বগুড়া প্রতিনিধি

বগুড়ায় আজাদ কার্গো পরিবহন সার্ভিস নামের একটি পরিবহন ঠিকাদার অফিসে ডাকাতি হয়েছে। ডাকাত দল তিন নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে ১৭ লক্ষাধিক টাকা নিয়ে গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাতে ডিউটিরত তিন নিরাপত্তাকর্মীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে বগুড়া শহরতলির সিল্কিবান্দা নামক স্থানে আজাদ কার্গো পরিবহন সার্ভিসের অফিসে এ ডাকাতির ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক সামছুল ইসলাম জানান, তিনতলা ভবনের নিচ তলায় অফিস। সেখানে ১২ জন কর্মকর্তা-কর্মচারী বসে কাজ করেন। গতকাল বিকেলে ছুটি শেষে যে যার মতো বাড়ি চলে যান। প্রতিষ্ঠানটি নিরাপত্তার জন্য নুরুজ্জামান, সাখাওয়াত ও জয়নাল নামের তিনজন প্রহরী রাতে ডিউটিতে ছিলেন।
সামছুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত তিনটার দিকে প্রতিষ্ঠানটির পূর্ব দিক থেকে সাতজনের একদল দুর্বৃত্ত মুখোশ পরা অবস্থা ভেতরে ঢোকে। তারা ডিউটিরত প্রহরীদের বেঁধে রাখে এবং তাদের মোবাইল ফোন কেড়ে নিয়ে অফিসের তালা কেটে ভেতরে ঢোকে। এরপর অফিসের ১২টি টেবিলের ড্রয়ারের তালা ভেঙে তছনছ করে টাকা নেয়। অফিসে একটি সিন্দুক গ্যাস দিয়ে কাটার চেষ্টা করে ব্যর্থ হয়। ওই সিন্দুকে ৬ লক্ষাধিক টাকা ছিল।
আজ মঙ্গলবার সকালে অফিসের লোকজন এলে ডাকাতির ঘটনা জানাজানি হয়। অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহার করা ১২টি টেবিলের ড্রয়ার ভেঙে ১৭ লাখ ৫৫ হাজার ৬৫০ টাকা নিয়ে ডাকাত দল পালিয়ে যায়। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনাস্থল পরিদর্শন করে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাতে ডিউটিরত তিন প্রহরীর কথাবার্তা সন্দেহজনক মনে হয়েছে। ডাকাত দলের সঙ্গে তাঁদের যোগাযোগ থাকতে পারে। এ কারণে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ছাড়া খোয়া যাওয়া টাকার পরিমাণ অনেক বেশি বলা হচ্ছে বলে মনে করা হচ্ছে। পুলিশ জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে।

বগুড়ায় আজাদ কার্গো পরিবহন সার্ভিস নামের একটি পরিবহন ঠিকাদার অফিসে ডাকাতি হয়েছে। ডাকাত দল তিন নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে ১৭ লক্ষাধিক টাকা নিয়ে গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাতে ডিউটিরত তিন নিরাপত্তাকর্মীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে বগুড়া শহরতলির সিল্কিবান্দা নামক স্থানে আজাদ কার্গো পরিবহন সার্ভিসের অফিসে এ ডাকাতির ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক সামছুল ইসলাম জানান, তিনতলা ভবনের নিচ তলায় অফিস। সেখানে ১২ জন কর্মকর্তা-কর্মচারী বসে কাজ করেন। গতকাল বিকেলে ছুটি শেষে যে যার মতো বাড়ি চলে যান। প্রতিষ্ঠানটি নিরাপত্তার জন্য নুরুজ্জামান, সাখাওয়াত ও জয়নাল নামের তিনজন প্রহরী রাতে ডিউটিতে ছিলেন।
সামছুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত তিনটার দিকে প্রতিষ্ঠানটির পূর্ব দিক থেকে সাতজনের একদল দুর্বৃত্ত মুখোশ পরা অবস্থা ভেতরে ঢোকে। তারা ডিউটিরত প্রহরীদের বেঁধে রাখে এবং তাদের মোবাইল ফোন কেড়ে নিয়ে অফিসের তালা কেটে ভেতরে ঢোকে। এরপর অফিসের ১২টি টেবিলের ড্রয়ারের তালা ভেঙে তছনছ করে টাকা নেয়। অফিসে একটি সিন্দুক গ্যাস দিয়ে কাটার চেষ্টা করে ব্যর্থ হয়। ওই সিন্দুকে ৬ লক্ষাধিক টাকা ছিল।
আজ মঙ্গলবার সকালে অফিসের লোকজন এলে ডাকাতির ঘটনা জানাজানি হয়। অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহার করা ১২টি টেবিলের ড্রয়ার ভেঙে ১৭ লাখ ৫৫ হাজার ৬৫০ টাকা নিয়ে ডাকাত দল পালিয়ে যায়। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনাস্থল পরিদর্শন করে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাতে ডিউটিরত তিন প্রহরীর কথাবার্তা সন্দেহজনক মনে হয়েছে। ডাকাত দলের সঙ্গে তাঁদের যোগাযোগ থাকতে পারে। এ কারণে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ছাড়া খোয়া যাওয়া টাকার পরিমাণ অনেক বেশি বলা হচ্ছে বলে মনে করা হচ্ছে। পুলিশ জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে।

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
২৩ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
২৬ মিনিট আগে
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ বৃহস্পতিবার দুপুর ১টায় সিআইডি সদর দপ্তরের মিডিয়া সেন্টারে মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরের নিচতলায় এই ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে।
৩২ মিনিট আগে
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরোয়ার আলমগীরকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) অনুসন্ধান ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজ উদ্দিন এই শোকজের নোটিশ দেন।
৩৪ মিনিট আগে