বগুড়া প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ (ঠ) ধারা অমান্য করায় বগুড়া জেলা আওয়ামী লীগের ১৯ নেতাকে বহিষ্কারের সুপারিশ দেওয়া হয়েছে। সোনাতলা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় এই সুপারিশ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মিনহাদুজ্জামান লীটন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক এবং পৌর আওয়ামী লীগের সহসভাপতি সাইদুর রহমান খোকা ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান এ সুপারিশ করেন। আজ শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি তুলে ধরা হয়।
এতে বলা হয়, বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য বগুড়া জেলা শ্রমিক লীগের সহসভাপতি ও সোনাতলা পৌর আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম নান্নুকে এবং তাঁকে সহযোগিতা করায় আরও ১৮ জনকে দলীয় পদ থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
সুপারিশটি অগ্রগামী করার জন্য বগুড়া জেলা আওয়ামী লীগ, বগুড়া জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সাধারণ সম্পাদককে বিশেষভাবে অনুরোধ করেছেন সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মিনহাদুজ্জামান লীটন ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক।
বিজ্ঞপ্তিতে বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম আকন্দ নান্নুর পক্ষে নির্বাচন কাজে অংশগ্রহণ করায় সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক তাহেরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জাকির, পৌর আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান রানা, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম হোসেন দুলু, মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দবির হোসেন মন্ডল, দিগদাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহসভাপতি মাহফুজার রহমান মাফু, জাতীয় শ্রমিক লীগ সোনাতলা উপজেলা শাখার আহ্বায়ক আকতার হোসেন বুলু, সাবেক যুগ্ম আহ্বায়ক এটিএম রেজাউল করিম মানিক, তৌহিদসহ ১৯ জনকে সংগঠনের সকল পদ থেকে অব্যাহতি দিয়ে বহিষ্কার করার সুপারিশপত্র কেন্দ্রীয় আওয়ামী লীগ কার্যালয়ে পাঠানোর অনুরোধ জানানো হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ (ঠ) ধারা অমান্য করায় বগুড়া জেলা আওয়ামী লীগের ১৯ নেতাকে বহিষ্কারের সুপারিশ দেওয়া হয়েছে। সোনাতলা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় এই সুপারিশ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মিনহাদুজ্জামান লীটন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক এবং পৌর আওয়ামী লীগের সহসভাপতি সাইদুর রহমান খোকা ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান এ সুপারিশ করেন। আজ শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি তুলে ধরা হয়।
এতে বলা হয়, বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য বগুড়া জেলা শ্রমিক লীগের সহসভাপতি ও সোনাতলা পৌর আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম নান্নুকে এবং তাঁকে সহযোগিতা করায় আরও ১৮ জনকে দলীয় পদ থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
সুপারিশটি অগ্রগামী করার জন্য বগুড়া জেলা আওয়ামী লীগ, বগুড়া জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সাধারণ সম্পাদককে বিশেষভাবে অনুরোধ করেছেন সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মিনহাদুজ্জামান লীটন ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক।
বিজ্ঞপ্তিতে বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম আকন্দ নান্নুর পক্ষে নির্বাচন কাজে অংশগ্রহণ করায় সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক তাহেরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জাকির, পৌর আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান রানা, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম হোসেন দুলু, মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দবির হোসেন মন্ডল, দিগদাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহসভাপতি মাহফুজার রহমান মাফু, জাতীয় শ্রমিক লীগ সোনাতলা উপজেলা শাখার আহ্বায়ক আকতার হোসেন বুলু, সাবেক যুগ্ম আহ্বায়ক এটিএম রেজাউল করিম মানিক, তৌহিদসহ ১৯ জনকে সংগঠনের সকল পদ থেকে অব্যাহতি দিয়ে বহিষ্কার করার সুপারিশপত্র কেন্দ্রীয় আওয়ামী লীগ কার্যালয়ে পাঠানোর অনুরোধ জানানো হয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
১০ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
১২ মিনিট আগে
গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
২২ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আগামী দিনে কোনো ফ্যাসিবাদ যেন না সৃষ্টি হয়, সে জন্যই গণভোট। আগামী দিনে যেন কোনো ফ্যাসিস্ট সৃষ্টি না হয়, সেটার জন্যই জুলাই সনদ। আজ সোমবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক সুধী সমাবেশে...
৩৩ মিনিট আগে