বগুড়া প্রতিনিধি

বগুড়ায় আজাদ কার্গো পরিবহন সার্ভিস নামের একটি পরিবহন ঠিকাদার অফিসে ডাকাতি হয়েছে। ডাকাত দল তিন নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে ১৭ লক্ষাধিক টাকা নিয়ে গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাতে ডিউটিরত তিন নিরাপত্তাকর্মীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে বগুড়া শহরতলির সিল্কিবান্দা নামক স্থানে আজাদ কার্গো পরিবহন সার্ভিসের অফিসে এ ডাকাতির ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক সামছুল ইসলাম জানান, তিনতলা ভবনের নিচ তলায় অফিস। সেখানে ১২ জন কর্মকর্তা-কর্মচারী বসে কাজ করেন। গতকাল বিকেলে ছুটি শেষে যে যার মতো বাড়ি চলে যান। প্রতিষ্ঠানটি নিরাপত্তার জন্য নুরুজ্জামান, সাখাওয়াত ও জয়নাল নামের তিনজন প্রহরী রাতে ডিউটিতে ছিলেন।
সামছুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত তিনটার দিকে প্রতিষ্ঠানটির পূর্ব দিক থেকে সাতজনের একদল দুর্বৃত্ত মুখোশ পরা অবস্থা ভেতরে ঢোকে। তারা ডিউটিরত প্রহরীদের বেঁধে রাখে এবং তাদের মোবাইল ফোন কেড়ে নিয়ে অফিসের তালা কেটে ভেতরে ঢোকে। এরপর অফিসের ১২টি টেবিলের ড্রয়ারের তালা ভেঙে তছনছ করে টাকা নেয়। অফিসে একটি সিন্দুক গ্যাস দিয়ে কাটার চেষ্টা করে ব্যর্থ হয়। ওই সিন্দুকে ৬ লক্ষাধিক টাকা ছিল।
আজ মঙ্গলবার সকালে অফিসের লোকজন এলে ডাকাতির ঘটনা জানাজানি হয়। অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহার করা ১২টি টেবিলের ড্রয়ার ভেঙে ১৭ লাখ ৫৫ হাজার ৬৫০ টাকা নিয়ে ডাকাত দল পালিয়ে যায়। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনাস্থল পরিদর্শন করে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাতে ডিউটিরত তিন প্রহরীর কথাবার্তা সন্দেহজনক মনে হয়েছে। ডাকাত দলের সঙ্গে তাঁদের যোগাযোগ থাকতে পারে। এ কারণে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ছাড়া খোয়া যাওয়া টাকার পরিমাণ অনেক বেশি বলা হচ্ছে বলে মনে করা হচ্ছে। পুলিশ জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে।

বগুড়ায় আজাদ কার্গো পরিবহন সার্ভিস নামের একটি পরিবহন ঠিকাদার অফিসে ডাকাতি হয়েছে। ডাকাত দল তিন নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে ১৭ লক্ষাধিক টাকা নিয়ে গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাতে ডিউটিরত তিন নিরাপত্তাকর্মীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে বগুড়া শহরতলির সিল্কিবান্দা নামক স্থানে আজাদ কার্গো পরিবহন সার্ভিসের অফিসে এ ডাকাতির ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক সামছুল ইসলাম জানান, তিনতলা ভবনের নিচ তলায় অফিস। সেখানে ১২ জন কর্মকর্তা-কর্মচারী বসে কাজ করেন। গতকাল বিকেলে ছুটি শেষে যে যার মতো বাড়ি চলে যান। প্রতিষ্ঠানটি নিরাপত্তার জন্য নুরুজ্জামান, সাখাওয়াত ও জয়নাল নামের তিনজন প্রহরী রাতে ডিউটিতে ছিলেন।
সামছুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত তিনটার দিকে প্রতিষ্ঠানটির পূর্ব দিক থেকে সাতজনের একদল দুর্বৃত্ত মুখোশ পরা অবস্থা ভেতরে ঢোকে। তারা ডিউটিরত প্রহরীদের বেঁধে রাখে এবং তাদের মোবাইল ফোন কেড়ে নিয়ে অফিসের তালা কেটে ভেতরে ঢোকে। এরপর অফিসের ১২টি টেবিলের ড্রয়ারের তালা ভেঙে তছনছ করে টাকা নেয়। অফিসে একটি সিন্দুক গ্যাস দিয়ে কাটার চেষ্টা করে ব্যর্থ হয়। ওই সিন্দুকে ৬ লক্ষাধিক টাকা ছিল।
আজ মঙ্গলবার সকালে অফিসের লোকজন এলে ডাকাতির ঘটনা জানাজানি হয়। অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহার করা ১২টি টেবিলের ড্রয়ার ভেঙে ১৭ লাখ ৫৫ হাজার ৬৫০ টাকা নিয়ে ডাকাত দল পালিয়ে যায়। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনাস্থল পরিদর্শন করে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাতে ডিউটিরত তিন প্রহরীর কথাবার্তা সন্দেহজনক মনে হয়েছে। ডাকাত দলের সঙ্গে তাঁদের যোগাযোগ থাকতে পারে। এ কারণে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ছাড়া খোয়া যাওয়া টাকার পরিমাণ অনেক বেশি বলা হচ্ছে বলে মনে করা হচ্ছে। পুলিশ জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে।

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ফায়ারিং প্রশিক্ষণের সময় মাসুম নামের এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। গুলিটি তাঁর বুকে লাগে। আজ সোমবার সকালে পুলিশ ট্রেনিং সেন্টারে এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষে উপজেলা বিএনপির প্রচার সম্পাদকসহ দুই পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় বিএনপি সমর্থকদের চারটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। আজ সোমবার (১৯ জানুয়ারি) উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা ও মুন্সিরহাট বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই। এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প এবং চীন এতে বিনিয়োগ করতে আগ্রহী। আজ সোমবার সকালে রংপুরের কাউনিয়া সেতু পরিদর্শন করেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
২৭ মিনিট আগে
নাটোর আদালত প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জমি নিয়ে বিরোধজনিত মামলার জেরে আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে আদালত চত্বরে এ সংঘর্ষ হয়।
৩০ মিনিট আগে