত দর্শকদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, নারী নেত্রী তাসলিমা সুলতানা খানম নিশাত, রম্য লেখক পরিমল ভৌমিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফয়েজুল কবীর, সংস্কৃতিসেবী জামিনুর রহমান, তরী আহ্বায়ক শামীম আহমেদ।
আমন্ত্রিত আবৃত্তি দল কাব্যায়ন পরিচালক দীপক সাহা বলেন, ‘আমরা রাজনৈতিক কাঁটাতার অতিক্রম করে কবিতার ছন্দে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে এসেছি। আমরা চাই নিয়মিত এমন সম্প্রীতির আয়োজন হোক দুই দেশেই। মানুষ মানুষের পক্ষেই দাঁড়াক।’
তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক সুজন সরকার বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক সব সময় বন্ধুত্বের। এই বন্ধুত্ব আরও বাড়াতে সম্প্রীতি বাড়াতে হবে নাগরিকদের মধ্যে। সেই লক্ষ্যেই আমরা প্রতি বছর ভারত-বাংলাদেশ আবৃত্তির আয়োজন করি।’

রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
১০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
২ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
৩ ঘণ্টা আগে