সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার গাবতলীতে হাতি দেখতে এসে হাসান মিয়া (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের তরণীহাট পূর্বপাড়া গ্রামের এ ঘটনা ঘটে।
মৃত শিশুটি ওই গ্রামের ভ্যানচালক ভোধন সাহার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কিছুদিন আগে ঝড়ে তরণীহাট পূর্বপাড়া গ্রামে পাকা সড়কের ধারে একটি গাছের বড় ডাল ঝুলে থাকে। গতকাল মঙ্গলবার বিকেলে ওই সড়ক দিয়ে সিলেট থেকে আসা একটি হাতি বালিয়াদীঘিতে যাচ্ছিল। যাওয়ার পথে ঝুলে থাকা ওই ডাল ভেঙে ফেলে। এ সময় ওই ডালের নিচে চাপা পড়ে শিশু হাসান গুরুতর আহত হয়। এরপর তাকে উদ্ধার করে স্থানীয় গাবতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে বিক্ষুব্ধ গ্রামবাসী দলবদ্ধ হয়ে হাতিটিকে মারার জন্য ধাওয়া করে। তখন হাতিটি দৌড়ে স্থানীয় রাস্তার পাশের একটি ডোবার পানিতে আশ্রয় নেয়। আজ বুধবার দুপুর পর্যন্ত হাতিটিকে ওই ডোবাতেই দেখা গেছে। তবে হাতির মাহুত এখন পর্যন্ত পলাতক রয়েছেন।
বালিয়াদীঘি ইউপির চেয়ারম্যান ইউনুছ ফকির বলেন, ‘সংবাদ পেয়ে দুর্ঘটনার পরে আমি ঘটনাস্থলে ছিলাম। যেহেতু অনাকাঙ্ক্ষিতভাবে দুর্ঘটনাটি হয়েছে। আর পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ নেই বা তারা কোনো মামলার ঝামেলায় জড়াতে চায় না। তাই নিহতের পরিবারকে হাতির মাহুতের পক্ষ থেকে জরিমানা দিয়ে বিষয়টির মীমাংসা করার প্রস্তুতি চলছে।
খবর পেয়ে গাবতলী মডেল থানার ওসি (তদন্ত) জামিরুল ইসলাম, এসআই সোলাইমান আলীসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গাবতলী মডেল থানার পুলিশ পরিদর্শক জামিরুল ইসলাম বলেন, পরিবারের কাছে থেকে কোনো অভিযোগ না পাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতেই তাকে নিজ বাড়িতে দাফন করা হয়েছে।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, হাতির সঙ্গে শিশুর মৃত্যুর কোনো সম্পর্ক নেই। মানুষ এগুলো গুজব ছড়ায়। হাতি কলাগাছ খাচ্ছিল, আর কলাগাছের সঙ্গে লেগে থাকা ইউক্যালিপটাসের ডাল পড়ে শিশুর মৃত্যু হয়েছে।

বগুড়ার গাবতলীতে হাতি দেখতে এসে হাসান মিয়া (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের তরণীহাট পূর্বপাড়া গ্রামের এ ঘটনা ঘটে।
মৃত শিশুটি ওই গ্রামের ভ্যানচালক ভোধন সাহার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কিছুদিন আগে ঝড়ে তরণীহাট পূর্বপাড়া গ্রামে পাকা সড়কের ধারে একটি গাছের বড় ডাল ঝুলে থাকে। গতকাল মঙ্গলবার বিকেলে ওই সড়ক দিয়ে সিলেট থেকে আসা একটি হাতি বালিয়াদীঘিতে যাচ্ছিল। যাওয়ার পথে ঝুলে থাকা ওই ডাল ভেঙে ফেলে। এ সময় ওই ডালের নিচে চাপা পড়ে শিশু হাসান গুরুতর আহত হয়। এরপর তাকে উদ্ধার করে স্থানীয় গাবতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে বিক্ষুব্ধ গ্রামবাসী দলবদ্ধ হয়ে হাতিটিকে মারার জন্য ধাওয়া করে। তখন হাতিটি দৌড়ে স্থানীয় রাস্তার পাশের একটি ডোবার পানিতে আশ্রয় নেয়। আজ বুধবার দুপুর পর্যন্ত হাতিটিকে ওই ডোবাতেই দেখা গেছে। তবে হাতির মাহুত এখন পর্যন্ত পলাতক রয়েছেন।
বালিয়াদীঘি ইউপির চেয়ারম্যান ইউনুছ ফকির বলেন, ‘সংবাদ পেয়ে দুর্ঘটনার পরে আমি ঘটনাস্থলে ছিলাম। যেহেতু অনাকাঙ্ক্ষিতভাবে দুর্ঘটনাটি হয়েছে। আর পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ নেই বা তারা কোনো মামলার ঝামেলায় জড়াতে চায় না। তাই নিহতের পরিবারকে হাতির মাহুতের পক্ষ থেকে জরিমানা দিয়ে বিষয়টির মীমাংসা করার প্রস্তুতি চলছে।
খবর পেয়ে গাবতলী মডেল থানার ওসি (তদন্ত) জামিরুল ইসলাম, এসআই সোলাইমান আলীসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গাবতলী মডেল থানার পুলিশ পরিদর্শক জামিরুল ইসলাম বলেন, পরিবারের কাছে থেকে কোনো অভিযোগ না পাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতেই তাকে নিজ বাড়িতে দাফন করা হয়েছে।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, হাতির সঙ্গে শিশুর মৃত্যুর কোনো সম্পর্ক নেই। মানুষ এগুলো গুজব ছড়ায়। হাতি কলাগাছ খাচ্ছিল, আর কলাগাছের সঙ্গে লেগে থাকা ইউক্যালিপটাসের ডাল পড়ে শিশুর মৃত্যু হয়েছে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে