শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে মহাসড়কে পেট্রল ঢেলে দুটি ট্রাকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে বিএনপির নেতা-কর্মীসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গতকাল রাতে শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদত হোসেন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় এজাহারভুক্ত আসামি করা হয়েছে ১৫ জনকে। অজ্ঞাতনামা রয়েছে আরও অনেকে। মামলার আসামি স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনসহ জামায়াত নেতারা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামলার প্রধান আসামি উপজেলা গাড়িদহ ইউনিয়নের রামনগর গ্রামের ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ওরফে খোকন (৩৭)। গাড়িদহ ইউনিয়নের জোয়ানপুর উত্তরপাড়া গ্রামের জামায়াত কর্মী শহিদুল ইসলাম (৪৫), উপজেলার খামারকান্দি ইউনিয়নের হাটখোলা গ্রামের স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন ওরফে খোকা (৪৫), বিশালপুর ইউনিয়নের পানিসারা নতুনপাড়া গ্রামের বিএনপি কর্মী রেজাউল করিম (৪৩) ও সীমাবাড়ি ইউনিয়নের সেনবামুনিয়া গ্রামের বিএনপি কর্মী আলী রেজওয়ান (৬০)।
মামলা তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) রামজীবন ভৌমিক তিনি বলেন, আজ বুধবার আদালতের মাধ্যমে তাঁদের বগুড়ার কারাগারে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে থানা-পুলিশ। আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ওই দুই ট্রাকের অন্তত চার লাখ টাকা ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ নিয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করার চেষ্টা অব্যাহত আছে।
উল্লেখ্য, গত সোমবার একটি মাটিভর্তি ট্রাক বগুড়ার কাহালু থেকে ঢাকায় ও অপরটি জয়পুরহাট থেকে কলা নিয়ে সিলেটে যাচ্ছিল। রাত প্রায় ১১টার দিকে শেরপুর উপজেলার দশমাইলে পৌঁছালে একদল লোক ট্রাক দুটি থামিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বগুড়ার শেরপুরে মহাসড়কে পেট্রল ঢেলে দুটি ট্রাকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে বিএনপির নেতা-কর্মীসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গতকাল রাতে শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদত হোসেন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় এজাহারভুক্ত আসামি করা হয়েছে ১৫ জনকে। অজ্ঞাতনামা রয়েছে আরও অনেকে। মামলার আসামি স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনসহ জামায়াত নেতারা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামলার প্রধান আসামি উপজেলা গাড়িদহ ইউনিয়নের রামনগর গ্রামের ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ওরফে খোকন (৩৭)। গাড়িদহ ইউনিয়নের জোয়ানপুর উত্তরপাড়া গ্রামের জামায়াত কর্মী শহিদুল ইসলাম (৪৫), উপজেলার খামারকান্দি ইউনিয়নের হাটখোলা গ্রামের স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন ওরফে খোকা (৪৫), বিশালপুর ইউনিয়নের পানিসারা নতুনপাড়া গ্রামের বিএনপি কর্মী রেজাউল করিম (৪৩) ও সীমাবাড়ি ইউনিয়নের সেনবামুনিয়া গ্রামের বিএনপি কর্মী আলী রেজওয়ান (৬০)।
মামলা তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) রামজীবন ভৌমিক তিনি বলেন, আজ বুধবার আদালতের মাধ্যমে তাঁদের বগুড়ার কারাগারে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে থানা-পুলিশ। আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ওই দুই ট্রাকের অন্তত চার লাখ টাকা ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ নিয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করার চেষ্টা অব্যাহত আছে।
উল্লেখ্য, গত সোমবার একটি মাটিভর্তি ট্রাক বগুড়ার কাহালু থেকে ঢাকায় ও অপরটি জয়পুরহাট থেকে কলা নিয়ে সিলেটে যাচ্ছিল। রাত প্রায় ১১টার দিকে শেরপুর উপজেলার দশমাইলে পৌঁছালে একদল লোক ট্রাক দুটি থামিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঝালকাঠির নলছিটিতে বিদ্যুতায়িত হয়ে নাজমুল ইসলাম (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার বৈচন্ডী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগে
আজ রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।
১ ঘণ্টা আগে
খুলনার পূর্ব রূপসায় আব্দুল রাশেদ ওরফে পিকুল (৩০) নামের এক যুবককে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার কদমতলা বালুর মাঠ এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে মৌখিকভাবে সতর্ক করেছেন খুলনা-৫ আসনের রিটার্নিং কর্মকর্তা ও খুলনা জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকার। গতকাল শনিবার রাতে রিটার্নিং কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেন।
২ ঘণ্টা আগে